রোনাল্ডো-মেসি-নেইমার-এমাবাপেরা নেই ধারে কাছে, চিনে নিন বিশ্বের সবথেকে ধনী ফুটবলারকে

Last Updated:
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিওনেল মেসি কিলিয়ান এমবাপে নেইমার নয়। চিনে নিন বিশ্বের সবথেকে ধনী ফুটবনলারকে। যার সম্পত্তির পরিমাণ এদের সকলের থেকে অনেক গুন বেশি।
1/6
বিশ্বের সবথেকে ধনী ফুটবলার কে? এই নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা হয়। আর আলোচনা হলেই যাদের নাম সবার আগে উঠে আসে তারা হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, নেইমার, এমবাপেদের নাম।
বিশ্বের সবথেকে ধনী ফুটবলার কে? এই নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা হয়। আর আলোচনা হলেই যাদের নাম সবার আগে উঠে আসে তারা হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, নেইমার, এমবাপেদের নাম।
advertisement
2/6
সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে রেকর্ড ১৭৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই করেছেন তিনি। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৭৭৬ কোটি। তারপর অনেকেই বলে দিচ্ছেন রোনাল্ডোর ধনীতম ফুটবলারের রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না।
সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে রেকর্ড ১৭৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই করেছেন তিনি। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৭৭৬ কোটি। তারপর অনেকেই বলে দিচ্ছেন রোনাল্ডোর ধনীতম ফুটবলারের রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না।
advertisement
3/6
কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে ফুটবল বিশ্বে আরও এক জন ফুটবলার রয়েছে যার সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে। রোনাল্ডো-মেসি-নেইমার-এমাবাপেদের মোট সম্পত্তির একত্রিত করলেও তার ধার কাছে যেতে  পারবে না।
কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে ফুটবল বিশ্বে আরও এক জন ফুটবলার রয়েছে যার সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে। রোনাল্ডো-মেসি-নেইমার-এমাবাপেদের মোট সম্পত্তির একত্রিত করলেও তার ধার কাছে যেতে পারবে না।
advertisement
4/6
সম্প্রতি সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়ে বিশ্বের সবচেয়ে ধনী অ্যাথলিটের তালিকায় শীর্ষে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর বর্তমান আয় ১১২.১ মিলিয়ন ইউরো। মেসির আয় ৭০.৬ মিলিয়ন ইউরো। নেইমারের আয়  ৬৫.৯ মিলিয়ন ইউরো। এমবাপের ৪২ মিলিয়ন।
সম্প্রতি সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়ে বিশ্বের সবচেয়ে ধনী অ্যাথলিটের তালিকায় শীর্ষে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর বর্তমান আয় ১১২.১ মিলিয়ন ইউরো। মেসির আয় ৭০.৬ মিলিয়ন ইউরো। নেইমারের আয় ৬৫.৯ মিলিয়ন ইউরো। এমবাপের ৪২ মিলিয়ন।
advertisement
5/6
বিশ্বের ধনীতম ফুটবলারের নাম হল ফাইক বোলকিয়া। ফুটবলারের হিসেবে তার খুব একটা পরিচিতি নেই। ব্রুনেইয়ের জাতীয় দলের প্রাক্তন সদস্য তিনি। ইপিএলে সাউদ্যাম্পটন, চেলসি, লেস্টারসিটিতে খেলেছেন। বর্তমানে  থাইল্যান্ডের ক্লাব চোনবুরিতে খেলেন তিনি। ফাইক বোলকিয়ার মোট সম্পত্তি  ২০ বিলিয়ন ডলার। ২০২২ সালের আয় ১৯,৯৬৫ কোটি টাকারও বেশি। অর্থাৎ ধারে কাছে নেই মেসি-রোনাল্ডোরা।
বিশ্বের ধনীতম ফুটবলারের নাম হল ফাইক বোলকিয়া। ফুটবলারের হিসেবে তার খুব একটা পরিচিতি নেই। ব্রুনেইয়ের জাতীয় দলের প্রাক্তন সদস্য তিনি। ইপিএলে সাউদ্যাম্পটন, চেলসি, লেস্টারসিটিতে খেলেছেন। বর্তমানে থাইল্যান্ডের ক্লাব চোনবুরিতে খেলেন তিনি। ফাইক বোলকিয়ার মোট সম্পত্তি ২০ বিলিয়ন ডলার। ২০২২ সালের আয় ১৯,৯৬৫ কোটি টাকারও বেশি। অর্থাৎ ধারে কাছে নেই মেসি-রোনাল্ডোরা।
advertisement
6/6
বোলকিয়ার এই বিপুল পরিমাণ সম্পত্তি কিন্তু ফুটবল খেলে আসেনি। তিনি ব্রুনেই রাজ পরিবারের সদস্য। তাঁর বাবা জেফ্রি বোলকিয়া ব্রুনেইয়ের রাজা। ব্রুনেইয়ের আইন অনুযায়ী দেশের সব তেলের খনি এবং ভান্ডারের মালিক রাজ পরিবার। তেল রফতানি থেকে বিশাল আয়ের প্রায় সবটাই রাজকোষের পরিবর্তে ঢোকে রাজ পরিবারের কোষাগারে। সেই কারণেই  ২ হাজার কোটি মার্কিন ডলারের নালিক বোলকিয়া।
বোলকিয়ার এই বিপুল পরিমাণ সম্পত্তি কিন্তু ফুটবল খেলে আসেনি। তিনি ব্রুনেই রাজ পরিবারের সদস্য। তাঁর বাবা জেফ্রি বোলকিয়া ব্রুনেইয়ের রাজা। ব্রুনেইয়ের আইন অনুযায়ী দেশের সব তেলের খনি এবং ভান্ডারের মালিক রাজ পরিবার। তেল রফতানি থেকে বিশাল আয়ের প্রায় সবটাই রাজকোষের পরিবর্তে ঢোকে রাজ পরিবারের কোষাগারে। সেই কারণেই ২ হাজার কোটি মার্কিন ডলারের নালিক বোলকিয়া।
advertisement
advertisement
advertisement