T20 World Cup: বিশ্বকাপে ভারতকে হারালেই পাক ক্রিকেটারদের Blank Cheque! পাকিস্তানকে তাতাতে গর্জন রামিজ রাজার

Last Updated:
T20 World Cup| Ramiz Raja|PCB: আজ পর্যন্ত বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কখনই জিততে পারেনি পাকিস্তান
1/9
সে যেকোনও খেলাই হোক না কেন যেখানে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান (India Vs Pakistan) সেখানে উত্তেজনা বা উন্মাদনা থাকে চরমে ৷ প্রতীকী ছবি ৷
সে যেকোনও খেলাই হোক না কেন যেখানে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান (India Vs Pakistan) সেখানে উত্তেজনা বা উন্মাদনা থাকে চরমে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
খেলার মাঠে যখন যখন ভারত-পাকিস্তান (India Vs Pakistan) মুখোমুখি হয়েছে সমর্থকদের মধ্যে বিশাল আগ্রহ দেখা যায় ৷ খেলার মাঠে এই দুই দেশ মুখোমুখি হবে এই ভেবেই ময়দান তেতে ওঠে ৷ প্রতীকী ছবি ৷
খেলার মাঠে যখন যখন ভারত-পাকিস্তান (India Vs Pakistan) মুখোমুখি হয়েছে সমর্থকদের মধ্যে বিশাল আগ্রহ দেখা যায় ৷ খেলার মাঠে এই দুই দেশ মুখোমুখি হবে এই ভেবেই ময়দান তেতে ওঠে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে T20 World Cup 2021 ৷ আগামী ২৪ অক্টোবর (October 24, 2021) ফের ক্রিকেট ময়দানে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান ৷ এই খেলার রোমাঞ্চ যেন কোনও যুদ্ধের থেকে কোনও অংশে কম নয় ৷ প্রতীকী ছবি ৷
আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে T20 World Cup 2021 ৷ আগামী ২৪ অক্টোবর (October 24, 2021) ফের ক্রিকেট ময়দানে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান ৷ এই খেলার রোমাঞ্চ যেন কোনও যুদ্ধের থেকে কোনও অংশে কম নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
বিশ্বকাপের (T20 World Cup) ইতিহাসে এখনও পাকিস্তান ভারতকে হারাতে পারেনি ৷ টানা ৭ বার একদিনের ক্রিকেটে ভারত হারিয়ে পাকিস্তানকে একই সঙ্গেই T20-তেও নজিরবিহীন রেকর্ড ৫টি T20-তে পাকিস্তানকে হারিয়েছে ভারত ৷ প্রতীকী ছবি ৷
বিশ্বকাপের (T20 World Cup) ইতিহাসে এখনও পাকিস্তান ভারতকে হারাতে পারেনি ৷ টানা ৭ বার একদিনের ক্রিকেটে ভারত হারিয়ে পাকিস্তানকে একই সঙ্গেই T20-তেও নজিরবিহীন রেকর্ড ৫টি T20-তে পাকিস্তানকে হারিয়েছে ভারত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
এই নিয়েই এবার আসর গরম করলেন পিসিবির নতুন চেয়ারম্যান রামিজ রাজা ৷ তিনি পাক ক্রিকেটারদের তাতিয়েছেন যে যদি ভারতকে হারাতে পারে বিশ্বকাপের ময়দানে তাহলে ক্রিকেটারদের ব্ল্যাঙ্ক চেক (Blank Cheque) দেবে পিসিবি (PCB)৷ প্রতীকী ছবি ৷
এই নিয়েই এবার আসর গরম করলেন পিসিবির নতুন চেয়ারম্যান রামিজ রাজা ৷ তিনি পাক ক্রিকেটারদের তাতিয়েছেন যে যদি ভারতকে হারাতে পারে বিশ্বকাপের ময়দানে তাহলে ক্রিকেটারদের ব্ল্যাঙ্ক চেক (Blank Cheque) দেবে পিসিবি (PCB)৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
পাকিস্তান ও ইংল্যান্ড ইতিমধ্যেই পাক সফর বাতিল করেছে ৷ এই নিয়েও এদিন ক্ষোভ উগরে দেন রামিজ রাজা (Ramiz Raja the chairman of PCB), তিনি জানিয়েছেন পাক ক্রিকেট বোর্ড যদি অর্থনৈতিক ভাবে শক্তিশালী হত তাহলে ইংল্যান্ড (England) ও নিউজিল্যান্ড (New Zealand) পাক সফর বাতিল করত না ৷ প্রতীকী ছবি ৷
পাকিস্তান ও ইংল্যান্ড ইতিমধ্যেই পাক সফর বাতিল করেছে ৷ এই নিয়েও এদিন ক্ষোভ উগরে দেন রামিজ রাজা (Ramiz Raja the chairman of PCB), তিনি জানিয়েছেন পাক ক্রিকেট বোর্ড যদি অর্থনৈতিক ভাবে শক্তিশালী হত তাহলে ইংল্যান্ড (England) ও নিউজিল্যান্ড (New Zealand) পাক সফর বাতিল করত না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
রামিজ রাজাও (Ramiz Raja) জানিয়েছেন পিসিবির ৫০ শতাংশ খরের টাকা আসে (PCB is runing with 50% funding from ICC) আইসিসির ফান্ডিং থেকেই ৷ আর আইসিসিতে ৯০ শতাংশ টাকা যায় ভারত থেকে (BCCI contributed to ICC 90 percent) ৷ প্রতীকী ছবি ৷
রামিজ রাজাও (Ramiz Raja) জানিয়েছেন পিসিবির ৫০ শতাংশ খরের টাকা আসে (PCB is runing with 50% funding from ICC) আইসিসির ফান্ডিং থেকেই ৷ আর আইসিসিতে ৯০ শতাংশ টাকা যায় ভারত থেকে (BCCI contributed to ICC 90 percent) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
তিনি আরও ভয় পেয়েছেন যে তিনি মনে করেন যদি বারত আইসিসিকে টাকা দেওয়া বন্ধ করে দেয় তাহলে এক্কেবারে খতম হয়ে যাবে পাক ক্রিকেট বোর্ড ৷ প্রতীকী ছবি ৷
তিনি আরও ভয় পেয়েছেন যে তিনি মনে করেন যদি বারত আইসিসিকে টাকা দেওয়া বন্ধ করে দেয় তাহলে এক্কেবারে খতম হয়ে যাবে পাক ক্রিকেট বোর্ড ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
পিসিবি আইসিসিকে কোনও টাকাই দেয়না ৷ রামিজ রাজা জানিয়েছেন পিসিবির ভিত শক্ত করতে রামিজ রাজা (Ramiz Raja is very much determind) বদ্ধ পরিকর ৷ প্রতীকী ছবি ৷
পিসিবি আইসিসিকে কোনও টাকাই দেয়না ৷ রামিজ রাজা জানিয়েছেন পিসিবির ভিত শক্ত করতে রামিজ রাজা (Ramiz Raja is very much determind) বদ্ধ পরিকর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement