Vitamin Deficiency: হাত-পা যেন বরফ! কোন ভিটামিনের অভাবে বেশি ঠান্ডা লাগে, জানালেন চিকিৎসক, শীত বাড়ার আগেই জেনে নিন শরীর গরম রাখার উপায়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Winter Tips: চিকিত্সক জানালেন অতিরিক্ত শীত লাগার পেছনে থাকতে পারে শরীরে কোনও প্রয়োজনীয় ভিটামিন, খনিজের ঘাটতি।
advertisement
advertisement
advertisement
আয়রনের ঘাটতি: ডাক্তার জৈদি বলেছেন, আয়রনের ঘাটতি শীত বেশি লাগার সবচেয়ে বড় কারণ৷ এতে শরীরে ঠান্ডার অনুভূতি বেড়ে যায়। আয়রনের ঘাটতি হলে হিমোগ্লোনবিন কমে যায়৷ ফলে শরীরে রক্তের মাধ্যমে অক্সিজেনের সঞ্চারণও কমে যায়। এতে মেটাবলিজম স্লো হয়ে যায়৷ ফলস্বরূপ শরীরের তাপ উৎপাদন কম হয়৷ এই ধরনের মানুষরা প্রায়ই ক্লান্তি আর শ্বাসকষ্টের মতো সমস্যাও অনুভব করেন।
advertisement
advertisement
ভিটামিন বি ১২ (Vitamin B12)-এর ঘাটতিভিটামিন বি ১২-ও শরীরে রক্ত তৈরি এবং অক্সিজেন পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ঘাটতি হলে শরীরের তাপ তৈরি করার ক্ষমতা কমে যায় আর হাত-পা ঠান্ডা থাকতে শুরু করে। এর সঙ্গে ঝনঝনানি, ক্লান্তি, ভুলে যাওয়ার সমস্যা ইত্যাদি লক্ষণও দেখা যেতে পারে। ভিটামিন বি ১২ তাই ঠান্ডা বেশি লাগার একটি গুরুত্বপূর্ণ কারণ৷
advertisement
advertisement
advertisement
advertisement
চিকিৎসক জানালেন যদি খুব বেশি ঠান্ডা লাগে তাহলে তা মোটেই হালকা ভাবে নেওয়া উচিত নয়৷ নিজের ডায়েট ঠিক করুন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান আর দরকারি রক্তপরীক্ষা যেমন Iron, B12 আর Thyroid-এর পরীক্ষা অবশ্যই করান। সঠিক কারণ জানা গেলে এর চিকিৎসা সহজ হয়ে যায় আর আপনি শীতেও আরামে থাকতে পারেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
