Yashasvi Jaiswal Girlfriend: যেমন সুন্দর তেমন হট, ইংরেজ সুন্দরীর প্রেমে 'পাগল' যশস্বী! মাঠের বাইরেও 'খেলছেন' ভালই!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Yashasvi Jaiswal Rumoured Girlfriend: এই দুর্দান্ত পারফরম্যান্সের পর যশস্বী শুধুমাত্র মাঠেই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। জল্পনা শোনা যাচ্ছে, তার কথিত প্রেমিকা ইংল্যান্ডের বাসিন্দা ম্যাডি হ্যামিল্টন।
advertisement
advertisement
advertisement
গত তিন বছর ধরে যশস্বী এবং ম্যাডির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে। একবার যশস্বী তার সোশ্যাল মিডিয়ায় ম্যাডি ও তার ভাই হেনরি হ্যামিল্টনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “সময় চলে যেতে পারে, কিন্তু সম্পর্ক কখনও ম্লান হয় না।” এই পোস্টের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বেড়ে যায়।
advertisement