উইকেটে লাইট জ্বলে! কথা শোনা যায়! IPL স্টাম্পস-এর দাম শুনলে হা হয়ে যাবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
উইকেট ও বেল-এ উন্নত প্রযুক্তির ব্যবহার ক্রিকেটকে অন্য মাত্রা দিয়েছে। LED আলো, সেন্সর লাগানো এই উইকেটের দাম কিন্তু অনেক। আইপিএলে ব্যবহার করা হচ্ছে এই উইকেট।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আপনি যদি আপনার বাড়ির টিভিতে ক্রিকেট ম্যাচ দেখেন, তবে আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেক সময় মাঠে ক্রিকেটারদের কন্ঠস্বরের পাশাপাশি তাদের বিভিন্ন কথাও স্পষ্ট শুনতে পাচ্ছেন। এটি কীভাবে ঘটে! খুব কম মানুষই সেটা জানেন। তৃতীয় আম্পায়ারের রিভিউ নেওয়ার ক্ষেত্রেও অনেক সুবিধা রয়েছে। কিন্তু এই তৃতীয় আম্পায়ার কীভাবে এমন সঠিক সিদ্ধান্ত দেন? আসলে আইপিএলে এত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে আম্পায়ারের কাজটা সহজ হয়ে যায়।
advertisement
আইপিএলে ব্যবহৃত স্টাম্পস সেট-এর দাম প্রায় ৩০ লাখ টাকা। ম্যাচে ব্যবহৃত এই স্টাম্প চার্জ করা যায়। প্রতিদিন ম্যাচের আগে চার্জ করা হয় সেগুলি। একটি বড় ব্যাটারির সঙ্গে প্রচুর সেন্সর এবং মাইক্রোফোন ইনস্টল করা থাকে এই স্টাম্পসে। সেই স্টাম্পস শুধু শব্দই রেকর্ড করে না, সেন্সর বলের গতিও বলে দিতে পারে। স্টাম্পসের ভিতরে একটি বড় ব্যাটারি থাকে। সেটি প্রায় ১০ ঘণ্টা ব্যাক-আপ দেয়।