iPhone 17 Launch Date: কবে বাজারে আসবে iPhone 17 সিরিজ? ভুল করে সেটাই জানিয়ে দিল Apple; শীঘ্রই অপেক্ষার অবসান ঘটতে চলেছে?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
iPhone 17 Launch Date: ভুলবশত অ্যাপল টিভি অ্যাপে ফাঁস হয়ে গেল iPhone 17 সিরিজের লঞ্চের তারিখ। iPhone 17 সিরিজে থাকবে ৪টি মডেল এবং নতুন A19 চিপসেট। প্রথমবার এই সিরিজের সব মডেল ভারতেই তৈরি হচ্ছে।
Apple-এর বহু প্রতীক্ষিত পরবর্তী iPhone 17 সিরিজ নিয়ে ইতিমধ্যেই আলোচনা জোরালো হচ্ছে। বর্তমানে যদিও সংশ্লিষ্ট সংস্থার তরফে কোনও রকম তথ্য পাওয়া যায়নি। কিন্তু ভুলবশত Apple TV অ্যাপে এই সিরিজের লঞ্চ ডেট প্রকাশ্যে এসে গিয়েছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ওই অ্যাপে দুর্ঘটনাবশত প্রকাশিত একটি পোস্টে এ-ই ইঙ্গিত দেওয়া হয়েছে যে, Apple-এর ২০২৫ হার্ডওয়্যার ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে।
advertisement
advertisement
তবে পোস্টটি ভুলবশত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই মুছে দেওয়া হয়েছে। কিন্তু ভুলবশত করে ফেলা এই পোস্টটি লঞ্চের দিনক্ষণ নিয়ে ভক্ত এবং টেক ইন্ডাস্ট্রির মধ্যে প্রত্যাশা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আপাতত এটাই মনে করা হচ্ছে যে, চলতি মাস অর্থাৎ অগাস্টের শেষের দিকেই এই সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবে Apple।
advertisement
এই লিক বা ভুলবশত ফাঁস হয়ে যাওয়া তথ্যটিকে সত্যি বলে ধরা হয়, তাহলে সেপ্টেম্বর ২০২৫-এর এই ইভেন্টটি অত্যন্ত স্পেশ্যাল হতে চলেছে। প্রত্যাশা করা হচ্ছে যে, এই ইভেন্টে লঞ্চ করা হতে পারে iPhone 17 সিরিজ, নতুন Apple Watch মডেল এবং আপগ্রেডেড AirPods। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, iPhone 17 সিরিজে থাকবে চারটি মডেল। এর মধ্যে থাকবে iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max।
advertisement
advertisement
নতুন iPhone 17 ভারতে তৈরি হবে: Bloomberg-এর রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, প্রথম বারের জন্য ভারতে iPhone 17 সিরিজ তৈরি করছে Apple। দেশ জুড়ে ৫টি কারখানা তৈরি করেছে সংশ্লিষ্ট সংস্থা। এর মধ্যে দুটি প্ল্যান্ট তো সাম্প্রতিক কালেই তৈরি হয়েছে। আর বিশেষ বিষয় হল যে, এই বার iPhone 17 সিরিজের সমস্ত মডেল ভারতেই তৈরি করা হবে।