IND vs SA: ঝাঁকে ঝাঁকে উড়ছে উড়ন্ত পিঁপড়ে, মেটিংয়ের মরশুমে চোখ বাঁচাতে মাঠ ছাড়লেন ক্রিকেটাররা

Last Updated:
Flying Ant: কিন্তু কেন উড়ছিল এত এত পোকা, আধ ঘণ্টার বেশি রইল ম্যাচ বন্ধ৷
1/5
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে সে কী হুজ্জুত, সে কী কাণ্ড৷  ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে যখন প্রোটিয়া বাহিনীদের ব্যাটিং চলছিল ঠিক তখনই শয়ে শয়ে উড়ন্ত পিঁপড়ের হানা হয় স্টেডিয়ামে৷
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে সে কী হুজ্জুত, সে কী কাণ্ড৷  ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে যখন প্রোটিয়া বাহিনীদের ব্যাটিং চলছিল ঠিক তখনই শয়ে শয়ে উড়ন্ত পিঁপড়ের হানা হয় স্টেডিয়ামে৷
advertisement
2/5
এদিন দ্বিতীয় ইনিংসে ম্যাচের প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ ছিল৷ স্থানীয় সময় ৭টা ৪০ এ ফের খেলা শুরু হয়৷ দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে ঢুকেছিল সাপ, আর এদিন ফ্লাইং অ্যান্টের জন্য বহুক্ষণ খেলা বন্ধ ছিল৷ তবে এই দেরির জন্য ম্যাচে কোনও ওভার কাটা যায়নি৷
এদিন দ্বিতীয় ইনিংসে ম্যাচের প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ ছিল৷ স্থানীয় সময় ৭টা ৪০ এ ফের খেলা শুরু হয়৷ দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে ঢুকেছিল সাপ, আর এদিন ফ্লাইং অ্যান্টের জন্য বহুক্ষণ খেলা বন্ধ ছিল৷ তবে এই দেরির জন্য ম্যাচে কোনও ওভার কাটা যায়নি৷
advertisement
3/5
হঠাৎ কেন এই পিঁপড়ে হানা?পান্ডিয়া নতুন ওভারে বল করতে যাওয়ার সময়েই হঠাৎই সব ক্রিকেটাররা মাঠ ছেড়ে বেরিয়ে যান৷ কারণ শয়ে শয়ে উড়ন্ত পোকা যদি প্লেয়ারদের চোখে ঢুকে যেত তাহলে তা বড় ক্ষতির কারণ হতে পারত , তাই ম্যাচ বন্ধ করে দেওয়া হয়৷
হঠাৎ কেন এই পিঁপড়ে হানা?
পান্ডিয়া নতুন ওভারে বল করতে যাওয়ার সময়েই হঠাৎই সব ক্রিকেটাররা মাঠ ছেড়ে বেরিয়ে যান৷ কারণ শয়ে শয়ে উড়ন্ত পোকা যদি প্লেয়ারদের চোখে ঢুকে যেত তাহলে তা বড় ক্ষতির কারণ হতে পারত , তাই ম্যাচ বন্ধ করে দেওয়া হয়৷
advertisement
4/5
স্থানীয় সূত্রে খবর, বৃষ্টি থামার দিন তিন -চার দিন পরে এইভাবে ফ্লাইং অ্যান্টরা ঝাঁকে ঝাঁকে উড়তে শুরু করে৷ এই সময়ে তাঁরা পার্টনারের খোঁজে থাকে৷ এই পর্বে মেটিং করে বংশ বিস্তার শুরু করে৷ এই উড়ানকে নুপিটাল ফ্লাইটও বলে৷ ভার্জিন কুইন বি-রা পুরুষ পার্টনার খোঁজে উড়ানের সময়৷ উষ্ণ, আর্দ্র, হাওয়াপ্রবণ দিনে এই ধরণের মেটিংয়ের জন্য আদর্শ মানা হয়৷
স্থানীয় সূত্রে খবর, বৃষ্টি থামার দিন তিন -চার দিন পরে এইভাবে ফ্লাইং অ্যান্টরা ঝাঁকে ঝাঁকে উড়তে শুরু করে৷ এই সময়ে তাঁরা পার্টনারের খোঁজে থাকে৷ এই পর্বে মেটিং করে বংশ বিস্তার শুরু করে৷ এই উড়ানকে নুপিটাল ফ্লাইটও বলে৷ ভার্জিন কুইন বি-রা পুরুষ পার্টনার খোঁজে উড়ানের সময়৷ উষ্ণ, আর্দ্র, হাওয়াপ্রবণ দিনে এই ধরণের মেটিংয়ের জন্য আদর্শ মানা হয়৷
advertisement
5/5
এদিকে এদিন প্রথমে ব্যাট করে  ভারত ২১৯/৬ রান করে। তরুণ ব্যাটার তিলক ভার্মা, যিনি ৩ নম্বরে ব্যাট করতে নেমে, মাত্র ৫১ বলে তাঁর প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন। অন্ধ্র ব্যাটসম্যান ৭টি ছক্কা ও ৮টি বাউন্ডারির ​​সাহায্যে ৫৬ বলে অপরাজিত ১০৭ রান করেন, যেখানে অভিষেক শর্মা ২৫ বলে ৫০ রান করেন। Photo- AP
এদিকে এদিন প্রথমে ব্যাট করে  ভারত ২১৯/৬ রান করে। তরুণ ব্যাটার তিলক ভার্মা, যিনি ৩ নম্বরে ব্যাট করতে নেমে, মাত্র ৫১ বলে তাঁর প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন। অন্ধ্র ব্যাটসম্যান ৭টি ছক্কা ও ৮টি বাউন্ডারির ​​সাহায্যে ৫৬ বলে অপরাজিত ১০৭ রান করেন, যেখানে অভিষেক শর্মা ২৫ বলে ৫০ রান করেন। Photo- AP
advertisement
advertisement
advertisement