Shafali Verma Player Of The Match: ‘আপনা গেম খেলো’ কার গোপন মন্ত্রে কামাল Shafali-র, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েও বিশ্বকাপের মঞ্চে গড়লেন বিশ্বরেকর্ড
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Shafali Verma Player Of The Match: এক সপ্তাহে পুরো পৃথিবীটা বদলে গেল শাফালির, এভাবেও ফিরে আসা যায় দেখিয়ে দিলেন খুদে দাপুটে কন্যা...
: এক সপ্তাহে পুরো পৃথিবীটা বদলে গেছে শাফলি ভর্মার৷ এক সপ্তাহ আগে ঘরে বসে সাপোর্ট করেছিলেন ভারতীয় দলকে আর আজ ভারতের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দিনে ভারতের ঘর -ঘর থেকে তাঁর নাম ধরে সাপোর্টাররা চিৎকার করছিল ‘Shafali- Shafali’... ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সব টিকিট বিক্রি হয়েছিল সকলের চোখে ছিল স্বপ্ন ভারতের মহিলা দলের বিশ্বকাপ জয়ের সাক্ষী হয়ে থাকা৷ আর সেই মঞ্চে ব্যাটে-বলে ভারতকে সেরা পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন৷ Photo- AP
advertisement
advertisement
advertisement
advertisement
আন্ডার ১৯ বিশ্বকাপ জিতেছিলেন শাফালি৷ আর এদিন সবচেয়ে ছোট মেয়ে হিসেবে বিশ্বকাপ ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন শেফালি৷ যা ক্রিকেট পরিসংখ্যান বইয়ে চিরকালের জন্য তাঁর নাম রেখে দেবে, আর ক্রিকেটপ্রেমী দর্শক তাঁর ইনিংস মনে রেখে দেবেন বহুদিন৷ কারণ শেফালি ‘আপনা গেম’ খেলে৷ এদিন শাফালি ৷ ৭৮ বলে ৮৭ রান করে আউট হন শাফালি৷ তাঁর এদিনের ইনিংসে ছিল ৭ টি চার ও ২ টি ছক্কা৷ আর বল হাতে ৭ ওভার বল করে ৩৬রান দিয়ে ২ উইকেট নেন৷ Photo Courtesy- ICC/X Account
advertisement
