বিবাহিতা মহিলাদের প্রেমে পড়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটাররা

Last Updated:
Mohammad Shami-Hasin Jahan: বিবাহিতা মহিলাদের প্রেমে পড়ে এই ক্রিকেটারদের কেউ এখন সুখী, কারও দাম্পত্য জীবন ছারখার।
1/5
মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের দেখা হয়েছিল ২০১৩ সালে আইপিএলের সময়। হাসিন তখন মডেল, শামি খেলেন কেকেআরে।
মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের দেখা হয়েছিল ২০১৩ সালে আইপিএলের সময়। হাসিন তখন মডেল, শামি খেলেন কেকেআরে।
advertisement
2/5
শামি ও হাসিনের সম্পর্কে বিয়েতে পরিণতি পায়। তবে সেই সম্পর্ক টেকেনি। শামির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ করেছিলেন হাসিন। শামির সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন হাসিন।
শামি ও হাসিনের সম্পর্কে বিয়েতে পরিণতি পায়। তবে সেই সম্পর্ক টেকেনি। শামির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ করেছিলেন হাসিন। শামির সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন হাসিন।
advertisement
3/5
শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়ের বিয়ে হয় ২০১২ সালে। এর আগে অস্ট্রেলিয়ার একজন ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়েশার।
শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়ের বিয়ে হয় ২০১২ সালে। এর আগে অস্ট্রেলিয়ার একজন ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়েশার।
advertisement
4/5
শিখর ধাওয়ান ও আয়েশার সম্পর্কও টেকেনি। ২০২১ সালে বিবাহবিচ্ছেদের কথা জানান আয়েশা। অস্ট্রেলিয়াতেই থাকেন তিনি। কিকবক্সিং করেন আয়েশা।
শিখর ধাওয়ান ও আয়েশার সম্পর্কও টেকেনি। ২০২১ সালে বিবাহবিচ্ছেদের কথা জানান আয়েশা। অস্ট্রেলিয়াতেই থাকেন তিনি। কিকবক্সিং করেন আয়েশা।
advertisement
5/5
১৯৯৯ সালে বিয়ে হয়েছিল অনিল কুম্বলে ও চেতনা রামতীর্থের। অনিল কুম্বলের বিয়ের প্রস্তাবে প্রথমে রাজি হননি চেতনা। পরে কুম্বলে তাঁকে বিবাহবিচ্ছেদের মামলায় সাহায্য করেন। খারাপ সময়ে চেতনার পাশে ছিলেন অনিল কুম্বলে।
১৯৯৯ সালে বিয়ে হয়েছিল অনিল কুম্বলে ও চেতনা রামতীর্থের। অনিল কুম্বলের বিয়ের প্রস্তাবে প্রথমে রাজি হননি চেতনা। পরে কুম্বলে তাঁকে বিবাহবিচ্ছেদের মামলায় সাহায্য করেন। খারাপ সময়ে চেতনার পাশে ছিলেন অনিল কুম্বলে।
advertisement
advertisement
advertisement