Yesha Sagar: চিটাগং কিংসের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ ! বাংলাদেশ থেকে চলে আসার পর সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন ইয়েশা সাগর?

Last Updated:
Yesha Sagar: বিপিএল ২০২৫-এ চিটাগং কিংস টিমের হয়ে কাজ করছিলেন ইয়েশা। তাঁকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন চিটাগং কিংস দলের মালিক সমীর কাদের চৌধুরি। ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এবার একঝাঁক অভিযোগ জানালেন ইয়েশা ৷
1/7
বারংবার বিতর্কের মুখে পড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল। এর আগে খবর ছড়িয়েছিল যে, খেলোয়াড়রা নিজেদের সঠিক পারিশ্রমিক পাচ্ছেন না। এবার খবর এল যে, সঞ্চালিকা ইয়েশা সাগর তড়িঘড়ি বিপিএল ছেড়ে বেরিয়ে এসেছেন। Photo: Instagram
বারংবার বিতর্কের মুখে পড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল। এর আগে খবর ছড়িয়েছিল যে, খেলোয়াড়রা নিজেদের সঠিক পারিশ্রমিক পাচ্ছেন না। এবার খবর এল যে, সঞ্চালিকা ইয়েশা সাগর তড়িঘড়ি বিপিএল ছেড়ে বেরিয়ে এসেছেন। Photo: Instagram
advertisement
2/7
আসলে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে ইয়েশার বিরুদ্ধে। এর জন্য তাঁকে একটি নোটিসও পাঠানো হয়েছে। তারপরেই না কি বড় পদক্ষেপ গ্রহণ করেছেন সুন্দরী এই কন্যা। Photo: Facebook
আসলে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে ইয়েশার বিরুদ্ধে। এর জন্য তাঁকে একটি নোটিসও পাঠানো হয়েছে। তারপরেই না কি বড় পদক্ষেপ গ্রহণ করেছেন সুন্দরী এই কন্যা। Photo: Facebook
advertisement
3/7
বিষয়টা ঠিক কী? বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ চিটাগং কিংস টিমের হয়ে কাজ করছিলেন ইয়েশা। ইয়েশা সাগরকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন চিটাগং কিংস দলের মালিক সমীর কাদের চৌধুরি। আসলে চুক্তিতে লেখা নিয়ম না মানার জেরেই এই আইনি নোটিস পাঠানো হয়েছে বলে শোনা যাচ্ছে। Photo: Instagram
বিষয়টা ঠিক কী? বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ চিটাগং কিংস টিমের হয়ে কাজ করছিলেন ইয়েশা। ইয়েশা সাগরকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন চিটাগং কিংস দলের মালিক সমীর কাদের চৌধুরি। আসলে চুক্তিতে লেখা নিয়ম না মানার জেরেই এই আইনি নোটিস পাঠানো হয়েছে বলে শোনা যাচ্ছে। Photo: Instagram
advertisement
4/7
নৈশভোজে যোগ না দেওয়ায় নোটিস: চিটাগং কিংস দলের মালিক সমীর কাদের চৌধুরি নোটিসে লিখেছেন যে, চুক্তির ৯ নম্বর ধারা অনুযায়ী, আপনি (ইয়েশা) নিজের কর্তব্য করতে ব্যর্থ হয়েছেন। আর আপনি অফিসিয়াল ভাবে আমন্ত্রিত থাকা সত্ত্বেও স্পনসরদের নৈশভোজে যোগ দেননি। এর পাশাপাশি আপনি স্পনসরদের শ্যুট এবং প্রমোশনাল শাউট-আউট শেষ করেননি। আপনার অনুপস্থিতির কারণে ফ্র্যাঞ্চাইজি (চিটাগং কিংস)-এর আর্থিক এবং সুনামের ক্ষতি হয়েছে। তবে এই নোটিস পেলেও জবাব না দিয়েই টুর্নামেন্ট ছেড়ে বেরিয়ে গিয়েছেন ইয়েশা। Photo: Instagram
নৈশভোজে যোগ না দেওয়ায় নোটিস: চিটাগং কিংস দলের মালিক সমীর কাদের চৌধুরি নোটিসে লিখেছেন যে, চুক্তির ৯ নম্বর ধারা অনুযায়ী, আপনি (ইয়েশা) নিজের কর্তব্য করতে ব্যর্থ হয়েছেন। আর আপনি অফিসিয়াল ভাবে আমন্ত্রিত থাকা সত্ত্বেও স্পনসরদের নৈশভোজে যোগ দেননি। এর পাশাপাশি আপনি স্পনসরদের শ্যুট এবং প্রমোশনাল শাউট-আউট শেষ করেননি। আপনার অনুপস্থিতির কারণে ফ্র্যাঞ্চাইজি (চিটাগং কিংস)-এর আর্থিক এবং সুনামের ক্ষতি হয়েছে। তবে এই নোটিস পেলেও জবাব না দিয়েই টুর্নামেন্ট ছেড়ে বেরিয়ে গিয়েছেন ইয়েশা। Photo: Instagram
advertisement
5/7
কে এই ইয়েশা সাগর? আদতে ভারতের পঞ্জাবের মেয়ে ইয়েশা সাগর। সেখানেই স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তবে উচ্চশিক্ষার জন্য ২০১৫ সালের ডিসেম্বরে তিনি পাড়ি দিয়েছিলেন কানাডায়। বহুমুখী প্রতিভার অধিকারিণী এই সুন্দরী কন্যে। স্পোর্টস ব্রডকাস্টিংয়ের দুনিয়ায় পা রাখার আগে তিনি মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকী ফিটনেস ইনফ্লুয়েন্সারও তিনি। গ্লোবাল টি২০ কানাডা টুর্নামেন্ট, ইউপি টি২০ লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো লিগ সঞ্চালনা করেছেন ইয়েশা। Photo: Instagram
কে এই ইয়েশা সাগর? আদতে ভারতের পঞ্জাবের মেয়ে ইয়েশা সাগর। সেখানেই স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তবে উচ্চশিক্ষার জন্য ২০১৫ সালের ডিসেম্বরে তিনি পাড়ি দিয়েছিলেন কানাডায়। বহুমুখী প্রতিভার অধিকারিণী এই সুন্দরী কন্যে। স্পোর্টস ব্রডকাস্টিংয়ের দুনিয়ায় পা রাখার আগে তিনি মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকী ফিটনেস ইনফ্লুয়েন্সারও তিনি। গ্লোবাল টি২০ কানাডা টুর্নামেন্ট, ইউপি টি২০ লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো লিগ সঞ্চালনা করেছেন ইয়েশা। Photo: Instagram
advertisement
6/7
মিউজিক অ্যালবাম: আইএমডিবি-র মতে, এখনও পর্যন্ত প্রায় ৩০টি মিউজিক ভিডিও-তে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী পরমিশ ভার্মা, গুড় সিধু, আর্শ বেণীপাল, জিপ্পি গ্রেওয়াল, কুলবীর জিঞ্ঝর এবং প্রেম ধিলোঁর মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন। বিশেষ করে পঞ্জাবি মিউজিক ভিডিও-য় ইয়েশার উপস্থিতি তাঁকে আরও খ্যাতি এনে দিয়েছে। ইয়েশা সাগরের উল্লেখযোগ্য পারফরম্যান্সের মধ্যে অন্যতম হল পরমিশ ভার্মার ‘চিররি উড় কা উড়’ মিউজিক ভিডিও। ইউটিউবে ইতিমধ্যেই ওই ভিডিও-র ভিউ ৫০ মিলিয়ন পার করে গিয়েছে। Photo: Instagram
মিউজিক অ্যালবাম: আইএমডিবি-র মতে, এখনও পর্যন্ত প্রায় ৩০টি মিউজিক ভিডিও-তে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী পরমিশ ভার্মা, গুড় সিধু, আর্শ বেণীপাল, জিপ্পি গ্রেওয়াল, কুলবীর জিঞ্ঝর এবং প্রেম ধিলোঁর মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন। বিশেষ করে পঞ্জাবি মিউজিক ভিডিও-য় ইয়েশার উপস্থিতি তাঁকে আরও খ্যাতি এনে দিয়েছে। ইয়েশা সাগরের উল্লেখযোগ্য পারফরম্যান্সের মধ্যে অন্যতম হল পরমিশ ভার্মার ‘চিররি উড় কা উড়’ মিউজিক ভিডিও। ইউটিউবে ইতিমধ্যেই ওই ভিডিও-র ভিউ ৫০ মিলিয়ন পার করে গিয়েছে। Photo: Instagram
advertisement
7/7
ফিটনেস ফ্রিক: এখানেই শেষ নয়, এই কন্যে আবার ফিটনেস ফ্রিকও বটে! কারণ ফিটনেস ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ মুখ তিনি। প্রচুর মানুষকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন। এর পাশাপাশি ম্যাগনাম নিউট্রাসিউটিক্যালস এবং প্রিসিশন নিউট্রিশনের মতো বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে সফল ভাবে পার্টনারশিপে কাজও করেছেন তিনি। স্ট্র্যাটেজিক ব্র্যান্ড প্রোমোশন এবং নিজের সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মাধ্যমে ইয়েশা নিজের ভক্তদের সঙ্গে সংযোগও গড়ে তুলেছিলেন। Photo: Instagram
ফিটনেস ফ্রিক: এখানেই শেষ নয়, এই কন্যে আবার ফিটনেস ফ্রিকও বটে! কারণ ফিটনেস ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ মুখ তিনি। প্রচুর মানুষকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন। এর পাশাপাশি ম্যাগনাম নিউট্রাসিউটিক্যালস এবং প্রিসিশন নিউট্রিশনের মতো বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে সফল ভাবে পার্টনারশিপে কাজও করেছেন তিনি। স্ট্র্যাটেজিক ব্র্যান্ড প্রোমোশন এবং নিজের সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মাধ্যমে ইয়েশা নিজের ভক্তদের সঙ্গে সংযোগও গড়ে তুলেছিলেন। Photo: Instagram
advertisement
advertisement
advertisement