KKR News: কেকেআরের ভবিষ্যতের জন্য বড় ঘোষণা করে দিলেন রাহানে! কী জানালেন নাইট 'সেনাপতি'?

Last Updated:
Kolkata Knight Riders IPL 2025: গুয়াহাটিতে কঠিন উইেটে কেকেআর যেভাবে পারফর্ম করে ম্যাচ জিতেছে তারপর বড় প্রতিক্রিয়া দিয়েছেন অজিঙ্কে রাহানে।
1/5
আরসিবির বিরুদ্ধে তিনি রান পেলেও হারতে হয়েছিল দলকে। তাই রাজস্থান ম্যাচের আগে কিছুটা হলেও চাপে ছিলেন। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে তাঁর দলের কামব্যাক ও জয়ে ফেরায় খুশি কেকেআর অধিনায়ক অজিঙ্কে রাহানে।
আরসিবির বিরুদ্ধে তিনি রান পেলেও হারতে হয়েছিল দলকে। তাই রাজস্থান ম্যাচের আগে কিছুটা হলেও চাপে ছিলেন। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে তাঁর দলের কামব্যাক ও জয়ে ফেরায় খুশি কেকেআর অধিনায়ক অজিঙ্কে রাহানে।
advertisement
2/5
গুয়াহাটিতে কঠিন উইকেটে কেকেআর যেভাবে পারফর্ম করে ম্যাচ জিতেছে তারপর বড় প্রতিক্রিয়া দিয়েছেন অজিঙ্কে রাহানে। নিজে ব্যাটার হয়েও দ্বিতীয় ম্যাচ জয়ের পিছনে বোলারদের বড় কৃতিত্ব দিয়েছেন 'জিঙ্কস'।
গুয়াহাটিতে কঠিন উইকেটে কেকেআর যেভাবে পারফর্ম করে ম্যাচ জিতেছে তারপর বড় প্রতিক্রিয়া দিয়েছেন অজিঙ্কে রাহানে। নিজে ব্যাটার হয়েও দ্বিতীয় ম্যাচ জয়ের পিছনে বোলারদের বড় কৃতিত্ব দিয়েছেন 'জিঙ্কস'।
advertisement
3/5
ম্যাচ জয়ের পর তিনি বলেছেন, প্রথমে বোলাররাই দুরন্ত পারফর্ম করে পরিস্থিতি অনেক সহজ করে দিয়েছে। তাতে ব্যাটসম্যানদের কাজ সহজ হয়েছে। এই জয়ের পর গোটা দল খুব খুশি ও আগামীর জন্য আত্মবিশ্বাসী।
ম্যাচ জয়ের পর তিনি বলেছেন, প্রথমে বোলাররাই দুরন্ত পারফর্ম করে পরিস্থিতি অনেক সহজ করে দিয়েছে। তাতে ব্যাটসম্যানদের কাজ সহজ হয়েছে। এই জয়ের পর গোটা দল খুব খুশি ও আগামীর জন্য আত্মবিশ্বাসী।
advertisement
4/5
পাওয়ার প্লে-তে দুটি উইকেট নিতে পারার পাশাপাশি স্পিনাররা যেভাবে বল করেছে তাতে সন্তুষ্ট রাহানে। বরুণ চক্রবর্তীর প্রশংসা করার সঙ্গে সঙ্গে নারিনের অনুপস্থিতিতে মইন আলি যেভাবে সুযোগ কাজে লাগিয়েছে তা প্রশংসনীয় বলেও জানিয়েছেন রাহানে।
পাওয়ার প্লে-তে দুটি উইকেট নিতে পারার পাশাপাশি স্পিনাররা যেভাবে বল করেছে তাতে সন্তুষ্ট রাহানে। বরুণ চক্রবর্তীর প্রশংসা করার সঙ্গে সঙ্গে নারিনের অনুপস্থিতিতে মইন আলি যেভাবে সুযোগ কাজে লাগিয়েছে তা প্রশংসনীয় বলেও জানিয়েছেন রাহানে।
advertisement
5/5
এছাড়াও রাহানে আগামী দিনে কেকেআর কেমন ক্রিকেট খেলবে তাঁরও ইঙ্গিত দিয়েছে। বলেছেন,"এই ধরনের ক্রিকেটে ভয়ডরহীন খেলা গুরুত্বপূর্ণ। আগ্রাসী ব্যাটিং প্রয়োজন। আগামীতেও আক্রমণাত্মক ক্রিকেট খেলবে কেকেআর।"
এছাড়াও রাহানে আগামী দিনে কেকেআর কেমন ক্রিকেট খেলবে তাঁরও ইঙ্গিত দিয়েছে। বলেছেন,"এই ধরনের ক্রিকেটে ভয়ডরহীন খেলা গুরুত্বপূর্ণ। আগ্রাসী ব্যাটিং প্রয়োজন। আগামীতেও আক্রমণাত্মক ক্রিকেট খেলবে কেকেআর।"
advertisement
advertisement
advertisement