হোম » ছবি » খেলা » একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

  • 116

    Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

    ক্যারোলিনা দান্তাস-
    ক্যারোলিনা দান্তাস হলেন নেইমারের প্রথম বান্ধবী। তাঁরা দুজনেই ২০১০-১১ সালের সময় ডেটিং করেছিলেন। সেই সময় তাদের মধ্যে প্রেম নিয়ে জোর চর্চাও হয়েছিল।

    MORE
    GALLERIES

  • 216

    Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

    ক্যারোলিনা ও নেইমারের প্রেম এতটাই গভীরে পৌছায় যে সন্তানও হয়। তবে সন্তানের জন্মের পরই তাদের সম্পর্কের অবনতি হয় ও এই দম্পতির বিচ্ছেদ হয়ে যায়।

    MORE
    GALLERIES

  • 316

    Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

    ব্রুনা মারকুইজিন-
    ব্রুনা মারকুইজিন ছিলেন নেইমারের বান্ধবীদের মধ্যে সব চেয়ে জনপ্রিয়। পেশায় ব্রুনা অভিনেত্রী। ২০১২ সাল থেকে নেইমারের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ব্রাজিলিয়ান ব্রুনা।

    MORE
    GALLERIES

  • 416

    Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

    নেইমার তার সঙ্গেই সারা জীবন থাকবেন কিনা তা নিয়ে আলোচনাও শুরু হয়। কিন্তু বেশ কিছু বছর একসঙ্গে থাকার পর তাঁরা ঠিক করেন আলাদা হয়ে যাবেন। ২০১৮ সালে তাঁরা আলাদা হয়ে যান।

    MORE
    GALLERIES

  • 516

    Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

    আনিত্তা-
    আনিত্তা হলেন ব্রাজিলিয়ান তারকা গায়িকা। পপ স্টার হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে আনিত্তার। রিও কার্নিভালে আনিত্তাকে চুম্বন করতে দেখা গিয়েছিল নেইমারকে।

    MORE
    GALLERIES

  • 616

    Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন


    তাঁদের একসঙ্গে একাধিকবার নেইমারের পার্টিতেও দেখা গিয়েছিল। কিন্তু নেইমার ও আনিত্তার সম্পর্কও বেশি দূর এগোয়নি।

    MORE
    GALLERIES

  • 716

    Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

    থাইলা আয়লার-
    ব্রাজিলিয়ান তারকা মডেল ও অভিনেত্রী থাইলা আয়লার সঙ্গেও নাম জড়িয়েছিল নেইমারের। একাধিকবার তাঁদের বিভিন্ন রেস্তোরাতে একসঙ্গে দেখা গিয়েছিল।

    MORE
    GALLERIES

  • 816

    Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

    ফলে তাদের মধ্যেও প্রেম চলছেকিনা শুরু হয়ে গিয়েছিলল জোর আলোচনা। তবে তাদের ডেটিং থেকে শুরু করে সম্পর্ক নিয়ে আলোচনা বেশি সময় স্থায়ী হয়নি।

    MORE
    GALLERIES

  • 916

    Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

    এলিজাবেথ মার্টিনেজ-
    এলিজাবেথ মার্টিনেজ একজন স্প্যানিশ আইনজীবী। এলিজাবেথের পছন্দের ক্লাব বার্সেলোনা। তবে তিনি নেইমারকেও সমর্থন করতেন। সেখান থেকেই তাদের আলাপ।

    MORE
    GALLERIES

  • 1016

    Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

    বার্সাতেই তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বেশ কিছু পার্টিতে। দু’জনই তাঁদের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি একসময় শেয়ারও করেছিলেন। কিন্তু ব্রাজিল তারকার এই সম্পর্কও বেশি দূর এগোয়নি।

    MORE
    GALLERIES

  • 1116

    Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

    নাতালিয়া বারুলিচ-
    নেইমার ও মডেল নাতালিয়া বারুলিচের সাক্ষা‍‍ৎ হয়েছিল ২০১৮ সালে একটি পার্টিতে। তখন অবশ্য নাতিলায়ির বয়ফ্রেন্ড ছিল। ২০১৯ সালে নাতালিয়ার ব্রেকআপ হওয়ার পর নেইমারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বলে জানা যায়।

    MORE
    GALLERIES

  • 1216

    Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

    তখন থেকেই তাদের মধ্যে প্রেম নিয়ে জল্পনা শুরু হয়। আলোচনায় চলে আসেন নেইমার ও নাতালিয়া জুটি। যদিও তারা কোনও দিন নিজেেদপ সম্পর্ক নিয়ে কিছু জানাননি। এক অপরকে বন্ধু বলতেন দুজনে।

    MORE
    GALLERIES

  • 1316

    Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

    জেনি অ্যানড্রাড-
    জেনি অ্যানড্রাডের সঙ্গে নেইমারের নাম জড়িয়েছিল ২০১৫ সালে। মডেলের পাশাপাশি তিনি একজন লেখিকাও ছিলেন। নেইমারের সঙ্গে েডটিংয়েও গিয়েছিলেন জেনি।

    MORE
    GALLERIES

  • 1416

    Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

    দুজনের একসঙ্গে একাধিক ছবি ভাইরাল হয়েছিল। যদিও তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি। যদিও দুজনই এই বিষয়ে কখনও মুখ খোলেননি।

    MORE
    GALLERIES

  • 1516

    Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

    ব্রুনা বিয়ানকার্ডি-
    নেইমার শেষ বান্ধবী ছিলেন ব্রুনা বিয়ানকার্ডির। ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্রুনা বিয়ানকার্ডির সম্পর্কে কোনও লুকোচুরি ছিল না।

    MORE
    GALLERIES

  • 1616

    Neymar Birthday: একাধিক প্রেম-সঙ্গম কিন্তু অবিবাহিত, জন্মদিনে জানুন নেইমারের বিতর্কিত প্রেম জীবন

    দুজন একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছিলেন। সেখানে তাদের রোমান্টিকও মুডেও দেখা যায়। তবে তাদের মধ্যে সমীকরণও বেশি দিন স্থায়ী হয়নি। সম্প্রতি তাদেরও ব্রেকআপ হয়।

    MORE
    GALLERIES