যাদের ঢাকের তালে মুখরিত হয় পুজো মণ্ডপ, দোলে ওঠে মন! সেই ঢাকিরাই কেন উৎসব থেকে বঞ্চিত? ডঙ্কায় বিষাদের সুর
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Dhakis in Durga Puja: ঢাকিদের মধ্যে কেউ কেউ শুধুমাত্র এই পেশার সঙ্গেই যুক্ত। সারা বছর প্রায় ঘরে বসেই কাটে, শুধু দুর্গাপুজো কিংবা কালীপুজোর সময় কাজের আশায় শহরে ছুটে আসেন। কিন্তু এ বছর বৃষ্টির ভ্রূকুটি চিন্তা বাড়িয়েছে ঢাকিদের।
শহরে দুর্গোৎসব মানেই শুধু আলো ঝলমলে প্যান্ডেল বা ভিড় জমজমাট মণ্ডপ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একশো ঢাকির গল্পও। প্রতি বছরের মতো এবারও পঞ্চমীর সন্ধ্যা নামতেই দেশের নানা প্রান্ত থেকে এসে শিলিগুড়ি টাউন স্টেশনে জড়ো হলেন তারা। কেউ এসেছেন দক্ষিণ ২৪ পরগনা থেকে, কেউ উত্তর ২৪ পরগনা, আবার কেউ মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, বীরভূম কিংবা বাঁকুড়া থেকে। গ্রামগঞ্জ ছেড়ে দূরপাল্লার ট্রেনে চড়ে এসে পৌঁছেছেন শহরের প্রাণকেন্দ্রে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
ঢাকিদের মধ্যে কেউ কেউ শুধুমাত্র এই পেশার সঙ্গেই যুক্ত। সারা বছর প্রায় ঘরে বসেই কাটে, শুধু দুর্গাপুজো কিংবা কালীপুজোর সময় কাজের আশায় শহরে ছুটে আসেন। আবার অনেকে অন্য কাজের সঙ্গে যুক্ত থাকলেও ঢাক বাজানো তাদের নেশা, তাই পুজো এলেই ধরা দেন এই ডাকেই। কিন্তু এ বছর বৃষ্টির ভ্রূকুটি যেন আরও এক নতুন চিন্তা বাড়িয়েছে।
advertisement
advertisement
advertisement