সময় ভাল যাচ্ছে না! গেরুয়া পরে ভোর চারটেয় আরতি কেএল রাহুলের, পাশে নতুন বউ

Last Updated:
KL Rahul: ভারতীয় দল থেকে বাদ পড়ার মুখে। কেএল রাহুল শেষ পর্যন্ত ঈশ্বরের দরবারে। আরতি, পুজোয় সঙ্গী স্ত্রী।
1/5
সময়টা ভাল যাচ্ছে না। ভারতীয় দলে তিনি ওভারওয়েট ব্যাটার বলে অনেকে দাবি করছেন। এমন পরিস্থিতিতে ঈশ্বরের স্মরণে কেএল রাহুল।
সময়টা ভাল যাচ্ছে না। ভারতীয় দলে তিনি ওভারওয়েট ব্যাটার বলে অনেকে দাবি করছেন। এমন পরিস্থিতিতে ঈশ্বরের স্মরণে কেএল রাহুল।
advertisement
2/5
স্ত্রী আথিয়া শেট্টিকে নিয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পৌঁছন কেএল। তার পর সেখানে মহাকালের দর্শন করেন। ভোর চারটের সময় ভস্ম আরতি করেন তিনি।
স্ত্রী আথিয়া শেট্টিকে নিয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পৌঁছন কেএল। তার পর সেখানে মহাকালের দর্শন করেন। ভোর চারটের সময় ভস্ম আরতি করেন তিনি।
advertisement
3/5
মন্দিরের নন্দী হলে বসে দীর্ঘক্ষণ পুজা দেখতে থাকেন রাহুল ও আথিয়া। দুজনেই এদিন গেরুয়া পরে ছিলেন।
মন্দিরের নন্দী হলে বসে দীর্ঘক্ষণ পুজা দেখতে থাকেন রাহুল ও আথিয়া। দুজনেই এদিন গেরুয়া পরে ছিলেন।
advertisement
4/5
স্ত্রীকে সঙ্গে নিয়ে পুরো মন্দির প্রদক্ষিণ করেন কেএল রাহুল। এদিন মন্দিরে বেশ ভিড় ছিল।
স্ত্রীকে সঙ্গে নিয়ে পুরো মন্দির প্রদক্ষিণ করেন কেএল রাহুল। এদিন মন্দিরে বেশ ভিড় ছিল।
advertisement
5/5
বাবা মহাকালের মন্দিরে ভক্তদের ভিড় থাকে রোজই। বহু সেলেব্রিটিও পুজো দিতে যান। কিছুদিন আগেই বলিউড নায়িকা ভূমি পেডনেকর গিয়েছিলেন সেখানে।
বাবা মহাকালের মন্দিরে ভক্তদের ভিড় থাকে রোজই। বহু সেলেব্রিটিও পুজো দিতে যান। কিছুদিন আগেই বলিউড নায়িকা ভূমি পেডনেকর গিয়েছিলেন সেখানে।
advertisement
advertisement
advertisement