Sourav Ganguly on IPL 2025: আইপিএলের ধামাকা শুরুর আগেই সৌরভের বড় ঘোষণা, কেকেআর নিয়ে বলে দিলেন মেগা ভবিষ্যতবাণী

Last Updated:
Sourav Ganguly on IPL 2025: সৌরভের গঙ্গোপাধ্যায় আইপিএল শুরুর আগেই জমিয়ে দিলেন, বলে দিলেন সাফ কথা...
1/4
: আগামী ৬ তারিখের ম্যাচ কলকাতা থেকে গোয়াহাটি সরে যাওয়া নিয়ে নতুন কথা সৌরভের মুখে৷  ধোঁয়াশা বজায় রাখলেন দাদা। আইপিএলে কেকেআর বনাম আরসিবি ইডেন গার্ডেন্সে ম্যাচ৷ তার আগে দাদা বললেন '‘দেখো না কি হয়। ম্যাচ তো,এখনো শিফট হয়নি। কলকাতা পুলিশের একটা পোস্ট দেখলাম। মনে হয় না শিফট হবে। আমি আশাবাদী৷’’
: আগামী ৬ তারিখের ম্যাচ কলকাতা থেকে গোয়াহাটি সরে যাওয়া নিয়ে নতুন কথা সৌরভের মুখে৷  ধোঁয়াশা বজায় রাখলেন দাদা। আইপিএলে কেকেআর বনাম আরসিবি ইডেন গার্ডেন্সে ম্যাচ৷ তার আগে দাদা বললেন '‘দেখো না কি হয়। ম্যাচ তো,এখনো শিফট হয়নি। কলকাতা পুলিশের একটা পোস্ট দেখলাম। মনে হয় না শিফট হবে। আমি আশাবাদী৷’’
advertisement
2/4
আইপিএলের ১৮তম মরশুমের প্রথম ম্যাচে কিছুটাও হলেও কলকাতা নাইট রাইডার্সকে এগিয়ে রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে তা স্বীকার করলেন।
আইপিএলের ১৮তম মরশুমের প্রথম ম্যাচে কিছুটাও হলেও কলকাতা নাইট রাইডার্সকে এগিয়ে রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে তা স্বীকার করলেন।
advertisement
3/4
দুই দলেই একাধিক ভাল ক্রিকেটার রয়েছেন তবে আন্দ্রে রাসেলের ছয় দেখার অপেক্ষায় মহারাজ। একই সঙ্গে জানালেন রাহানেকে অধিনায়ক করা কলকাতার খুব ভাল সিদ্ধান্ত।
দুই দলেই একাধিক ভাল ক্রিকেটার রয়েছেন তবে আন্দ্রে রাসেলের ছয় দেখার অপেক্ষায় মহারাজ। একই সঙ্গে জানালেন রাহানেকে অধিনায়ক করা কলকাতার খুব ভাল সিদ্ধান্ত।
advertisement
4/4
বলে থুতু ব্যবহারে ফের অনুমতি মিলেছে আইপিএল ২০২৫ থেকে৷ দাদা বলেছেন,  নিয়ম নতুন করে তৈরি হয়েছে যা করোনার জন্য বন্ধ ছিল৷ এটা বোলারদের জন্য বিশেষ সুবিধা দেয়৷
বলে থুতু ব্যবহারে ফের অনুমতি মিলেছে আইপিএল ২০২৫ থেকে৷ দাদা বলেছেন,  নিয়ম নতুন করে তৈরি হয়েছে যা করোনার জন্য বন্ধ ছিল৷ এটা বোলারদের জন্য বিশেষ সুবিধা দেয়৷
advertisement
advertisement
advertisement