Gangasagar Mela 2025: গঙ্গাসাগর মেলার আগে এক মাসেই ড্রেজিং সম্পূর্ণের নির্দেশ মুখ্য সচিবের, প্রস্তুতিতে জোর নবান্নের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Gangasagar Mela 2025: মেলা শুরুর এক মাস আগেই ড্রেজিং করার নির্দেশ মুখ্য সচিবের। গঙ্গাসাগর মেলা শুরুর আগেই সম্পূর্ণ ড্রেজিং প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে গঙ্গাসাগর সংক্রান্ত বৈঠক নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।
কলকাতাঃ মেলা শুরুর এক মাস আগেই ড্রেজিং করার নির্দেশ মুখ্য সচিবের। গঙ্গাসাগর মেলা শুরুর আগেই সম্পূর্ণ ড্রেজিং প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে গঙ্গাসাগর সংক্রান্ত বৈঠক নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক এই বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি পঞ্চায়েত, জনস্বাস্থ্য কারিগরি-সহ বেশ কিছু দফতরের সচিবরাও উপস্থিত ছিলেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে।
এবারে মহাকুম্ভ নেই। ফলে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থী সংখ্যা অনেকটাই বেশি হবে। ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে আগে ভাগে সমস্ত ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। পর্যাপ্ত পানীয় জল, সঠিক বিদ্যুৎ ব্যবস্থা এবং থাকার জায়গা করার পরিকল্পনা করা হয়েছে। সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ বৈঠকে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। প্রতিবছরের মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারেও গঙ্গাসাগর মেলার প্রাক প্রস্তুতি দেখতে যাওয়ার কথা। তার আগে মেলা সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে মুখ্য সচিবের তরফ থেকে।
advertisement
advertisement
মুখ্য সচিবের নির্দেশ-
* পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করবে জনস্বাস্থ্য কারিগরি দফতর
* থাকার জায়গা করার আগে অগ্নিনিরোধক ব্যবস্থা সঠিকভাবে করতে হবে
* ওয়াটার এম্বুলেন্স থাকবে
* থাকবে এয়ার এম্বুলেন্স-এর ব্যবস্থা
* চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতাল এবং অস্থায়ীভাবে পর্যাপ্ত শজ্জা রাখতে হবে
* লট এইট ছাড়াও বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পরিকাঠামো রাখতে হবে
advertisement
* কপিল মুনির আশ্রমে যাওয়ার জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা থাকবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 27, 2025 6:30 PM IST








