IND vs ENG: সিরিজের মাঝেই অধিনায়ক বদল! বাদ সূর্যকুমার যাদব! কে হবেন অধিনায়ক?

Last Updated:
IND vs ENG 5th T20: ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। দল জিতলেও প্রশ্নের মুখে অধিনায়ক সূর্যকুমার যাদবের পারফরম্যান্স।
1/6
ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। দল জিতলেও প্রশ্নের মুখে অধিনায়ক সূর্যকুমার যাদবের পারফরম্যান্স। অধিনায়কত্ব নিয়ে কোনও প্রশ্ম থাকলেও ব্যাটার সূর্য একেবারেই নিজের চেনা ফর্মে নেই।
ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। দল জিতলেও প্রশ্নের মুখে অধিনায়ক সূর্যকুমার যাদবের পারফরম্যান্স। অধিনায়কত্ব নিয়ে কোনও প্রশ্ম থাকলেও ব্যাটার সূর্য একেবারেই নিজের চেনা ফর্মে নেই।
advertisement
2/6
যে বিস্ফোরক অবতারে তাঁকে দেখে অভ্যস্ত ফ্যানেপা তার ধারেকাছেও দেখা যাচ্ছে না স্কাইকে। অধিনায়র হওয়ার পর থেকেই ব্যাটে রানের খরা সূর্যর। নেতৃত্বের চাপের কারণেই কি সূর্যকুমার যাদবের এমন অবস্থা? তা নিয়ে উঠছে প্রশ্ন।
যে বিস্ফোরক অবতারে তাঁকে দেখে অভ্যস্ত ফ্যানেপা তার ধারেকাছেও দেখা যাচ্ছে না স্কাইকে। অধিনায়র হওয়ার পর থেকেই ব্যাটে রানের খরা সূর্যর। নেতৃত্বের চাপের কারণেই কি সূর্যকুমার যাদবের এমন অবস্থা? তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
3/6
ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেনে শুরুটা করেছিলেন শূন্য করে। এরপর চিপকে ১২ ও রাজকোটে তাঁর ব্যাট থেকে আসে ১৪ রান। পুনেতে ফের একবার খাতা খুলতে ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক। ব্যাটার সূর্যের ব্যর্থতা নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। রবিবারের নিয়মরক্ষার ম্যাচে তাঁকে পাঠানো হতে পারে বিশ্রামে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেনে শুরুটা করেছিলেন শূন্য করে। এরপর চিপকে ১২ ও রাজকোটে তাঁর ব্যাট থেকে আসে ১৪ রান। পুনেতে ফের একবার খাতা খুলতে ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক। ব্যাটার সূর্যের ব্যর্থতা নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। রবিবারের নিয়মরক্ষার ম্যাচে তাঁকে পাঠানো হতে পারে বিশ্রামে।
advertisement
4/6
সূর্যকুমার যদি ওয়াংখেড়েতে না খেলেন তাহলে নেতা হিসেবে কাকে দেখা যাবে টসের সময় মাঠে নামতে? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সকলে। সহ-অধিনায়ক হিসেবে স্কোয়াডে রয়েছেন অক্ষর প্যাটেল। কিন্তু তাঁর ফর্ম নিয়েও প্রশ্ন থাকছেই।
সূর্যকুমার যদি ওয়াংখেড়েতে না খেলেন তাহলে নেতা হিসেবে কাকে দেখা যাবে টসের সময় মাঠে নামতে? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সকলে। সহ-অধিনায়ক হিসেবে স্কোয়াডে রয়েছেন অক্ষর প্যাটেল। কিন্তু তাঁর ফর্ম নিয়েও প্রশ্ন থাকছেই।
advertisement
5/6
এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে অবশেষে শিকে ছিঁড়তে পারে হার্দিক পান্ডিয়ার ভাগ্যে। সাদা বলের ক্রিকেটে লম্বা সময় রোহিতের ডেপুটি ছিলেন তিনি। দুই ফর্ম্যাটেই দলকে নেতৃত্ব’ও দিয়েছেন আগে। এক ম্যাচের জন্য হলেও দায়িত্ব ফিরে পেতে পারেন তিনি।
এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে অবশেষে শিকে ছিঁড়তে পারে হার্দিক পান্ডিয়ার ভাগ্যে। সাদা বলের ক্রিকেটে লম্বা সময় রোহিতের ডেপুটি ছিলেন তিনি। দুই ফর্ম্যাটেই দলকে নেতৃত্ব’ও দিয়েছেন আগে। এক ম্যাচের জন্য হলেও দায়িত্ব ফিরে পেতে পারেন তিনি।
advertisement
6/6
এমনিতেও রোহিত পরবর্তী সময়ে কেন হার্দিকের পরিবর্তে টি-২০ ক্রিকেটে সূর্যকে অধিনায়ক করা হয়েছিল তা নিয়ে উঠেছিল প্রশ্ন। রবিবার ফের যদি একবার অধিনায়কত্বের সুযোগ পান হার্দিক, নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন।
এমনিতেও রোহিত পরবর্তী সময়ে কেন হার্দিকের পরিবর্তে টি-২০ ক্রিকেটে সূর্যকে অধিনায়ক করা হয়েছিল তা নিয়ে উঠেছিল প্রশ্ন। রবিবার ফের যদি একবার অধিনায়কত্বের সুযোগ পান হার্দিক, নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন।
advertisement
advertisement
advertisement