KKR News: কোন কেকেআর প্লেয়ারের বাবা-মা দুজনই ভারতের হয়ে খেলেছেন? উত্তর দিতে ব্যর্থ অনেকেই

Last Updated:
IPL 2024 KKR Kolkata Knight Riders Batter Angkrish Raghuvanshi parents both played for India: এই প্রতিবেদনে বর্তমানে কেকেআরের খেলেন এমন এক ক্রিকেটারের কথা তুলে ধরা হয়েছে যার বাব-মা দুজনেই ভারতের হয়ে খেলেছেন।
1/10
আইপিএল মানেই ক্রিকেট ও বিনোদনের ককটেল। টি-২০ ক্রিকেটের চার-ছয়ের জোয়ারে ভাসার পাশাপাশি তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়।
আইপিএল মানেই ক্রিকেট ও বিনোদনের ককটেল। টি-২০ ক্রিকেটের চার-ছয়ের জোয়ারে ভাসার পাশাপাশি তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়।
advertisement
2/10
এই প্রতিবেদনে এমন এক ভারতীয় ক্রিকেটারের কথা বলা হয়েছে যায় যিনি বর্তমানে আইপিএলে কেকেআরে খেলেন। আর তাঁর বাবা-মা দুজনেই খেলেছে ভারতের হয়ে। বলুন তে কে সেই ক্রিকেটার।
এই প্রতিবেদনে এমন এক ভারতীয় ক্রিকেটারের কথা বলা হয়েছে যায় যিনি বর্তমানে আইপিএলে কেকেআরে খেলেন। আর তাঁর বাবা-মা দুজনেই খেলেছে ভারতের হয়ে। বলুন তে কে সেই ক্রিকেটার।
advertisement
3/10
সেই ক্রিকেটারের নাম হল আংক্রিশ রঘুবংশী। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এ অভিষেকেই হাফ সেঞ্চুরি করে সকলের নজর কেড়েছে বছর ১৮-র তরুণ ডান হাতি ব্যাটার।
সেই ক্রিকেটারের নাম হল আংক্রিশ রঘুবংশী। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এ অভিষেকেই হাফ সেঞ্চুরি করে সকলের নজর কেড়েছে বছর ১৮-র তরুণ ডান হাতি ব্যাটার।
advertisement
4/10
ক্রিকেটীয় শটের পাশাপাশি টি-২০ ক্রিকেটের আধুনিক শটও খেলেন আংক্রিশ রঘুবংশী। ২০০-র বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করেন তিনি। ২৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। ৫টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।
ক্রিকেটীয় শটের পাশাপাশি টি-২০ ক্রিকেটের আধুনিক শটও খেলেন আংক্রিশ রঘুবংশী। ২০০-র বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করেন তিনি। ২৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। ৫টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।
advertisement
5/10
সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে আইপিএল অভিষেকে হাফ সেঞ্চুরি করার রেকর্ডও নিজের নামে করেন। এর আগে ২০১৯ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেম আংক্রিশ রঘুবংশী।
সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে আইপিএল অভিষেকে হাফ সেঞ্চুরি করার রেকর্ডও নিজের নামে করেন। এর আগে ২০১৯ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেম আংক্রিশ রঘুবংশী।
advertisement
6/10
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে মোট ২৭৮ রান করেছিলেন আংক্রিশ রঘুবংশী। যা প্রতিযোগিততায় চতুর্থ সর্বোচ্চ ও ভারতীয় দলের মধ্যে সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। তারপর থেকেই  নজরে চলে আসেন তিনি।
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে মোট ২৭৮ রান করেছিলেন আংক্রিশ রঘুবংশী। যা প্রতিযোগিততায় চতুর্থ সর্বোচ্চ ও ভারতীয় দলের মধ্যে সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। তারপর থেকেই নজরে চলে আসেন তিনি।
advertisement
7/10
আংক্রিশ রঘুবংশী মূলত দিল্লি বাসিন্দা। ১১ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে মুম্বইতে চলে আসেন তিনি। সেখানে প্রাক্তন ভারতীয় ওপোনার অভিষেক নায়ারের কোচিংয়ে অনুশীলন শুরু করেন।
আংক্রিশ রঘুবংশী মূলত দিল্লি বাসিন্দা। ১১ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে মুম্বইতে চলে আসেন তিনি। সেখানে প্রাক্তন ভারতীয় ওপোনার অভিষেক নায়ারের কোচিংয়ে অনুশীলন শুরু করেন।
advertisement
8/10
ছোট বেলা থেকেই খেলা-ধুলার পরিবেশের মধ্যে বড় হয়ে উঠেছেন আংক্রিশ রঘুবংশী। কারণ তার বাবা-মা  দুজনেই ভারতের হয়ে খেলেছেন। সেখান থেকেই প্লেয়ার হওয়ার ইচ্ছে জাগে আংক্রিশ রঘুবংশীর।
ছোট বেলা থেকেই খেলা-ধুলার পরিবেশের মধ্যে বড় হয়ে উঠেছেন আংক্রিশ রঘুবংশী। কারণ তার বাবা-মা দুজনেই ভারতের হয়ে খেলেছেন। সেখান থেকেই প্লেয়ার হওয়ার ইচ্ছে জাগে আংক্রিশ রঘুবংশীর।
advertisement
9/10
তবে আংক্রিশ রঘুবংশীর বাবা-মা ক্রিকেটার ছিলেন না। আংক্রিশ রঘুবংশীর বাবা অভনীশ রঘুবংশী দেশের হয়ে টেনিস খেলেছেন। আর মা মালিকা রঘুবংশী ভারতের হয়ে খেলেছেন ভলিবল।
তবে আংক্রিশ রঘুবংশীর বাবা-মা ক্রিকেটার ছিলেন না। আংক্রিশ রঘুবংশীর বাবা অভনীশ রঘুবংশী দেশের হয়ে টেনিস খেলেছেন। আর মা মালিকা রঘুবংশী ভারতের হয়ে খেলেছেন ভলিবল।
advertisement
10/10
বর্তমানে কেকেআরের হয়ে অভিষেকে হাফ সেঞ্চুরি করে আত্মবিশ্বাসী আংক্রিশ রঘুবংশী। ধারাবাহিকভাবে দলের হয়ে ভাল খেলা ও ভারতীয় দলে জায়গা করে নেওয়াই লক্ষ্য তরুণ ক্রিকেটারের।
বর্তমানে কেকেআরের হয়ে অভিষেকে হাফ সেঞ্চুরি করে আত্মবিশ্বাসী আংক্রিশ রঘুবংশী। ধারাবাহিকভাবে দলের হয়ে ভাল খেলা ও ভারতীয় দলে জায়গা করে নেওয়াই লক্ষ্য তরুণ ক্রিকেটারের।
advertisement
advertisement
advertisement