বিজয় থলাপতির জনসভায় চরম বিশৃঙ্খলা, মৃতের সংখ্যা বেড়ে ৩৮, দেখুন ভিডিও

Last Updated : দেশ
অভিনেতা বিজয়ের জনসভায় মর্মান্তিক কাণ্ড। শনিবার অভিনেতার নিজের প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর জন সমাবেশে প্রবল হুড়োহুড়ি। পদদলিত হয়ে মৃত‍্যু হয়েছে কমপক্ষে ৩৮ জনের। অসুস্থ আরও অসংখ‍্য ব‍্যক্তি হাসপাতালে চিকিত্‍সাধীন। সূত্রের খবর, ঘটনা নজরে আসতেই বক্তৃতা থামিয়ে দেন বিজয়। অসুস্থদের মধ‍্যে শিশুরাও ছিল বলে জানা গিয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ‍্যমন্ত্রী এম কে স্ট‍্যালিন।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দেশ/
বিজয় থলাপতির জনসভায় চরম বিশৃঙ্খলা, মৃতের সংখ্যা বেড়ে ৩৮, দেখুন ভিডিও
advertisement
advertisement