Madhyamik 2026: SIR শুনানির জেরে ব্যাহত হতে পারে ২০২৬-এর মাধ্যমিক, জেলাশাসকদের চিঠি পর্ষদের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Madhyamik 2026: এস আই আর এর শুনানির পর্বের দরুন ব্যাহত হতে পারে ২০২৬ এর মাধ্যমিক পরীক্ষা। এই আশঙ্কায় জেলাশাসকদের চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। ইতিমধ্যেই এস আই আর পর্বের শুনানি সময় আরও পিছন হয়েছে।
কলকাতাঃ এস আই আর (SIR)- এর শুনানির পর্বের দরুন ব্যাহত হতে পারে ২০২৬ এর মাধ্যমিক পরীক্ষা। এই আশঙ্কায় জেলাশাসকদের চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। ইতিমধ্যেই এস আই আর পর্বের শুনানি সময় আরও পিছন হয়েছে। এর দরুন একাধিক শিক্ষক শিক্ষিকা বি এলও হিসাবে কাজ করার ধরুন তাঁদেরও প্রয়োজন হবে।
তার জেরে জেলায় জেলায় পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই এমনভাবে পরিকল্পনা করা হোক যাতে মাধ্যমিক পরীক্ষা ও নির্বিঘ্নে নেওয়া হয় এবং এসআইআরের শুনানি পর্ব নির্বিঘ্ননে হয়। জেলাশাসকদের চিঠি দিয়ে অনুরোধ মধ্যশিক্ষা পর্ষদের।
advertisement
২০২৬-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ রা ফেব্রুয়ারি থেকে। সেই সময়ই জেলায় জেলায় শুনানি পর্বও চলবে এস আই আর পর্বের। তাই এই আশঙ্কায় পর্ষদ সব জেলাশাসকদের প্রয়োজনীয় পরিকল্পনা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করলো।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Dec 17, 2025 9:28 PM IST










