AC Under 30000: কম দামে এসির খোঁজ করছেন? ৩০০০০ টাকার নিচে সেরা এই মডেলগুলি আপনার ঘরকে করবে বরফের মতো ঠাণ্ডা, রইল তালিকা

Last Updated:
AC Under 30000: গ্রাহকরা চান কম দামে ভাল মানের এসি। যা ঘরের কোণায় কোণায় ঠান্ডা বাতাস পৌঁছে দেবে। ৩০ হাজার টাকার কমে সেরা কয়েকটি এয়ার কন্ডিশনার সম্পর্কে জেনে নিন
1/9
তীব্র তাপদাহে রীতিমতো হাঁসফাঁস দশা মানুষের। দেশের বেশিরভাগ অংশে তাপপ্রবাহের জেরে এই সমস্যা দেখা দিচ্ছে। আর প্রবল গরমে আরাম দেয় এসি-র ঠান্ডা হাওয়া। আজকের দিনে তো ঘরের প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে এসি। তবে বাড়ির জন্য অনলাইন কিংবা অফলাইনে স্প্লিট এসি কেনা বেশ চাপের বিষয়। গ্রাহকরা চান কম দামে ভাল মানের এসি। যা ঘরের কোণায় কোণায় ঠান্ডা বাতাস পৌঁছে দেবে। এই তালিকায় বহু এসি-ই রয়েছে।
তীব্র তাপদাহে রীতিমতো হাঁসফাঁস দশা মানুষের। দেশের বেশিরভাগ অংশে তাপপ্রবাহের জেরে এই সমস্যা দেখা দিচ্ছে। আর প্রবল গরমে আরাম দেয় এসি-র ঠান্ডা হাওয়া। আজকের দিনে তো ঘরের প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে এসি। তবে বাড়ির জন্য অনলাইন কিংবা অফলাইনে স্প্লিট এসি কেনা বেশ চাপের বিষয়। গ্রাহকরা চান কম দামে ভাল মানের এসি। যা ঘরের কোণায় কোণায় ঠান্ডা বাতাস পৌঁছে দেবে। এই তালিকায় বহু এসি-ই রয়েছে।
advertisement
2/9
কিন্তু দোকানে কিনতে গেলে বিক্রেতারা এমন ভারি ভারি শব্দ বা নাম ব্যবহার করেন, আনকোরা গ্রাহকরা তাতে ঘেঁটে যেতে পারেন। ফলে কোন স্প্লিট এসি-টা তাঁরা নেবেন, সেটাই বুঝে উঠতে পারে না। আর এদিকে প্রত্যেকটা ব্র্যান্ডই নিজেদের সেরা বলে দাবি করে থাকে। তাই নিজের ঘরের জন্য কোনটা সেরা, সেটা গ্রাহককেই বুঝতে হবে। আজকের প্রতিবেদনে আমরা কয়েকটি সেরা স্প্লিট এসি-র সন্ধান দেব, যেগুলির দাম অত্যন্ত কম। ৩০ হাজার টাকার কম দামে কিছু সেরা এসি:
কিন্তু দোকানে কিনতে গেলে বিক্রেতারা এমন ভারি ভারি শব্দ বা নাম ব্যবহার করেন, আনকোরা গ্রাহকরা তাতে ঘেঁটে যেতে পারেন। ফলে কোন স্প্লিট এসি-টা তাঁরা নেবেন, সেটাই বুঝে উঠতে পারে না। আর এদিকে প্রত্যেকটা ব্র্যান্ডই নিজেদের সেরা বলে দাবি করে থাকে। তাই নিজের ঘরের জন্য কোনটা সেরা, সেটা গ্রাহককেই বুঝতে হবে। আজকের প্রতিবেদনে আমরা কয়েকটি সেরা স্প্লিট এসি-র সন্ধান দেব, যেগুলির দাম অত্যন্ত কম। ৩০ হাজার টাকার কম দামে কিছু সেরা এসি:
advertisement
3/9
Whirlpool 1.0 Ton 3 Star, Magicool Inverter Split AC (MAGICOOL 10T 3S INV CNV S5K1PP0, Copper, Convertible 4-in-1 Cooling Mode, HD Filter White): এয়ার কন্ডিশনারের জন্য Whirlpool এমন একটা ব্র্যান্ড, যা সময়ের সঙ্গে সঙ্গে গ্রাহকদের ভরসা এবং জনপ্রিয়তা অর্জন করেছে। আর এই ১ টনের এসি-র দামও বেশ সাধ্যের মধ্যেই। ঘর ভাল ভাবে ঠান্ডা তো করেই, সেই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এতে রয়েছে ইনভার্টার টেকনোলজিও।
Whirlpool 1.0 Ton 3 Star, Magicool Inverter Split AC (MAGICOOL 10T 3S INV CNV S5K1PP0, Copper, Convertible 4-in-1 Cooling Mode, HD Filter White): এয়ার কন্ডিশনারের জন্য Whirlpool এমন একটা ব্র্যান্ড, যা সময়ের সঙ্গে সঙ্গে গ্রাহকদের ভরসা এবং জনপ্রিয়তা অর্জন করেছে। আর এই ১ টনের এসি-র দামও বেশ সাধ্যের মধ্যেই। ঘর ভাল ভাবে ঠান্ডা তো করেই, সেই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এতে রয়েছে ইনভার্টার টেকনোলজিও।
advertisement
4/9
Daikin 0.8 Ton 3 Star, Fixed Speed Split AC (Copper, PM 2.5 Filter, 2022 Model, FTL28U, White): ছোট ঘরের জন্য একেবারে আদর্শ এই এসি। ঘরকে দারুণ ভাবে ঠান্ডা করতে সক্ষম। এর মধ্যে রয়েছে একটি কপার কয়েল। যা বেশ টেকসই। আর ধুলো-বালি মুক্ত রাখার জন্য থাকে একটি ফিল্টারও। এই এসি চালানো সহজ, ভরসাযোগ্য আর দামেও বেশ সস্তা।
Daikin 0.8 Ton 3 Star, Fixed Speed Split AC (Copper, PM 2.5 Filter, 2022 Model, FTL28U, White): ছোট ঘরের জন্য একেবারে আদর্শ এই এসি। ঘরকে দারুণ ভাবে ঠান্ডা করতে সক্ষম। এর মধ্যে রয়েছে একটি কপার কয়েল। যা বেশ টেকসই। আর ধুলো-বালি মুক্ত রাখার জন্য থাকে একটি ফিল্টারও। এই এসি চালানো সহজ, ভরসাযোগ্য আর দামেও বেশ সস্তা।
advertisement
5/9
Godrej 1 Ton 3 Star, 5 Years Comprehensive Warranty, 5-In-1 Convertible Cooling, Inverter Split AC (Copper, 2025 Model, Heavy duty cooling at 52 °C, AC1T EI 12PINV3R32 WYQ 3S, White): Godrej 1 Ton এই স্প্লিট এসি কাজের দিক থেকে দুর্ধর্ষ। বাজেট এসি যা করতে পারে না, সেই কাজ অনায়াসেই করে ফেলতে সক্ষম এই এসি। বাইরের তাপমাত্রা যতই বেশি হোক না কেন, ঘরকে বরফ-শীতল রাখতে এর জুড়ি মেলা ভার। সবথেকে বড় কথা হল, দামেও বেশ সাশ্রয়ী এটি।
Godrej 1 Ton 3 Star, 5 Years Comprehensive Warranty, 5-In-1 Convertible Cooling, Inverter Split AC (Copper, 2025 Model, Heavy duty cooling at 52 °C, AC1T EI 12PINV3R32 WYQ 3S, White): Godrej 1 Ton এই স্প্লিট এসি কাজের দিক থেকে দুর্ধর্ষ। বাজেট এসি যা করতে পারে না, সেই কাজ অনায়াসেই করে ফেলতে সক্ষম এই এসি। বাইরের তাপমাত্রা যতই বেশি হোক না কেন, ঘরকে বরফ-শীতল রাখতে এর জুড়ি মেলা ভার। সবথেকে বড় কথা হল, দামেও বেশ সাশ্রয়ী এটি।
advertisement
6/9
Cruise 1.5 Ton 3 Star Inverter Split AC with 7-Stage Air Filtration (100% Copper, Convertible 4-in-1, PM 2.5 Filter, CWCVBK-VQ1W173, White): বাইরে তাপমাত্রার পারদ যখন ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই, তখন এই রেঞ্জের সব এসি ভাল কাজ করবে, এমনটা নয়। এমন পরিস্থিতিতে অবশ্য Cruise 1.5 Ton 3 Star Inverter Split AC ঘরকে ঠান্ডা এবং আরামদায়ক রাখতে সক্ষম। এর মধ্যে রয়েছে ৭ স্টেজ ফিল্টার। ফলে বাইরের পরিবেশে ধুলো-দূষণ থাকলেও বাড়িতে পরিবেশ থাকবে একেবারে বিশুদ্ধ।
Cruise 1.5 Ton 3 Star Inverter Split AC with 7-Stage Air Filtration (100% Copper, Convertible 4-in-1, PM 2.5 Filter, CWCVBK-VQ1W173, White): বাইরে তাপমাত্রার পারদ যখন ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই, তখন এই রেঞ্জের সব এসি ভাল কাজ করবে, এমনটা নয়। এমন পরিস্থিতিতে অবশ্য Cruise 1.5 Ton 3 Star Inverter Split AC ঘরকে ঠান্ডা এবং আরামদায়ক রাখতে সক্ষম। এর মধ্যে রয়েছে ৭ স্টেজ ফিল্টার। ফলে বাইরের পরিবেশে ধুলো-দূষণ থাকলেও বাড়িতে পরিবেশ থাকবে একেবারে বিশুদ্ধ।
advertisement
7/9
Acer 1 Ton 3 Star Split AC (5-In-1 Convertible Cooling Modes, AiSense Technology, ArcticWrap Cooling, PM 1.0 Microbacterial Filter, High Ambient Temperature of 55 °C -AR10AS3IS1HLE25): Acer 1 Ton 3 Star Split AC-র পারফরম্যান্স দুর্ধর্ষ। এর মধ্যে রয়েছে ৫টি কুলিং মোড। ফলে এর মধ্যে থেকে গ্রাহকরা নিজেদের পছন্দমতো মোড বেছে নিতে পারবেন। এর মধ্যে থাকে arctic wrap প্রযুক্তি, যার ফলে বাইরের তাপমাত্রা মাত্রা ছাড়ালেও মেশিনের কম্প্রেসর সুরক্ষিত থাকে।
Acer 1 Ton 3 Star Split AC (5-In-1 Convertible Cooling Modes, AiSense Technology, ArcticWrap Cooling, PM 1.0 Microbacterial Filter, High Ambient Temperature of 55 °C -AR10AS3IS1HLE25): Acer 1 Ton 3 Star Split AC-র পারফরম্যান্স দুর্ধর্ষ। এর মধ্যে রয়েছে ৫টি কুলিং মোড। ফলে এর মধ্যে থেকে গ্রাহকরা নিজেদের পছন্দমতো মোড বেছে নিতে পারবেন। এর মধ্যে থাকে arctic wrap প্রযুক্তি, যার ফলে বাইরের তাপমাত্রা মাত্রা ছাড়ালেও মেশিনের কম্প্রেসর সুরক্ষিত থাকে।
advertisement
8/9
Lloyd 0.8 Ton 3 Star Inverter Split AC (5 in 1 Convertible, 100% Copper, Anti-Viral + PM 2.5 Filter, White with Silver Deco Strip, GLS09I3FOSEV): তাপমাত্রার পারদ যতই লাগামছাড়া হোক, মুশকিল আসান করবে এই Lloyd 0.8 Ton ইনভার্টার স্প্লিট এসি। ব্যবহারকারীর চাহিদার কথা মাথায় রেখে এটি কুলিং অ্যাডজাস্ট করতে সক্ষম। শুধু তা-ই নয়, এতে থাকে স্পেশ্যাল ফিল্টার। যা ধুলো এবং ভাইরাসকে প্রতিরোধ করে। ফলে ঘরের অন্দরের বাতাসও থাকে বিশুদ্ধ।
Lloyd 0.8 Ton 3 Star Inverter Split AC (5 in 1 Convertible, 100% Copper, Anti-Viral + PM 2.5 Filter, White with Silver Deco Strip, GLS09I3FOSEV): তাপমাত্রার পারদ যতই লাগামছাড়া হোক, মুশকিল আসান করবে এই Lloyd 0.8 Ton ইনভার্টার স্প্লিট এসি। ব্যবহারকারীর চাহিদার কথা মাথায় রেখে এটি কুলিং অ্যাডজাস্ট করতে সক্ষম। শুধু তা-ই নয়, এতে থাকে স্পেশ্যাল ফিল্টার। যা ধুলো এবং ভাইরাসকে প্রতিরোধ করে। ফলে ঘরের অন্দরের বাতাসও থাকে বিশুদ্ধ।
advertisement
9/9
Cruise 1 Ton 3 Star Inverter Split AC with 7-Stage Air Filtration (100% Copper, Convertible 4-in-1, PM 2.5 Filter, CWCVBL-VQ1W123, White): যে অঞ্চলে প্রবল গরম পড়ে, সেই অঞ্চলে সেই তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে অনেকেই সস্তার কার্যকর এসি খোঁজেন। তাঁদের জন্য আদর্শ Cruise 1 Ton স্প্লিট এসি। এটি ব্যবহারও সহজ। কোনওরকম আওয়াজ বা জটিলতাও নেই। আর এর দামও নাগালের মধ্যেই।
Cruise 1 Ton 3 Star Inverter Split AC with 7-Stage Air Filtration (100% Copper, Convertible 4-in-1, PM 2.5 Filter, CWCVBL-VQ1W123, White): যে অঞ্চলে প্রবল গরম পড়ে, সেই অঞ্চলে সেই তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে অনেকেই সস্তার কার্যকর এসি খোঁজেন। তাঁদের জন্য আদর্শ Cruise 1 Ton স্প্লিট এসি। এটি ব্যবহারও সহজ। কোনওরকম আওয়াজ বা জটিলতাও নেই। আর এর দামও নাগালের মধ্যেই।
advertisement
advertisement
advertisement