Ravi Bishnoi Vs West Indies: চার ওভারে ১৭টা ডট বল, ২ উইকেট! রবি বিষ্ণোইয়ের স্বপ্নের অভিষেক ইডেনে

Last Updated:
Ravi Bishnoi Debut: চার ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট। ইডেনে রবির উদয়।
1/5
তাঁকে সামলাতে হিমশিম খেল ক্যারিবিয়ান ব্যাটাররা। ইডেনে স্বপ্নের অভিষেক স্পিনার রবি বিষ্ণোইয়ের। চার ওভারে দিলেন মাত্র ১৭ রান।
তাঁকে সামলাতে হিমশিম খেল ক্যারিবিয়ান ব্যাটাররা। ইডেনে স্বপ্নের অভিষেক স্পিনার রবি বিষ্ণোইয়ের। চার ওভারে দিলেন মাত্র ১৭ রান।
advertisement
2/5
ইডেনে এদিন ২৪ বলের মধ্যে ১৭টি ডট দিলেন রবি বিষ্ণোই। তবে ৬টি ওয়াইড করে বসলেন। খেলেন একটি চার। তবুও আর তুলে নিলেন চারটি উইকেট।
ইডেনে এদিন ২৪ বলের মধ্যে ১৭টি ডট দিলেন রবি বিষ্ণোই। তবে ৬টি ওয়াইড করে বসলেন। খেলেন একটি চার। তবুও আর তুলে নিলেন চারটি উইকেট।
advertisement
3/5
টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচে স্বপ্নের অভিষেক হল রবি বিষ্ণোইয়ের। এদিন যুজবেন্দ্র চাহালের হাত থেকে টুপি নেন তিনি।
টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচে স্বপ্নের অভিষেক হল রবি বিষ্ণোইয়ের। এদিন যুজবেন্দ্র চাহালের হাত থেকে টুপি নেন তিনি।
advertisement
4/5
রবি এদিন বললেন, অভিষেক ম্যাচ বলে টেনশনে ছিলাম। নার্ভাস ছিলাম। তবে ক্যাপ্টেন অনবরত সাহস জুগিয়েছে। আমার টার্গেট ছিল, ওদের বড় শট খেলা আটকানো। সেটা করতে পেরেছি।
রবি এদিন বললেন, অভিষেক ম্যাচ বলে টেনশনে ছিলাম। নার্ভাস ছিলাম। তবে ক্যাপ্টেন অনবরত সাহস জুগিয়েছে। আমার টার্গেট ছিল, ওদের বড় শট খেলা আটকানো। সেটা করতে পেরেছি।
advertisement
5/5
এদিন রস্টন চেজ রোভম্যান পাওয়েলকে একই ওভারে প্যাভিলিয়নের রাস্তা দেখান রবি। তাঁর স্পিনের ভেলকি সামলাতে হিমশিম খাচ্ছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা।
এদিন রস্টন চেজ রোভম্যান পাওয়েলকে একই ওভারে প্যাভিলিয়নের রাস্তা দেখান রবি। তাঁর স্পিনের ভেলকি সামলাতে হিমশিম খাচ্ছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা।
advertisement
advertisement
advertisement