Virat Kohli: বিরাটের টাকা দেখেই মাথা ঘোরে, হাঁটুর বয়সী এই ছেলে ‘এত’ রোজগার করছে কোহলি ধারেকাছেও নেই
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছেন কিলিয়ান এমব্যাপে ফ্রান্সের জার্সিতে।
বিরাট কোহলি সবচেয়ে বেশি আয় করা ভারতীয় খেলোয়াড়। গত বছর তিনি প্রায় ২৭৭ কোটি টাকা আয় করেছেন। তিনি আইপিএল দল আরসিবি-তে খেলেন। ২০২৩ সালে টি-টোয়েন্টি লিগে খেলার জন্য তিনি ফ্র্যাঞ্চাইজি থেকে ১৫ কোটি টাকা রোজগার করেছিলেন৷ দীর্ঘ ১৬ বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল থেকে এখন পর্যন্ত তিনি ১৭৩ কোটি টাকা আয় করেছেন। (Instagram)
advertisement
২৪ বছর বয়সী ফরাসি ফুটবলার কিলিয়ান এমব্যাপে সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলাল থেকে এক বছরের জন্য প্রায় ৬৩০০ কোটি টাকার এক দুদ্ধর্ষ অফার পেয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি অধিনায়ক এমব্যাপে প্যারিস সেন্ট জার্মেইনের সঙ্গে চুক্তির মেয়াদ দীর্ঘ করতে চাইছেন না। এ কারণে পিএসজির সঙ্গে প্রাক-মৌসুম সফরেও জাপান যাননি তিনি। (Instagram)
advertisement
advertisement
আল হিলাল ক্লাব সম্পর্কে কথা বললে, এটি সৌদি আরব পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন। বিশ্বের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও পৌঁছেছেন সৌদি আরবে। তিনি আল নাসেরের সঙ্গে যোগ দিয়েছেন। একই সঙ্গে আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসিও ইউরোপ ছেড়ে আমেরিকায় পৌঁছেছেন। আমেরিকার ইন্টার মিয়ামির হয়ে খেলছেন মেসি। (Instagram)
advertisement
কিলিয়ান এমব্যাপে ২০২৩ সালে সর্বাধিক উপার্জনকারী ক্রীড়াবিদদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। ফোর্বসের মতে, তাঁর আয় প্রায় ৯৮০ কোটি টাকা। ক্রিশ্চিয়ানো রোনালদো ১১১২ কোটি টাকা আয় করে প্রথম এবং লিওনেল মেসি ১০৬৩ কোটি টাকা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনজনই ফুটবলার। বিরাট কোহলি সেরা ৫০ সর্বাধিক উপার্জনকারী ক্রীড়াবিদদের মধ্যেও নেই। (Instagram)
advertisement
কিলিয়ান এমব্যাপে পারফরম্যান্সের দিকে তাকালে, ২০২২ সালের ডিসেম্বরে, তিনি ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন, যদিও আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালে হেরে গিয়েছিল ফ্রান্স৷ এই জয় ছিল প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছেন লিওনেল মেসি। এখনও বিশ্বকাপের শিরোপা জিততে পারেননি রোনাল্ডো৷ (Instagram)
advertisement
কিলিয়ান এমব্যাপের আন্তর্জাতিক রেকর্ড সম্পর্কে কথা বলতে গেলে, তিনি এখন পর্যন্ত ফ্রান্সের সিনিয়র দলের হয়ে ৭০টি ম্যাচ খেলেছেন এবং ৪০টি গোল করেছেন। তিনি ২০১৭-১৯ সালে পিএসজি থেকে লোনে খেলেছিলেন। ২৭ ম্যাচে করেন ১৩ গোল। ২০১৮তে তিনি দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন৷ এরপর থেকে পিএসজির হয়ে ১৪৯ ম্যাচে ১৩৫ গোল করেছেন। (Instagram)
advertisement