East Bardhaman News: পুজোয় পিছিয়ে নেই পূর্ব বর্ধমান! জেলায় কোন কোন জায়গার ঠাকুর দেখবেন?
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
দুর্গাপুজোর ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা পূর্ব বর্ধমান জেলা পুলিশের। শহরে খোলা হয়েছে একাধিক পার্কিং। পাশাপাশি ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর বিকেল ৪টে থেকে স্থানীয় অনুষ্ঠান বন্ধ না হওয়া পর্যন্ত মালবাহী গাড়ি, ভারী বাণিজ্যিক মাল পরিবহনের যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না।
দুর্গাপুজোর ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা পূর্ব বর্ধমান জেলা পুলিশের, শহরে খোলা হয়েছে একাধিক পার্কিং। পাশাপাশি ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর বিকেল ৪টে থেকে স্থানীয় অনুষ্ঠান বন্ধ না হওয়া পর্যন্ত মালবাহী গাড়ি, ভারী বাণিজ্যিক মাল পরিবহনের যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
হাতেগোনা আর দুদিনের অপেক্ষা, শপিং প্রায় শেষের দিকে। বাড়ির পুজো থেকে পাড়ার পুজো গুলো প্রস্তুতি প্রায় শেষে। ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি বড় বড় পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। পুজোয় বর্ধমানের ঠাকুর দেখতে আসবেন? তা হলে জেনে নিন কোন কোন রুটে গেলে দেখতে পাবেন কোন কোন ঠাকুর, কোথায় রাখবেন গাড়ি। ভাবছেন কী খাবেন?
advertisement
advertisement
advertisement
খাওয়া-দাওয়ার শেষে মাত্র ১০ মিনিটে হাঁটলেই আপনি দেখতে পাবেন কিরণ সংঘ ও ইউথ ক্লাবের মণ্ডপ। এই দুটি মণ্ডপ ঘুরে রাস্তার উল্টো দিকেই দেখতে পাবেন পুলিশ লাইনের পুজো। তারপর গাড়ি নিয়ে দশ মিনিট এলেই তারপর একটু এগিয়ে এলেই দেখতে পাবেন সবুজ সংঘ ও লাল্টু স্মৃতির সঙ্গে পুজো। এখানেও কাছে পেয়ে যাবেন একাধিক রেস্টুরেন্ট যেখানে সেরে নিতে পারবেন বিকেলের হালকা খাওয়াদাওয়া।
advertisement