Money Fraud: সোশ্যাল মিডিয়ায় টোপ! বিনিয়োগ অ্যাপের নামে প্রতারণার অভিযোগ, ৩৫ লক্ষ টাকা খোয়ালেন চিকিৎসক, গ্রেফতার ৫

Last Updated:

Money Fraud: বিনিয়োগ অ্যাপের নাম নিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ৷ চিকিৎসকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারকদের বিরুদ্ধে৷

News18
News18
কলকাতা: বিনিয়োগ অ্যাপের নাম নিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ৷ চিকিৎসকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারকদের বিরুদ্ধে৷ ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে৷ তদন্তকারীদের অনুমান এর পেছনে রয়েছে একটি বড় চক্র৷
৩৫ লক্ষ টাকা প্রতারণার শিকার হন চিকিৎসক ডঃ রাজকুমার ভট্টাচার্য। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নকল ইনভেস্টমেন্ট গ্রুপে যোগ করিয়ে দু’মাস ধরে দশটি লেনদেনের মাধ্যমে টাকা তুলে নেয় প্রতারকরা।
advertisement
advertisement
তদন্তে নেমে সিআইডি এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে৷ জানা গিয়েছে অভিযুক্ত পাঁচজন হলেন দেবাশিষ রায়, প্রসেনজিৎ রঞ্জন নাথ, বেসরকারি ব্যাঙ্কের কর্মী অমিত ঘোষ এবং রিয়াজ আহমেদ। গতকাল অভিযান চালিয়ে জাহিরুল ইসলামকে আসামের দিসপুর এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি।
advertisement
তদন্তকারীদের অনুমান এর পেছনে একটা বড় চক্র কাজ করছে৷ এই ‍র‍্যাকেট বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ ঘটনায় আরও অনেকে জড়িত বলেই অনুমান৷ বাদবাকিজনেরও খোঁজ চালাচ্ছে সিআইডি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Money Fraud: সোশ্যাল মিডিয়ায় টোপ! বিনিয়োগ অ্যাপের নামে প্রতারণার অভিযোগ, ৩৫ লক্ষ টাকা খোয়ালেন চিকিৎসক, গ্রেফতার ৫
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement