উইকেটে লাইট জ্বলে! কথা শোনা যায়! IPL স্টাম্পস-এর দাম শুনলে হা হয়ে যাবেন

Last Updated:
উইকেট ও বেল-এ উন্নত প্রযুক্তির ব্যবহার ক্রিকেটকে অন্য মাত্রা দিয়েছে। LED আলো, সেন্সর লাগানো এই উইকেটের দাম কিন্তু অনেক। আইপিএলে ব্যবহার করা হচ্ছে এই উইকেট।
1/7
 যত দিন যাচ্ছে প্রযুক্তির ব্যবহারে ক্রিকেট আরও উন্নত হয়েছে। গত কয়েক বছরে ক্রিকেটকে যেন আরও আঁকড়ে ধরেছে প্রযুক্তি! তিন ফরম্যাটের ক্রিকেটে এখন একের পর এক উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন ব্যাটার এবং বোলাররা। এমনকী ক্রিকেটে এখন আর এক বিন্দুও কারচুপির জায়গাও নেই।
যত দিন যাচ্ছে প্রযুক্তির ব্যবহারে ক্রিকেট আরও উন্নত হয়েছে। গত কয়েক বছরে ক্রিকেটকে যেন আরও আঁকড়ে ধরেছে প্রযুক্তি! তিন ফরম্যাটের ক্রিকেটে এখন একের পর এক উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন ব্যাটার এবং বোলাররা। এমনকী ক্রিকেটে এখন আর এক বিন্দুও কারচুপির জায়গাও নেই।
advertisement
2/7
উইকেট ও বেল-এ উন্নত প্রযুক্তির ব্যবহার ক্রিকেটকে অন্য মাত্রা দিয়েছে। LED আলো, সেন্সর লাগানো এই উইকেটের দাম কিন্তু অনেক। আইপিএলে ব্যবহার করা হচ্ছে এই উইকেট। দাম শুনলে আপনি ভিড়মি খেতে পারেন।
উইকেট ও বেল-এ উন্নত প্রযুক্তির ব্যবহার ক্রিকেটকে অন্য মাত্রা দিয়েছে। LED আলো, সেন্সর লাগানো এই উইকেটের দাম কিন্তু অনেক। আইপিএলে ব্যবহার করা হচ্ছে এই উইকেট। দাম শুনলে আপনি ভিড়মি খেতে পারেন।
advertisement
3/7
২০১২ সালে প্রথমবার এই উইকেট ও বেলের ব্যবহার শুরু হয়েছিল। তার পর থেকে এই স্টাম্পস কিন্তু আইপিএলে হিট। অস্ট্রেলিয়ায় প্রথমবার এই উইকেট ব্যবহার করা হয়েছিল।
২০১২ সালে প্রথমবার এই উইকেট ও বেলের ব্যবহার শুরু হয়েছিল। তার পর থেকে এই স্টাম্পস কিন্তু আইপিএলে হিট। অস্ট্রেলিয়ায় প্রথমবার এই উইকেট ব্যবহার করা হয়েছিল।
advertisement
4/7
এখন ঘরোয়া থেকে আন্তর্জাতিক সবরকম ক্রিকেট লিগেই এই উইকেট ব্যবহার করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে এই উইকেটের ব্যবহার হয়েছিল প্রথমবার। তার পর থেকে এই উইকেটের সুবিধার কথা মাথায় রেখে বহু ফ্র্যাঞ্চাইজি লিগে এই উইকেট ব্যবহার করা হয়েছে।
এখন ঘরোয়া থেকে আন্তর্জাতিক সবরকম ক্রিকেট লিগেই এই উইকেট ব্যবহার করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে এই উইকেটের ব্যবহার হয়েছিল প্রথমবার। তার পর থেকে এই উইকেটের সুবিধার কথা মাথায় রেখে বহু ফ্র্যাঞ্চাইজি লিগে এই উইকেট ব্যবহার করা হয়েছে।
advertisement
5/7
আইপিএলে এই উইকেট ও বেলের প্রথম ব্যবহার হয় ২০১৬ সালে। সাদা চোখে দেখতে সাধারণ উইকেটের মতোই। তবে এই উইকেট  ও বেলে বল লাগতেই এইডি আলো জ্বলে ওঠে। এমনকী এই উইকেটে সেন্সর লাগানো রয়েছে।
আইপিএলে এই উইকেট ও বেলের প্রথম ব্যবহার হয় ২০১৬ সালে। সাদা চোখে দেখতে সাধারণ উইকেটের মতোই। তবে এই উইকেট ও বেলে বল লাগতেই এলইডি আলো জ্বলে ওঠে। এমনকী এই উইকেটে সেন্সর লাগানো রয়েছে।
advertisement
6/7
আপনি যদি আপনার বাড়ির টিভিতে ক্রিকেট ম্যাচ দেখেন, তবে আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেক সময় মাঠে ক্রিকেটারদের কন্ঠস্বরের পাশাপাশি তাদের বিভিন্ন কথাও স্পষ্ট শুনতে পাচ্ছেন। এটি কীভাবে ঘটে! খুব কম মানুষই সেটা জানেন। তৃতীয় আম্পায়ারের রিভিউ নেওয়ার ক্ষেত্রেও অনেক সুবিধা রয়েছে। কিন্তু এই তৃতীয় আম্পায়ার কীভাবে এমন সঠিক সিদ্ধান্ত দেন? আসলে আইপিএলে এত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে আম্পায়ারের কাজটা সহজ হয়ে যায়।
আপনি যদি আপনার বাড়ির টিভিতে ক্রিকেট ম্যাচ দেখেন, তবে আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেক সময় মাঠে ক্রিকেটারদের কন্ঠস্বরের পাশাপাশি তাদের বিভিন্ন কথাও স্পষ্ট শুনতে পাচ্ছেন। এটি কীভাবে ঘটে! খুব কম মানুষই সেটা জানেন। তৃতীয় আম্পায়ারের রিভিউ নেওয়ার ক্ষেত্রেও অনেক সুবিধা রয়েছে। কিন্তু এই তৃতীয় আম্পায়ার কীভাবে এমন সঠিক সিদ্ধান্ত দেন? আসলে আইপিএলে এত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে আম্পায়ারের কাজটা সহজ হয়ে যায়।
advertisement
7/7
আইপিএলে ব্যবহৃত স্টাম্পস সেট-এর দাম প্রায় ৩০ লাখ টাকা। ম্যাচে ব্যবহৃত এই স্টাম্প চার্জ করা যায়। প্রতিদিন ম্যাচের আগে চার্জ করা হয় সেগুলি। একটি বড় ব্যাটারির সঙ্গে প্রচুর সেন্সর এবং মাইক্রোফোন ইনস্টল করা থাকে এই স্টাম্পসে।সেই স্টাম্পস শুধু শব্দই রেকর্ড করে না, সেন্সর বলের গতিও বলে দিতে পারে।  স্টাম্পসের ভিতরে একটি বড় ব্যাটারি থাকে। সেটি প্রায় ১০ ঘণ্টা ব্যাক-আপ দেয়।
আইপিএলে ব্যবহৃত স্টাম্পস সেট-এর দাম প্রায় ৩০ লাখ টাকা। ম্যাচে ব্যবহৃত এই স্টাম্প চার্জ করা যায়। প্রতিদিন ম্যাচের আগে চার্জ করা হয় সেগুলি। একটি বড় ব্যাটারির সঙ্গে প্রচুর সেন্সর এবং মাইক্রোফোন ইনস্টল করা থাকে এই স্টাম্পসে। সেই স্টাম্পস শুধু শব্দই রেকর্ড করে না, সেন্সর বলের গতিও বলে দিতে পারে। স্টাম্পসের ভিতরে একটি বড় ব্যাটারি থাকে। সেটি প্রায় ১০ ঘণ্টা ব্যাক-আপ দেয়।
advertisement
advertisement
advertisement