সৌরভকে কোন কোন প্যান্ডেলে দেখা যাবে? মহারাজ নিজেই জানিয়ে দিলেন

Last Updated:
Sourav Ganguly: সৌরভ কোন কোন ঠাকুর দেখবেন? দাদা জানালেন নিজেই।
1/6
প্রায় সারা বছরই তিনি ব্যস্ত থাকেন। একে তো ক্রিকেটের সঙ্গে যুক্ত একাধিক দায়িত্ব। তার উপর বিভিন্ন অ্যাড শুট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশ্রামের সময় কম।
প্রায় সারা বছরই তিনি ব্যস্ত থাকেন। একে তো ক্রিকেটের সঙ্গে যুক্ত একাধিক দায়িত্ব। তার উপর বিভিন্ন অ্যাড শুট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশ্রামের সময় কম।
advertisement
2/6
সৌরভ অবশ্য পুজোর এই সময়টাতে প্রতি বছর বাড়িতে, পাড়ায় থাকেন। এই সময় তাঁকে পাওয়া যায় কলকাতায়। খুব জরুরি কাজ না থাকলে তিনি এই সময়টাতে বিশ্রামেই থাকেন।
সৌরভ অবশ্য পুজোর এই সময়টাতে প্রতি বছর বাড়িতে, পাড়ায় থাকেন। এই সময় তাঁকে পাওয়া যায় কলকাতায়। খুব জরুরি কাজ না থাকলে তিনি এই সময়টাতে বিশ্রামেই থাকেন।
advertisement
3/6
বড়িশা প্লেয়ার্স কর্নারে অষ্টমীর সকালে অঞ্জলি দিলেন সৌরভ। একেবারে চেনা ভঙ্গিতে পাওয়া গেল মহারাজকে।
বড়িশা প্লেয়ার্স কর্নারে অষ্টমীর সকালে অঞ্জলি দিলেন সৌরভ। একেবারে চেনা ভঙ্গিতে পাওয়া গেল মহারাজকে।
advertisement
4/6
সৌরভ বললেন, আমি খুব একটা ঠাকুর দেখতে যাই না। পাড়ায়, বাড়িতেই থাকি। কলকাতার পুজোতে খুব ভিড় হয়।
সৌরভ বললেন, আমি খুব একটা ঠাকুর দেখতে যাই না। পাড়ায়, বাড়িতেই থাকি। কলকাতার পুজোতে খুব ভিড় হয়।
advertisement
5/6
সৌরভ আরও বললেন, আমি দুটো বা তিনটে পুজো দেখি। তার বেশি দেখা হয় না। তবে কলকাতার পুজোয় ভিড় হওয়া চাই। এই ভিড়টাই আসল মজা। সবাই পুজো সেলিব্রেট করুক ভাল করে।
সৌরভ আরও বললেন, আমি দুটো বা তিনটে পুজো দেখি। তার বেশি দেখা হয় না। তবে কলকাতার পুজোয় ভিড় হওয়া চাই। এই ভিড়টাই আসল মজা। সবাই পুজো সেলিব্রেট করুক ভাল করে।
advertisement
6/6
সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, এবার বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে ভারতের সামনে। ভারতীয় দল যেভাবে খেলছে তাতে ফের বিশ্বকাপ জয় হওয়ার মতো সম্ভাবনা রয়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, এবার বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে ভারতের সামনে। ভারতীয় দল যেভাবে খেলছে তাতে ফের বিশ্বকাপ জয় হওয়ার মতো সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
advertisement