Smriti Mandana-Palash Muchhal: সোশ্যাল মিডিয়া থেকে সব ছবি ডিলিট করলেন স্মৃতি, বরযাত্রী ফিরে গেল দিল্লি, 'কঠিন সময়ে' বিশেষ বার্তা দিলেন পলাশের দিদি পলক

Last Updated:
ক্রিকেটর স্মৃতি মন্দনার বিয়ে ঘিরে ধোঁয়াশা৷ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে এনগেজমেন্ট বা হলদি-সঙ্গীতের ছবি ডিলিট করেছেন স্মৃতি৷ ফলে বিয়ে কী পিছিয়ে গেল না বিয়েটা ভেঙেই গেল, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন৷
1/8
বিয়ের আগে হঠাৎ অসুস্থ বাবা, অসুস্থ হয়ে হাসপাতালে পাত্র৷ তারপরই আবার হবু বরের অন্য মহিলার সঙ্গে মাখোমাখো চ্যাট ফাঁস৷ ক্রিকেটর স্মৃতি মন্দনার বিয়ে ঘিরে ধোঁয়াশা৷ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে এনগেজমেন্ট বা হলদি-সঙ্গীতের ছবি ডিলিট করেছেন স্মৃতি৷ ফলে বিয়ে কী পিছিয়ে গেল না বিয়েটা ভেঙেই গেল, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন৷
বিয়ের আগে হঠাৎ অসুস্থ বাবা, অসুস্থ হয়ে হাসপাতালে পাত্র৷ তারপরই আবার হবু বরের অন্য মহিলার সঙ্গে মাখোমাখো চ্যাট ফাঁস৷ ক্রিকেটর স্মৃতি মন্দনার বিয়ে ঘিরে ধোঁয়াশা৷ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে এনগেজমেন্ট বা হলদি-সঙ্গীতের ছবি ডিলিট করেছেন স্মৃতি৷ ফলে বিয়ে কী পিছিয়ে গেল না বিয়েটা ভেঙেই গেল, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন৷
advertisement
2/8
স্মৃতির ভাবী স্বামী সুরকার। অনেকদিনের তাঁদের সম্পর্ক। কিন্তু বিয়ের আগের পলাশের সঙ্গে স্মৃতিরই এক বান্ধবীরে ঘনিষ্ঠ চ্যাট ফাঁস হয়। আর সেই চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হতেই সমস্যা বাড়ে৷
স্মৃতির ভাবী স্বামী সুরকার। অনেকদিনের তাঁদের সম্পর্ক। কিন্তু বিয়ের আগের পলাশের সঙ্গে স্মৃতিরই এক বান্ধবীরে ঘনিষ্ঠ চ্যাট ফাঁস হয়। আর সেই চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হতেই সমস্যা বাড়ে৷
advertisement
3/8
মেরি ডি’কস্টা নামে থানের এক কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠ কথাবার্তার স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু গুঞ্জন৷ আপাতত বিয়ে স্থগিত তো বলা হয়েছে পরিবারের তরফে৷
মেরি ডি’কস্টা নামে থানের এক কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠ কথাবার্তার স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু গুঞ্জন৷ আপাতত বিয়ে স্থগিত তো বলা হয়েছে পরিবারের তরফে৷
advertisement
4/8
ইতিমধ্যে পলাশের দিদি, জনপ্রিয় সঙ্গীতশিল্পী পলক মুছল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়েছেন৷ তিনি লিখেছেন যে সকলের কাছে অনুরোধ সবরকম গোপনীয়তা বজায় রাখতে৷ কারণ এই সময়টা অত্যন্ত স্পর্শকাতর৷ ফলে তিনি একপ্রকার জানিয়ে দিয়েছেন এই নিয়ে কোনও রকম আলোচনা না করতে৷
ইতিমধ্যে পলাশের দিদি, জনপ্রিয় সঙ্গীতশিল্পী পলক মুছল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়েছেন৷ তিনি লিখেছেন যে সকলের কাছে অনুরোধ সবরকম গোপনীয়তা বজায় রাখতে৷ কারণ এই সময়টা অত্যন্ত স্পর্শকাতর৷ ফলে তিনি একপ্রকার জানিয়ে দিয়েছেন এই নিয়ে কোনও রকম আলোচনা না করতে৷
advertisement
5/8
অন্যদিকে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা হাসপাতালে। এমন অবস্থায় কঠিন মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন স্মৃতি। বিয়ে, এনগেজমেন্ট ও প্রপোজাল ভিডিও ডিলিট করেছেন তিনি।
অন্যদিকে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা হাসপাতালে। এমন অবস্থায় কঠিন মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন স্মৃতি। বিয়ে, এনগেজমেন্ট ও প্রপোজাল ভিডিও ডিলিট করেছেন তিনি।
advertisement
6/8
স্মৃতির ঘনিষ্ঠ বন্ধু এবং সতীর্থ জেমিমা রদ্রিগেজ ও শ্রেয়াঙ্কা পাটিলও তাঁদের প্রোফাইল থেকে বিয়ের ঘোষণা ভিডিও মুছে দিয়েছেন। ফলে জল্পনা আরও বেড়েছে যে ঠিক কী ঘটেছে বিয়ের অনুষ্ঠানে!
স্মৃতির ঘনিষ্ঠ বন্ধু এবং সতীর্থ জেমিমা রদ্রিগেজ ও শ্রেয়াঙ্কা পাটিলও তাঁদের প্রোফাইল থেকে বিয়ের ঘোষণা ভিডিও মুছে দিয়েছেন। ফলে জল্পনা আরও বেড়েছে যে ঠিক কী ঘটেছে বিয়ের অনুষ্ঠানে!
advertisement
7/8
স্মৃতির আপ্তসহায়ক তুহিন মিশ্র জানান, সকাল থেকেই তাঁর বাবার শরীর খারাপ ছিল এবং পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করছেন এবং তিনি আপাতত পর্যবেক্ষণে রয়েছেন। অন্যদিকে পলাশের বাড়ির সকলে দিল্লিও ফিরে এসেছেন৷
স্মৃতির আপ্তসহায়ক তুহিন মিশ্র জানান, সকাল থেকেই তাঁর বাবার শরীর খারাপ ছিল এবং পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করছেন এবং তিনি আপাতত পর্যবেক্ষণে রয়েছেন। অন্যদিকে পলাশের বাড়ির সকলে দিল্লিও ফিরে এসেছেন৷
advertisement
8/8
২০১৯ থেকে স্মৃতি ও পলাশের প্রেম৷ ২০২৪-এ তাঁরা খবরটি প্রকাশ্যে আনেন৷ এমনকী ডিওয়াই পাতিল স্টেডিয়ামে স্মৃতিকে প্রোপোজ করেন পলাশ৷ এবং সেই অতিরঞ্জিত ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পলাশ লেখেন, স্মৃতি আমায় হ্যাঁ করেছেন!
২০১৯ থেকে স্মৃতি ও পলাশের প্রেম৷ ২০২৪-এ তাঁরা খবরটি প্রকাশ্যে আনেন৷ এমনকী ডিওয়াই পাতিল স্টেডিয়ামে স্মৃতিকে প্রোপোজ করেন পলাশ৷ এবং সেই অতিরঞ্জিত ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পলাশ লেখেন, স্মৃতি আমায় হ্যাঁ করেছেন!
advertisement
advertisement
advertisement