Archery Olympic Games Tokyo 2020: তিরন্দাজিতে বাংলার অতনুর শুরুটা ভাল হল না, প্রথম ৩০-এও নেই তিনি

Last Updated:
বাছাই পর্বে প্রথম ৩০ জনের মধ্যেও জায়গা করতে পারলেন না অতনু দাস।
1/5
টোকিও অলিম্পিকে ছেলেদের তিরন্দাজিতে শুরুটা ভাল হল না অতনু দাসের। প্রথম ৩০ জনের মধ্যেও জায়গা করতে পারলেন না তিনি।
টোকিও অলিম্পিকে ছেলেদের তিরন্দাজিতে শুরুটা ভাল হল না অতনু দাসের। প্রথম ৩০ জনের মধ্যেও জায়গা করতে পারলেন না তিনি।
advertisement
2/5
বাছাই পর্বে ৩৫ নম্বরে শেষ করলেন অতনু।  পুরুষদের বিভাগে ভারতের তিন তিরন্দাজের পারফরম্যান্স আহামরি নয়। ৩১-এ প্রবীণ যাদব, ৩৫ নম্বরে অতনু দাস ও  ৩৭-এ তরুণদীপ রাই।
বাছাই পর্বে ৩৫ নম্বরে শেষ করলেন অতনু। পুরুষদের বিভাগে ভারতের তিন তিরন্দাজের পারফরম্যান্স আহামরি নয়। ৩১-এ প্রবীণ যাদব, ৩৫ নম্বরে অতনু দাস ও ৩৭-এ তরুণদীপ রাই।
advertisement
3/5
advertisement
4/5
দক্ষিণ কোরিয়ার জে ডিওক কিম ৬৮৮ পয়েন্ট নিয়ে ছেলেদের তিরন্দাজির বাছাই পর্বে শীর্ষে রয়েছেন। অতনুরা এর পর নামবেন মূল পর্বে। সেখানে তাঁরা কী করেন সেটাই এখন দেখার।
দক্ষিণ কোরিয়ার জে ডিওক কিম ৬৮৮ পয়েন্ট নিয়ে ছেলেদের তিরন্দাজির বাছাই পর্বে শীর্ষে রয়েছেন। অতনুরা এর পর নামবেন মূল পর্বে। সেখানে তাঁরা কী করেন সেটাই এখন দেখার।
advertisement
5/5
অতনুর স্ত্রী দীপিকা কুমারী শুক্রবার মহিলাদের বাছাই পর্বে ৯ নম্বরে শেষ করেছিলেন। তবে এখনই হতাশ হওয়ার মতো কিছু নেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। মূলপর্বে ভাল কিছু হতেই পারে।
অতনুর স্ত্রী দীপিকা কুমারী শুক্রবার মহিলাদের বাছাই পর্বে ৯ নম্বরে শেষ করেছিলেন। তবে এখনই হতাশ হওয়ার মতো কিছু নেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। মূলপর্বে ভাল কিছু হতেই পারে।
advertisement
advertisement
advertisement