KKR vs GT: কেকেআরকে ভয় পেয়েছে গুজরাত! নাইটদের ধন্দে রাখতে মাঠে ধাঁধা তৈরি করেছে হার্দিকরা

Last Updated:
KKR vs GT: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত টাইটানস ও কলকাতা নাইট রাইডার্স। একদিকে প্রতিযেহিতায় পরপর দুটি ম্যাচ জিতে হ্যাট্রিকের লক্ষ্যে নামতে চলেছে হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে, আরসিবির পর গুজরাত বধের লক্ষ্যে নাইটরা।
1/6
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত টাইটানস ও কলকাতা নাইট রাইডার্স। একদিকে প্রতিযেহিতায় পরপর দুটি ম্যাচ জিতে হ্যাট্রিকের লক্ষ্যে নামতে চলেছে হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে, আরসিবির পর গুজরাত বধের লক্ষ্যে নাইটরা।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত টাইটানস ও কলকাতা নাইট রাইডার্স। একদিকে প্রতিযেহিতায় পরপর দুটি ম্যাচ জিতে হ্যাট্রিকের লক্ষ্যে নামতে চলেছে হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে, আরসিবির পর গুজরাত বধের লক্ষ্যে নাইটরা।
advertisement
2/6
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে অনবদ্য পারফর্ম করে জয়ে ফিরেছে কেকেআর। আরসিবিকে ৮১ রানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছ নাইটরা। এবার হার্দিক পান্ডিয়ার দলের বিরুদ্ধে জয় পেতে বদ্ধপরিকর নীতিশ রানার দল।
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে অনবদ্য পারফর্ম করে জয়ে ফিরেছে কেকেআর। আরসিবিকে ৮১ রানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছ নাইটরা। এবার হার্দিক পান্ডিয়ার দলের বিরুদ্ধে জয় পেতে বদ্ধপরিকর নীতিশ রানার দল।
advertisement
3/6
আরসিবির বিরুদ্ধে রহমানউল্লাহ গুরবাজ, শার্দুল ঠাকুর ও নীতিশ রানার দুরন্ত ব্যাটিং করেছে। অপরিদকে, বোলিংয়ে কেকেআরের ৩ মিস্ট্রি স্পিনার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও সূয়াশ শর্মার ভেলকির সামনে ধরাশায়ী হয়ে যায় আরসিবির ব্যাটিং লাইন।
আরসিবির বিরুদ্ধে রহমানউল্লাহ গুরবাজ, শার্দুল ঠাকুর ও নীতিশ রানার দুরন্ত ব্যাটিং করেছে। অপরিদকে, বোলিংয়ে কেকেআরের ৩ মিস্ট্রি স্পিনার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও সূয়াশ শর্মার ভেলকির সামনে ধরাশায়ী হয়ে যায় আরসিবির ব্যাটিং লাইন।
advertisement
4/6
প্রশ্ন উঠছে কেকেআরের স্পিনারদের রহস্যময় বোলিং ভয়ে রেখেছে গুজরাত টাইটানসকে। কারণ মাঠে আজব এক ধাঁধা তৈরি করা হয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১১টি পিচ তৈরি করা হয়েছে। ৬টি পিচ লাল মাটির ও ৫টি পিচ কালো মাটির।
প্রশ্ন উঠছে কেকেআরের স্পিনারদের রহস্যময় বোলিং ভয়ে রেখেছে গুজরাত টাইটানসকে। কারণ মাঠে আজব এক ধাঁধা তৈরি করা হয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১১টি পিচ তৈরি করা হয়েছে। ৬টি পিচ লাল মাটির ও ৫টি পিচ কালো মাটির।
advertisement
5/6
দুই ধরনের পিচের বৈশিষ্ট আলাদা আলাদা। লাল মাটির উইকেটে পেস বোলারদের জন্য বেশি সাহায্য থাকে আর কালো মাটির উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পায়। বাউন্সের ক্ষেত্রে কালো মাটির বাউন্স কম, লাল মাটির উইকেটের বেশি।
দুই ধরনের পিচের বৈশিষ্ট আলাদা আলাদা। লাল মাটির উইকেটে পেস বোলারদের জন্য বেশি সাহায্য থাকে আর কালো মাটির উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পায়। বাউন্সের ক্ষেত্রে কালো মাটির বাউন্স কম, লাল মাটির উইকেটের বেশি।
advertisement
6/6
ফলে আহমেদাবাদে ১১টি উইকেটের ধাঁধা রয়েছে কেকেআরের সামনে। তবে এই বিষয়ে বোলিং কোচ ভরত অরুণ বলেছেন, ‘‘আমাদের দলে অনেক বিকল্প আছে। ম্যাচের দিন পিচ দেখে সিদ্ধান্ত নেব। তবে দুপুরের খেলা। তাই পিচ বা টস নিয়ে খুব বেশি ভাবছি না।’’
ফলে আহমেদাবাদে ১১টি উইকেটের ধাঁধা রয়েছে কেকেআরের সামনে। তবে এই বিষয়ে বোলিং কোচ ভরত অরুণ বলেছেন, ‘‘আমাদের দলে অনেক বিকল্প আছে। ম্যাচের দিন পিচ দেখে সিদ্ধান্ত নেব। তবে দুপুরের খেলা। তাই পিচ বা টস নিয়ে খুব বেশি ভাবছি না।’’
advertisement
advertisement
advertisement