advertisement

Digha : দিঘায় ন্যাশনাল স্কুল গেমসে নজরকাড়া কৃতিত্ব, তিন বিভাগেই সোনা জিতল কালনার ছাত্র

Last Updated:
School Sports- দিঘায় স্কুল গেম ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত ৬৯তম ন্যাশনাল স্কুল গেমসে নজরকাড়া সাফল্য অর্জন করল কালনার অম্বিকা মহিষমর্দিনী বয়েজ স্কুল।
1/5
দিঘায় স্কুল গেম ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত ৬৯তম ন্যাশনাল স্কুল গেমসে নজরকাড়া সাফল্য অর্জন করল কালনার অম্বিকা মহিষমর্দিনী বয়েজ স্কুল। এই প্রতিযোগিতায় একাদশ শ্রেণির ছাত্র রাজদীপ দালাল জাতীয় স্তরে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
দিঘায় স্কুল গেম ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত ৬৯তম ন্যাশনাল স্কুল গেমসে নজরকাড়া সাফল্য অর্জন করল কালনার অম্বিকা মহিষমর্দিনী বয়েজ স্কুল। এই প্রতিযোগিতায় একাদশ শ্রেণির ছাত্র রাজদীপ দালাল জাতীয় স্তরে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় যোগাসন বিভাগে রাজদীপ তিনটি আলাদা ক্যাটাগরিতে অংশগ্রহণ করে তিনটিতেই প্রথম স্থান অধিকার করেছে। আটিস্টিক যোগা, ট্র্যাডিশনাল যোগা ও রিদিমিক যোগা (পেয়ার) বিভাগে তার পারফরম্যান্স বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় যোগাসন বিভাগে রাজদীপ তিনটি আলাদা ক্যাটাগরিতে অংশগ্রহণ করে তিনটিতেই প্রথম স্থান অধিকার করেছে। আটিস্টিক যোগা, ট্র্যাডিশনাল যোগা ও রিদিমিক যোগা (পেয়ার) বিভাগে তার পারফরম্যান্স বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
রাজদীপের এই সাফল্যের খবরে বুধবার স্কুল প্রাঙ্গণে তাকে সংবর্ধনা জানানো হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তাকে ফুল ও শুভেচ্ছায় ভরিয়ে দেন। ছাত্রের এই কৃতিত্বে স্কুলজুড়ে খুশির হাওয়া বইতে থাকে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
রাজদীপের এই সাফল্যের খবরে বুধবার স্কুল প্রাঙ্গণে তাকে সংবর্ধনা জানানো হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তাকে ফুল ও শুভেচ্ছায় ভরিয়ে দেন। ছাত্রের এই কৃতিত্বে স্কুলজুড়ে খুশির হাওয়া বইতে থাকে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
বুধবার রাজদীপ জানায়, অনূর্ধ্ব-১৯ বিভাগে দেশের বিভিন্ন রাজ্য থেকে বহু প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও তিনটি বিভাগেই প্রথম স্থান অর্জন করতে পেরে সে ভীষণ আনন্দিত বলে জানায়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বুধবার রাজদীপ জানায়, অনূর্ধ্ব-১৯ বিভাগে দেশের বিভিন্ন রাজ্য থেকে বহু প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও তিনটি বিভাগেই প্রথম স্থান অর্জন করতে পেরে সে ভীষণ আনন্দিত বলে জানায়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
এই সাফল্যে শুধু রাজদীপ নয়, গর্বিত তার গোটা পরিবার ও স্কুল কর্তৃপক্ষ। সকলেই আশা প্রকাশ করেছেন, আগামী দিনে রাজদীপ আরও বড় মঞ্চে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করবে। তার এই সাফল্য অন্যান্য ছাত্রদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠেছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
এই সাফল্যে শুধু রাজদীপ নয়, গর্বিত তার গোটা পরিবার ও স্কুল কর্তৃপক্ষ। সকলেই আশা প্রকাশ করেছেন, আগামী দিনে রাজদীপ আরও বড় মঞ্চে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করবে। তার এই সাফল্য অন্যান্য ছাত্রদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠেছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
advertisement