Artificial Intelligence: কোন পথে এগোবে কৃত্রিম মেধা! মানুষের পৃথিবী এখনও দিশাহীন
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
চলতি বছরের শুরুতে, বলা ভাল নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সারা বিশ্ব তোলপাড় করেছিল চ্যাটবট ChatGPT।
advertisement
advertisement
একথা সত্যি যে, মানুষের কল্পনার কৃত্রিম মেধা, যা একেবারে মানুষের প্রতিরূপ, তা হয়ে উঠতে পারেনি বাস্তবের AI। সেজন্য এখনও। অনেকটা পথ পেরোতে হবে তাকে। তবে শান্ত পুকুরে ঢিল পড়ার মতোই ঢেউ তুলেছে AI, গেল গেল রব উঠেছে চারদিকে। বলা হচ্ছে, শিক্ষক, অধ্যাপক, চিত্রশিল্পী বা সাংবাদিকের কাজ এবার একাই করে দেবে চ্যাটবট। মানুষ হারাবে জীবিকা।
advertisement
advertisement
AI-জেনারেটেড ডিপফেকস এতবেশি বিশ্বাসযোগ্য যে সহজেই মানুষ প্রতারিত হতে পারেন। এবছরের শেষ নাগাদ, AI সঙ্কট নিয়ে আলোচনায় বসেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল AI আইনি সুরক্ষার চুক্তি। তবে মনে হয় না, ২০২৫ সালের আগে এই আইন প্রণয়ন করা সম্ভব হবে। মার্কিন কংগ্রেস এই বিষয়ে এখনও কিছু ভাবেনি।
advertisement
তবে এই প্রযুক্তি একেবারেই নতুন নয়। গত শতকের ৯০ দশক থেকেই চলছে এর ব্যবহার। এই বছর তার ব্যাপক প্রভাব পড়েছে চ্যাটবটের কল্যাণে। অনেক আগেই এসেছে স্বর সনাক্তকরণ বা স্ব-চালিত কথোপকথনের প্রযুক্তি। তবে এবার ভাষা প্রশিক্ষণের মাধ্যমে অনেক ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে কৃত্রিম মেধা। সেই পদ্ধতিকে অপপ্রয়োগ করা খুব সহজ।
advertisement
advertisement