শাহরুখের গলায় হীরের নেকলেস! দাম কত? কিং খান হার পড়ছেন 'বিশেষ কারণে'!

Last Updated:
Shahrukh Khan in Ipl 2025- শাহরুখ নাকি কেরিয়ারে কুনজর এড়াতে এমন হার পরছেন। তবে আসল কারণ বলাটা মুশকিল। আপাতত তাঁর গলার সেই হারে মুগ্ধ ভক্তরা।
1/6
শুরু হয়ে গেল আইপিএল ২০২৫। আর প্রথম দিনেই সবার নজর কাড়লেন শাহরুখ খান। এমনিতে কেকেআরের ম্যাচ থাকলে তিনি মাঠে থাকার চেষ্টা করেন। তবে আজ ব্যাপারটা ছিল অন্য। কারণ আজ আইপিএলের উদ্বাধনী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন কিং খান।
শুরু হয়ে গেল আইপিএল ২০২৫। আর প্রথম দিনেই সবার নজর কাড়লেন শাহরুখ খান। এমনিতে কেকেআরের ম্যাচ থাকলে তিনি মাঠে থাকার চেষ্টা করেন। তবে আজ ব্যাপারটা ছিল অন্য। কারণ আজ আইপিএলের উদ্বাধনী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন কিং খান।
advertisement
2/6
এদিন সবার নজর কাড়ল শাহরুখ খানের গলার হীরের নেকলেস। গত কয়েক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানে শাহরুখকে দেখা যাচ্ছে ওই নেকলেস গলায় পরা অবস্থায়। আর তাতেই নানা জল্পনা শুরু হয়েছে। কেন আচমকা হীরের নেকলেস পরতে শুরু করলেন কিং খান!
এদিন সবার নজর কাড়ল শাহরুখ খানের গলার হীরের নেকলেস। গত কয়েক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানে শাহরুখকে দেখা যাচ্ছে ওই নেকলেস গলায় পরা অবস্থায়। আর তাতেই নানা জল্পনা শুরু হয়েছে। কেন আচমকা হীরের নেকলেস পরতে শুরু করলেন কিং খান!
advertisement
3/6
ইডেনের আঁধারঘেরা মঞ্চে এদিন আলো ছড়ালেন শাহরুখ খান ও বিরাট কোহলি। তাঁদের নাচের তালে জমে গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। পাঠানের তালে নাচলেন দুজনেই। আর তাতে মুগ্ধ ক্রিকেট ও বিনোদনপ্রেমী জনগণ।
ইডেনের আঁধারঘেরা মঞ্চে এদিন আলো ছড়ালেন শাহরুখ খান ও বিরাট কোহলি। তাঁদের নাচের তালে জমে গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। পাঠানের তালে নাচলেন দুজনেই। আর তাতে মুগ্ধ ক্রিকেট ও বিনোদনপ্রেমী জনগণ।
advertisement
4/6
জানা গিয়েছে শাহরুখ যে নেকলেস পরেছিলেন সেটি  ১৮ ক্যারাট প্ল্যাটিনামের চেন। তার উপর বসানো হিরে। দাম নাকি ৭৫ থেকে ৮০ লাখ টাকার মতো। শাহরুখের খুবই পছন্দের সেই হীরের হার।
জানা গিয়েছে শাহরুখ যে নেকলেস পরেছিলেন সেটি ১৮ ক্যারাট প্ল্যাটিনামের চেন। তার উপর বসানো হিরে। দাম নাকি ৭৫ থেকে ৮০ লাখ টাকার মতো। শাহরুখের খুবই পছন্দের সেই হীরের হার।
advertisement
5/6
হঠাৎ করে কেন হীরের হার পরতে শুরু করলেন কিং খান! নেহাতই ফ্যাশন! নাকি জ্যোতিষীর কথা মেনে! উঠছে অনেক প্রশ্ন। অনেকে বলছেন, শাহরুখ হীরের হার পরছেন কারও পরামর্শে।
হঠাৎ করে কেন হীরের হার পরতে শুরু করলেন কিং খান! নেহাতই ফ্যাশন! নাকি জ্যোতিষীর কথা মেনে! উঠছে অনেক প্রশ্ন। অনেকে বলছেন, শাহরুখ হীরের হার পরছেন কারও পরামর্শে।
advertisement
6/6
এমনও জল্পনা ছড়াচ্ছে, শাহরুখ নাকি কেরিয়ারে কুনজর এড়াতে এমন হার পরছেন। তবে আসল কারণ বলাটা মুশকিল। আপাতত তাঁর গলার সেই হারে মুগ্ধ ভক্তরা। কারণ নিয়ে তাঁদের খুব একটা মাথাব্যথা নেই।
এমনও জল্পনা ছড়াচ্ছে, শাহরুখ নাকি কেরিয়ারে কুনজর এড়াতে এমন হার পরছেন। তবে আসল কারণ বলাটা মুশকিল। আপাতত তাঁর গলার সেই হারে মুগ্ধ ভক্তরা। কারণ নিয়ে তাঁদের খুব একটা মাথাব্যথা নেই।
advertisement
advertisement
advertisement