This Indian Cricketer Is Son In Law Of Govinda: বলিউড হিরো গোবিন্দার জামাই এই ভারতীয় ক্রিকেটার, কে বলুন তো? রইল বড় সারপ্রাইজ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
This Indian Cricketer Is Son In Law Of Govinda: ভারতীয় দলের এমন এক জন ক্রিকেটার রয়েছে যিনি বলিউড অভিনেতা সুপারস্টার হিরো গোবিন্দার জামাই। অবাক হলেন জেনে? কিন্তু এটা সত্যি। এই বিষয়টি অনেকেরই অজানা ছিল।
ক্রিকেট ও বলিউডের সম্পর্ক কোনও নতুন বিষয় নয়। দশকের পর দশক ধরে চলে আসছে এই সম্পর্ক ও তালমেল। কিন্তু আজ আপনাদের ক্রিকেট ও বলিউডের এমন একটি সম্পর্কের কথা বলব যা অনেকের অজানা।
advertisement
ভারতীয় দলের এমন এক জন ক্রিকেটার রয়েছে যিনি বলিউড অভিনেতা সুপারস্টার হিরো গোবিন্দার জামাই। অবাক হলেন জেনে? কিন্তু এটা সত্যি। এই বিষয়টি অনেকেরই অজানা ছিল। সম্প্রতি তা জানা যায়।
advertisement
সেই ভারতীয় ক্রিকেটার হলেন নীতিশ রানা। আইপিএল ২০২৩-এর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন তিনি। নীতিশ রানা বিয়ে করেছেন সাঁচি মারওয়াহাকে। দীর্ঘ দিন ধরে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন তারা।
advertisement
এবার আপনারা ভাবছেন নীতিশ রানাকে তো সকলেই চেনে। তিনি কী করে গোবিন্দার জামাই হলেন? সম্প্রতি জনপ্রিয় কমেডি শো 'দ্যা কপিল শর্মা শো'-তে এই কথা জানা গিয়েছিল। যা জেনে সকলেই অবাক হয়ছিল।
advertisement
আসলে গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেক কপিল শর্মা শো-তে বলেছিলেন যে, নীতিশ রানার স্ত্রী সাঁচি মারওয়াহ তার খুরতুতো বোন। তিনি নীতিশ রানার শ্যালক হন। সুতরাং গোবিন্দার ভাইঝি সাঁচি মারওয়াহের স্বামী হওয়ায় নীতিশ রানা তার সম্পর্কে জামাই হন। তবে দূর সম্পর্কের।
advertisement