East Bardhaman News: পুজোয় পিছিয়ে নেই পূর্ব বর্ধমান! জেলায় কোন কোন জায়গার ঠাকুর দেখবেন?

Last Updated:
দুর্গাপুজোর ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা পূর্ব বর্ধমান জেলা পুলিশের। শহরে খোলা হয়েছে একাধিক পার্কিং। পাশাপাশি ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর বিকেল ৪টে থেকে স্থানীয় অনুষ্ঠান বন্ধ না হওয়া পর্যন্ত মালবাহী গাড়ি, ভারী বাণিজ্যিক মাল পরিবহনের যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না।
1/6
দুর্গাপুজোর ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা পূর্ব বর্ধমান জেলা পুলিশের, শহরে খোলা হয়েছে একাধিক পার্কিং। পাশাপাশি ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর বিকেল ৪টে থেকে স্থানীয় অনুষ্ঠান বন্ধ না হওয়া পর্যন্ত মালবাহী গাড়ি, ভারী বাণিজ্যিক মাল পরিবহনের যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
দুর্গাপুজোর ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা পূর্ব বর্ধমান জেলা পুলিশের, শহরে খোলা হয়েছে একাধিক পার্কিং। পাশাপাশি ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর বিকেল ৪টে থেকে স্থানীয় অনুষ্ঠান বন্ধ না হওয়া পর্যন্ত মালবাহী গাড়ি, ভারী বাণিজ্যিক মাল পরিবহনের যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
2/6
হাতেগোনা আর দুদিনের অপেক্ষা, শপিং প্রায় শেষের দিকে। বাড়ির পুজো থেকে পাড়ার পুজো গুলো প্রস্তুতি প্রায় শেষে। ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি বড় বড় পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। পুজোয় বর্ধমানের ঠাকুর দেখতে আসবেন? তা হলে জেনে নিন কোন কোন রুটে গেলে দেখতে পাবেন কোন কোন ঠাকুর, কোথায় রাখবেন গাড়ি। ভাবছেন কী খাবেন?
হাতেগোনা আর দুদিনের অপেক্ষা, শপিং প্রায় শেষের দিকে। বাড়ির পুজো থেকে পাড়ার পুজো গুলো প্রস্তুতি প্রায় শেষে। ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি বড় বড় পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। পুজোয় বর্ধমানের ঠাকুর দেখতে আসবেন? তা হলে জেনে নিন কোন কোন রুটে গেলে দেখতে পাবেন কোন কোন ঠাকুর, কোথায় রাখবেন গাড়ি। ভাবছেন কী খাবেন?
advertisement
3/6
দুর্গাপুজো উপলক্ষে বর্ধমান থানা এলাকায় খোলা হয়েছে মোট ১৪ টি পার্কিং। আলিশা বাস স্ট্যান্ড, পাল্লা মোড়, ডিভিসি মোড়, বেচারহাট, দামোদর কোল্ড স্টোর, জিলিপি বাগান মোড়, তেলিপুকুর, তেজগঞ্জ, আজিরবাগান, রথতলা, লাকুরড্ডি, গোদা, নবাবহাট, এমবিসি টেকনিক্যাল কলেজ এলাকার খোলা হয়েছে পার্কিং।
দুর্গাপুজো উপলক্ষে বর্ধমান থানা এলাকায় খোলা হয়েছে মোট ১৪ টি পার্কিং। আলিশা বাস স্ট্যান্ড, পাল্লা মোড়, ডিভিসি মোড়, বেচারহাট, দামোদর কোল্ড স্টোর, জিলিপি বাগান মোড়, তেলিপুকুর, তেজগঞ্জ, আজিরবাগান, রথতলা, লাকুরড্ডি, গোদা, নবাবহাট, এমবিসি টেকনিক্যাল কলেজ এলাকার খোলা হয়েছে পার্কিং।
advertisement
4/6
আলিশা এলাকায় প্রবেশ করলে আপনি দেখতে পাবেন ঘোড়দৌর চটি সর্বজনীন দুর্গোৎসব ও সর্বমিলন সংঘের পুজো। এই পুজো মণ্ডপগুলির কাছাকাছি আপনি খাওয়া-দাওয়ার জন্য পেয়ে যাবেন আক্রমস্। যেখানে আপনি পেয়ে যাবেন আক্রমস্-এর স্পেশাল বিরিয়ানি।
আলিশা এলাকায় প্রবেশ করলে আপনি দেখতে পাবেন ঘোড়দৌর চটি সর্বজনীন দুর্গোৎসব ও সর্বমিলন সংঘের পুজো। এই পুজো মণ্ডপগুলির কাছাকাছি আপনি খাওয়া-দাওয়ার জন্য পেয়ে যাবেন আক্রমস্। যেখানে আপনি পেয়ে যাবেন আক্রমস্-এর স্পেশাল বিরিয়ানি।
advertisement
5/6
খাওয়া-দাওয়ার শেষে মাত্র ১০ মিনিটে হাঁটলেই আপনি দেখতে পাবেন কিরণ সংঘ ও ইউথ ক্লাবের মণ্ডপ। এই দুটি মণ্ডপ ঘুরে রাস্তার উল্টো দিকেই দেখতে পাবেন পুলিশ লাইনের পুজো। তারপর গাড়ি নিয়ে দশ মিনিট এলেই তারপর একটু এগিয়ে এলেই দেখতে পাবেন সবুজ সংঘ ও লাল্টু স্মৃতির সঙ্গে পুজো। এখানেও কাছে পেয়ে যাবেন একাধিক রেস্টুরেন্ট যেখানে সেরে নিতে পারবেন বিকেলের হালকা খাওয়াদাওয়া।
খাওয়া-দাওয়ার শেষে মাত্র ১০ মিনিটে হাঁটলেই আপনি দেখতে পাবেন কিরণ সংঘ ও ইউথ ক্লাবের মণ্ডপ। এই দুটি মণ্ডপ ঘুরে রাস্তার উল্টো দিকেই দেখতে পাবেন পুলিশ লাইনের পুজো। তারপর গাড়ি নিয়ে দশ মিনিট এলেই তারপর একটু এগিয়ে এলেই দেখতে পাবেন সবুজ সংঘ ও লাল্টু স্মৃতির সঙ্গে পুজো। এখানেও কাছে পেয়ে যাবেন একাধিক রেস্টুরেন্ট যেখানে সেরে নিতে পারবেন বিকেলের হালকা খাওয়াদাওয়া।
advertisement
6/6
তারপর গাড়ি নিয়ে সোজা চলে যান তেলিপুকুর সেখানে দেখতে পাবেন তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের পুজো। সেখানে প্রতিমা দেখে সোজা চলে যায় আলামগঞ্জ বারোয়ারি দুর্গা মণ্ডপে। রাস্তায় দেখতে পারবেন এছাড়াও বিভিন্ন ছোট ছোট মণ্ডপ। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
তারপর গাড়ি নিয়ে সোজা চলে যান তেলিপুকুর সেখানে দেখতে পাবেন তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের পুজো। সেখানে প্রতিমা দেখে সোজা চলে যায় আলামগঞ্জ বারোয়ারি দুর্গা মণ্ডপে। রাস্তায় দেখতে পারবেন এছাড়াও বিভিন্ন ছোট ছোট মণ্ডপ। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement