বিজয় থলাপতির র‍্যালিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৮! শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

Last Updated:

Vijay Thalapathys Rally: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ুর কারুরে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের মেগা র‍্যালিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং ৫৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ুর কারুরে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের মেগা র‍্যালিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং ৫৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক্স (পূর্বে টুইটার) এ একটি পোস্টে, প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, “তামিলনাড়ুর কারুরে একটি রাজনৈতিক র‍্যালির সময় দুর্ভাগ্যজনক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এই কঠিন সময়ে তাদের শক্তি কামনা করছি। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।”
সূত্রের খবর, কয়েকজন কর্মী পরিস্থিতি লক্ষ্য করে সতর্কতা জারি করেন। তড়িঘড়ি বক্তৃতা থামিয়ে তাঁর প্রচার বাসের উপরে থেকে জলের বোতল ছুঁড়তে থাকেন অভিনেতা তথা রাজনৈতিক নেতা বিজয়। প্রবল ভিড়ের মধ‍্যে অ‍্যাম্বলেন্সের অসুস্থদের কাছ পর্যন্ত পৌঁছতেও সমস‍্যা হয় বলেই জানা গিয়েছে। অজ্ঞান হওয়া ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ৩১ জনের মর্মান্তিক ভাবে মৃত‍্যু হয়।
advertisement
advertisement
ঘটনায় তামিলনাড়ু সরকারকেই তোপ দেগেছে বিজেপি। তামিলনাড়ু পুলিশকে এমন একটি সমাবেশের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত ছিল। DMK সরকারকে দায়িত্ব নিতে হবে এবং পদক্ষেপ নিতে হবে বলেই এদিন দাবি জানিয়েছে বিজেপি। এক্স হ‍্যান্ডেলে ঘটনার কথা শেয়ার করে শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ‍্যমন্ত্রী এম কে স্ট‍্যালিন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিজয় থলাপতির র‍্যালিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৮! শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির
Next Article
advertisement
SIR Update: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা৷

  • ভোটারের দেখা না পেলে কী করবেন বিএলও-রা?

  • কী করণীয় ভোটারের, সব জানিয়ে দিল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement