বিশ্বকাপে ডাক পাওয়ার দিন প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, রোম্যান্টিক মুডে ব্রাজিলের পেদ্রো

Last Updated:
কাতার বিশ্বকাপে জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। তারকাখোচিত দলে সুযোগ পেয়েছেন পেদ্রো। দিনটি বিশেষভাবে স্মরণীয় করে রাখলেন ব্রাজিলের তরুণ স্ট্রাইকার।
1/6
একাধিক তারকা ফুটবলারদের পেছনে ফেলে ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন পেদ্রো। উচ্ছাসও প্রকাশ করেছেন তিনি।
একাধিক তারকা ফুটবলারদের পেছনে ফেলে ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন পেদ্রো। উচ্ছাসও প্রকাশ করেছেন তিনি।
advertisement
2/6
নিজের ফুটবল কেরিয়ারের স্বপ্নপূরণের দিনটা আরও বিশেষভাবে স্মরণীয় করে রাখলেন ব্রাজিলের তরুণ তারকা স্ট্রাইকার।
নিজের ফুটবল কেরিয়ারের স্বপ্নপূরণের দিনটা আরও বিশেষভাবে স্মরণীয় করে রাখলেন ব্রাজিলের তরুণ তারকা স্ট্রাইকার।
advertisement
3/6
বিশ্বকাপের দলে তার নাম ঘোষণা হওয়ার পরই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন পেদ্রো। যেই ছবিও ভিডিও ভাইরাল।
বিশ্বকাপের দলে তার নাম ঘোষণা হওয়ার পরই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন পেদ্রো। যেই ছবিও ভিডিও ভাইরাল।
advertisement
4/6
মাটিতে হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন ব্রাজিলের ফুটবলার। এমন বিশেষ দিনে প্রস্তাব পেয়ে তাতে রাজি হতে দেরি করেননি পেদ্রোর বান্ধবী।
মাটিতে হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন ব্রাজিলের ফুটবলার। এমন বিশেষ দিনে প্রস্তাব পেয়ে তাতে রাজি হতে দেরি করেননি পেদ্রোর বান্ধবী।
advertisement
5/6
পেদ্রোর বান্ধবী খুবই সুন্দরী, হট ও সেক্সি। ব্রাজিল স্ট্রাইকারের সোশ্যাল মি়ডিয়া হ্যান্ডেলে ঢু মারলেই েদখা দুজনের কাটানো একাধিক সুন্দর মুহূর্ত।
পেদ্রোর বান্ধবী খুবই সুন্দরী, হট ও সেক্সি। ব্রাজিল স্ট্রাইকারের সোশ্যাল মি়ডিয়া হ্যান্ডেলে ঢু মারলেই েদখা দুজনের কাটানো একাধিক সুন্দর মুহূর্ত।
advertisement
6/6
জীবন সাথী পাওয়ার পর এখন পেদ্রোর লক্ষ্য শুধু বিশ্বকাপ। জানিয়েছেন, এখন শুধু বিশ্বকাপে মনোযোগ দেওয়ার সময়। কারণ আমরা ষষ্ঠ শিরোপা জিততে চাই।
জীবন সাথী পাওয়ার পর এখন পেদ্রোর লক্ষ্য শুধু বিশ্বকাপ। জানিয়েছেন, এখন শুধু বিশ্বকাপে মনোযোগ দেওয়ার সময়। কারণ আমরা ষষ্ঠ শিরোপা জিততে চাই।
advertisement
advertisement
advertisement