আজ ভারতীয় দলে একটাই বদল! বিশ্বকাপ ফাইনালে বাদ পড়বেন কোন তারকা?

Last Updated:
বিশ্বকাপের ফাইনালে নবি মুম্বইয়ে খেলতে নামবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। দু'পক্ষের কাছেই রয়েছে প্রথমবারের মতন ট্রফি জেতার সুযোগ।
1/13
তাঁকে যে তিন নম্বরে ব্যাট করতে নামতে হবে, তা তিনি জানতেনই না ৷ জেমাইমা এদিন বলেন, ‘‘আমি জানতাম না যে, তিন নম্বরে আমাকে ব্যাট করতে হবে। আমি স্নান করছিলাম। শুধু বলেছিলাম আমাকে জানাতে। মাঠে নামার পাঁচ মিনিট আগে, আমাকে বলা হয়েছিল যে আমি তিন নম্বরে আজকে ব্যাট করতে নামব।’’ (Photo: AP)
সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। রবিবার মহিলাদের বিশ্বকাপের ফাইনালে নবি মুম্বইয়ে খেলতে নামবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। দু'পক্ষের কাছেই রয়েছে প্রথমবারের মতন ট্রফি জেতার সুযোগ।
advertisement
2/13
নিঃসন্দেহে ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা জয়। মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত। রবিবার হরমনপ্রীত কৌর-স্মৃতি মন্ধানাদের ভারত ফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকার। লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকা এর আগের সেমিফাইনালে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে। (Photo: AP)
সেমিফাইনালে রেকর্ড রান তাড়া করে অজিদের হারিয়েছে ভারতের মেয়েরা। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও ফাইনালে সেই হারের প্রতিশোধ নিতে প্রস্তুত তাঁরা।
advertisement
3/13
২০০৫ ও ২০১৭-র ব্যর্থতার পর অবশেষে ভারতের মেয়েরা পৌঁছে গেল বিশ্বকাপের ফাইনালে ৷ এবার রবিবার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৩৩৯ রানের ভয়ঙ্কর টার্গেট, অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়ছে, কিন্তু জেমাইমার ব্যাট থেকে বেরিয়ে আসছিল সাহসের সুর। (Photo: AP)
তবে প্রথম একাদশে একটি বদল আনতে পারে ভারত। ব্যাটিং আরও শক্তিশালী করতেই দলে আনা হতে পারে এক অলরাউন্ডারকে। কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?
advertisement
4/13
 স্মৃতি মন্ধানা- দলের সহ-অধিনায়ক তিনি। তাই তাঁর দলে না থাকা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। রান করা হোক কিংবা রান করা দুইয়েই পারদর্শী তিনি। সেমিফাইনালে শুরুটা ভাল করলেও বেশি রান করতে পারেননি। ফাইনালে তাঁর বড় ইনিংসের দিকে তাকিয়ে দল।
স্মৃতি মন্ধানা- দলের সহ-অধিনায়ক তিনি। তাই তাঁর দলে না থাকা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। রান করা হোক কিংবা রান করা দুইয়েই পারদর্শী তিনি। সেমিফাইনালে শুরুটা ভাল করলেও বেশি রান করতে পারেননি। ফাইনালে তাঁর বড় ইনিংসের দিকে তাকিয়ে দল।
advertisement
5/13
 শেফালি বর্মা- তাঁর দলে ডাক পাওয়াটা কিছুটা অপ্রত্যাশিত। প্রতিকা রাওয়াল চোট পাওয়ায় আচমকাই দলে সুযোগ পান তিনি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেছিলেন তিনি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। মাত্র ১০ রান করেন। ওপেনিংয়ের ক্ষেত্রে শেফালি ছাড়া আর কোনও বিকল্প ভারতের হাতে নেই সেক্ষেত্রে তাঁকে খেলতেই হবে। এই ফাইনালই তাঁর ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ।
শেফালি বর্মা- তাঁর দলে ডাক পাওয়াটা কিছুটা অপ্রত্যাশিত। প্রতিকা রাওয়াল চোট পাওয়ায় আচমকাই দলে সুযোগ পান তিনি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেছিলেন তিনি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। মাত্র ১০ রান করেন। ওপেনিংয়ের ক্ষেত্রে শেফালি ছাড়া আর কোনও বিকল্প ভারতের হাতে নেই সেক্ষেত্রে তাঁকে খেলতেই হবে। এই ফাইনালই তাঁর ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ।
advertisement
6/13
 জেমাইমা রদ্রিগেজ- ভারতকে ফাইনালে তোলার অন্যতম কারিগর। সেমিফাইনাল তিনি শতরান না করলে জিততেই পারত না ভারত। ফাইনালেও জেমাইমা নিশ্চয় চাইবেন আরও একটা স্মরণীয় ইনিংস ভারতবাসীকে উপহার দিতে।
জেমাইমা রদ্রিগেজ- ভারতকে ফাইনালে তোলার অন্যতম কারিগর। সেমিফাইনাল তিনি শতরান না করলে জিততেই পারত না ভারত। ফাইনালেও জেমাইমা নিশ্চয় চাইবেন আরও একটা স্মরণীয় ইনিংস ভারতবাসীকে উপহার দিতে।
advertisement
7/13
 হরমনপ্রীত কৌর- জেমাইমার শতরান যেমন গুরুত্বপূর্ণ ছিল সেমিফাইনালে তেমনই গুরুত্বপূর্ণ ছিল হরমনপ্রীতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান। তাঁর নেতৃত্ব নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সেমিফাইনালে কিছুটা হলেও জবাব দিয়েছেন তিনি। ট্রফি জিতলে ভারতের মহিলা ক্রিকেটে ইতিহাস গড়বেন হরমনপ্রীত।
হরমনপ্রীত কৌর- জেমাইমার শতরান যেমন গুরুত্বপূর্ণ ছিল সেমিফাইনালে তেমনই গুরুত্বপূর্ণ ছিল হরমনপ্রীতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান। তাঁর নেতৃত্ব নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সেমিফাইনালে কিছুটা হলেও জবাব দিয়েছেন তিনি। ট্রফি জিতলে ভারতের মহিলা ক্রিকেটে ইতিহাস গড়বেন হরমনপ্রীত।
advertisement
8/13
 দীপ্তি শর্মা- ভারতের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার। ব্যাট এবং বল দুই ক্ষেত্রেই অবদান রাখতে পারেন তিনি। ফাইনালে দলের সাফল্য অনেকটাই নির্ভর করছে তাঁর উপরে। তবে দীপ্তিকে আরও স্ট্রাইক রেট বাড়াতে হবে।
দীপ্তি শর্মা- ভারতের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার। ব্যাট এবং বল দুই ক্ষেত্রেই অবদান রাখতে পারেন তিনি। ফাইনালে দলের সাফল্য অনেকটাই নির্ভর করছে তাঁর উপরে। তবে দীপ্তিকে আরও স্ট্রাইক রেট বাড়াতে হবে।
advertisement
9/13
উইকেটের পিছন-সামনে ডবল ধামাল পারফরম্যান্স রিচার
রিচা ঘোষ- চোট পেলেও আবার দলে ফিরেছেন বাংলার মেয়ে। মূলত চালিয়ে খেলার সিদ্ধহস্ত তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ২৬ রান যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল সেমিফাইনালে। কিন্তু, উইকেটকিপিংয়ের ক্ষেত্রে আরও কিছুটা হলেও তৎপর হতে হবে তাঁকে। সহজ ক্যাচ ছাড়লে হবে না। ডিআরএস নেওয়ার ক্ষেত্রে আরও বুদ্ধি দেখাতে হবে।
advertisement
10/13
 স্নেহ রানা- সেমিফাইনালে তিনি খেলননি। তবে রাধা যাদবের জায়গায় ফাইনালে তাঁর জায়গা হতে পারে। ভারত সম্ভবত এই একটিই বদল করতে পারে। ফাইনালে ভারতের ব্যাটিংয়ের গভীরতা প্রয়োজন। অন্যদিকে রানার বোলিংও খারাপ নয় তাই সেক্ষেত্রে রানাই ভারতের সেরা বিকল্প।
স্নেহ রানা- সেমিফাইনালে তিনি খেলননি। তবে রাধা যাদবের জায়গায় ফাইনালে তাঁর জায়গা হতে পারে। ভারত সম্ভবত এই একটিই বদল করতে পারে। ফাইনালে ভারতের ব্যাটিংয়ের গভীরতা প্রয়োজন। অন্যদিকে রানার বোলিংও খারাপ নয় তাই সেক্ষেত্রে রানাই ভারতের সেরা বিকল্প।
advertisement
11/13
 ক্রান্তি গৌড়- বিশ্বকাপের শুরুতে তিনি ছন্দে ছিলেন না। কিন্তু প্রতিযোগিতার সঙ্গেই ফিরেছে তাঁর ফর্মও। সেমিফাইনালে দশের কাছে ছিল তাঁর ইকনমি রেট। বলের নিয়ন্ত্রণ একটু প্রয়োজন। ফাইনালে কিন্তু কোনও সুযোগ দেবে না বিপক্ষ।
ক্রান্তি গৌড়- বিশ্বকাপের শুরুতে তিনি ছন্দে ছিলেন না। কিন্তু প্রতিযোগিতার সঙ্গেই ফিরেছে তাঁর ফর্মও। সেমিফাইনালে দশের কাছে ছিল তাঁর ইকনমি রেট। বলের নিয়ন্ত্রণ একটু প্রয়োজন। ফাইনালে কিন্তু কোনও সুযোগ দেবে না বিপক্ষ।
advertisement
12/13
 শ্রী চরণী- অস্ট্রেলিয়ার মারমুখী ব্যাটিংয়ের সামনেও কৃপণ বোলিং করে নজর কেড়েছিলেন তিনি। ওভারপ্রতি রান দিয়েছিলেন ৫ রানেরও কম। ঘূর্ণি পিচে বিপক্ষকে নাস্তানাবুদ করতে তুরুপের তাস হতে পারেন চরণী।
শ্রী চরণী- অস্ট্রেলিয়ার মারমুখী ব্যাটিংয়ের সামনেও কৃপণ বোলিং করে নজর কেড়েছিলেন তিনি। ওভারপ্রতি রান দিয়েছিলেন ৫ রানেরও কম। ঘূর্ণি পিচে বিপক্ষকে নাস্তানাবুদ করতে তুরুপের তাস হতে পারেন চরণী।
advertisement
13/13
 রেণুকা সিং- বিশ্বকাপের শুরুর দিকে সুযোগ পাননি। কিন্তু ধীরে ধীরে ফর্মে ফিরে পেয়েছেন তিনিও। আর তারপরেই মারাত্মক হয়ে উঠেছেন। বল পিচে ফেলে ভিতরের দিকে ঢুকিয়ে বিপক্ষকে ধ্বস্ত করে দেওয়াই রেণুকার আসল অস্ত্র। প্রথম কয়েক ওভারের মধ্যেই তিনি যদি বেশ কিছু উইকেট নিয়ে নেন তাহলে ভারতের জয় অনেকটাই সহজ হয়ে যাবে।
রেণুকা সিং- বিশ্বকাপের শুরুর দিকে সুযোগ পাননি। কিন্তু ধীরে ধীরে ফর্মে ফিরে পেয়েছেন তিনিও। আর তারপরেই মারাত্মক হয়ে উঠেছেন। বল পিচে ফেলে ভিতরের দিকে ঢুকিয়ে বিপক্ষকে ধ্বস্ত করে দেওয়াই রেণুকার আসল অস্ত্র। প্রথম কয়েক ওভারের মধ্যেই তিনি যদি বেশ কিছু উইকেট নিয়ে নেন তাহলে ভারতের জয় অনেকটাই সহজ হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement