Sports Minister Mansukh Mandaviya : মোহনবাগান-ইস্টবেঙ্গল হয়ে গেল ‘মোহন বেগন’ ও ‘ইস্ট বেগন’! দুই শতাব্দীপ্রাচীন ক্লাবের নাম উচ্চারণই করতে পারলেন না দেশের ক্রীড়ামন্ত্রী!

Last Updated:
Sports Minister Trolled : কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মাণ্ডব্য কলকাতার দুটি ঐতিহ্যবাহী ক্লাবের নামের উচ্চারণই ভুল করে বসলেন।
1/6
নয়াদিল্লি : যে ঘোষণা ভারতীয় ফুটবলের জন্য স্থিতিশীলতার সঙ্কেত হতে পারত, সেটাই অনলাইন জোকে পরিণত হল! কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য কলকাতার দুটি ঐতিহ্যবাহী ক্লাবের নামের উচ্চারণই ভুল করে বসলেন।
নয়াদিল্লি : যে ঘোষণা ভারতীয় ফুটবলের জন্য স্থিতিশীলতার সঙ্কেত হতে পারত, সেটাই অনলাইন জোকে পরিণত হল! কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মাণ্ডব্য কলকাতার দুটি ঐতিহ্যবাহী ক্লাবের নামের উচ্চারণই ভুল করে বসলেন।
advertisement
2/6
আজ, ৬ জানুয়ারি ক্রীড়ামন্ত্রী এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ও ক্লাব প্রতিনিধিদের সঙ্গে মিডিয়ার সামনে ঘোষণা করেন, ISL ২০২৫–২৬ সিজন অবশেষে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে। ১৪টি দল অংশগ্রহণ করবে। ঠিক তখনই কাণ্ডটা ঘটে।
আজ, ৬ জানুয়ারি ক্রীড়ামন্ত্রী এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ও ক্লাব প্রতিনিধিদের সঙ্গে মিডিয়ার সামনে ঘোষণা করেন, ISL ২০২৫–২৬ সিজন অবশেষে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে। ১৪টি দল অংশগ্রহণ করবে। ঠিক তখনই কাণ্ডটা ঘটে।
advertisement
3/6
ওই ঘোষণার সময় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলকে “মোহন বেগন” এবং “ইস্ট বেগন” বলে ভুল উচ্চারণ করেন। তার পর একটু থেমে আবার সঠিকভাবে নামগুলো উচ্চারণ করেন। এই নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে।
ওই ঘোষণার সময় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলকে “মোহন বেগন” এবং “ইস্ট বেগন” বলে ভুল উচ্চারণ করেন। তার পর একটু থেমে আবার সঠিকভাবে নামগুলো উচ্চারণ করেন। এই নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে।
advertisement
4/6
এই ঘটনার ভিডিও ক্লিপ দ্রুত X (আগে যা Twitter ছিল), Reddit এবং অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। ইস্ট-মোহন সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল শুধু ISL খেলা ক্লাব নয়, বরং শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান। সেই দুই ক্লাবের নামের উচ্চারণে এমন ভুল অনেকেই মেনে নিতে পারছেন না।
এই ঘটনার ভিডিও ক্লিপ দ্রুত X (আগে যা Twitter ছিল), Reddit এবং অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। ইস্ট-মোহন সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল শুধু ISL খেলা ক্লাব নয়, বরং শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান। সেই দুই ক্লাবের নামের উচ্চারণে এমন ভুল অনেকেই মেনে নিতে পারছেন না।
advertisement
5/6
মঙ্গলবার দিল্লিতে ISL-এর ১৪টি ক্লাবের প্রতিনিধি, AIFF-এর কর্মকর্তা ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। এর পর ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলে বসেন, ‘মোহন বেগন’। এর পর ইস্টবেঙ্গলের নাম উচ্চারণ করতে গিয়ে ভুল করে বলেন, ‘ইস্ট বেগন’।
মঙ্গলবার দিল্লিতে ISL-এর ১৪টি ক্লাবের প্রতিনিধি, AIFF-এর কর্মকর্তা ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। এর পর ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলে বসেন, ‘মোহন বেগন’। এর পর ইস্টবেঙ্গলের নাম উচ্চারণ করতে গিয়ে ভুল করে বলেন, ‘ইস্ট বেগন’।
advertisement
6/6
ক্রীড়ামন্ত্রীর এমন ভুল হওয়ার পর খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ।
ক্রীড়ামন্ত্রীর এমন ভুল হওয়ার পর খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ।
advertisement
advertisement
advertisement