Sana Ganguly vs Sara Tendulkar: এই বয়সেই নিজেদের নামে কত সম্পত্তি করেছেন সৌরভ-সচিনের কৃতী দুই সুন্দরী কন্যা, মোট সম্পত্তিতে কে টেক্কা দেন কাকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sana Ganguly vs Sara Tendulkar: সারা ও সানার সম্পত্তি কত জানলে চোখ উঠবে কপালে, কে কার চেয়ে বেশি মালদার জানেন
ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকারের মেয়ে সারা তেন্ডুলকার এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায় মোট সম্পদ এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মানুষের মনে আগ্রহ দারুণ। ভারতীয় ক্রিকেটার সচিন ও সৌরভ নিজ নিজ শ্রেষ্ঠত্বের গুণে অপরিসীম ধনসম্পত্তির মালিক৷ কিন্তু এই দুই পরিবারের দুই মেয়ের মোট সম্পদ এবং শিক্ষাগত যোগ্যতাও কুর্নিশযোগ্য৷ রীতিমতো একে অপরকে টেক্কা দেন একসময়ের ভারতীয় ক্রিকেটের দুই আইকনের মেয়ে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সারা তেন্ডুলকরের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১ কোটি টাকা, যেখানে বাবা সচিন তেন্ডুলকরের সম্পদের পরিমাণ ১২০০ কোটি টাকারও বেশি।মডেলিং এবং অন্যান্য আয়ের মাধ্যম থেকে সারার ব্যক্তিগত সম্পদ বা নেটওয়ার্থের পরিমাণ ১ কোটি টাকা, যেখানে বাবা সচিন তেন্ডুলকরের সম্পদের পরিমাণ ১২০০ কোটি টাকারও বেশি বলে জানা গেছে। কিন্তু তাঁর দুই সন্তান সারা ও অর্জুন তাই তাঁর সম্পত্তির পুরোটা একা তাঁর মেয়ে পাবেন না বলেই অনুমান৷
advertisement
advertisement
advertisement
সানা গঙ্গোপাধ্যায় পিডব্লিউসি এবং ডেলয়েটের মতো শীর্ষস্থানীয় সংস্থাগুলিতে ইন্টার্নশিপ করেছেনসানা গাঙ্গুলি PwC এবং Deloitte-এর মতো শীর্ষস্থানীয় সংস্থাগুলিতে ইন্টার্নশিপ করেছেন। PwC-তে ইন্টার্নশিপ ফি প্রতি বছর ৩০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, যেখানে Deloitte-তে এটি প্রতি বছর ১৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
advertisement
advertisement