Real Reasons For India's Loss: পাঁচ-পাঁচটা শতরান ভারতীয় ক্রিকেটারদের, তারপরেও হার, যে কারণে ম্যাচ বেরিয়ে গেল ভারতের থেকে, এখনই সমঝে নিন শুভমান গিল

Last Updated:
Real Reasons For India's Loss: ইংল্যান্ডের ক্রিকেটারদের তুখোড় পারফরম্যান্স তো বটেই, ভারতের নিজের দলেও রয়েছে হারের একাধিক কারণ...
1/8
লিডস: চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে টেস্ট জিততে হলে করতে হত ৩৭১ রান -র পর পঞ্চম দিন শুরু হয় ইংল্যান্ডের হাতে তখন ১০ উইকেট এবং স্কোরবোর্ডে আরও করতে হবে ৩৫০ -র মতো রান৷ এই রানটা যেমন খুব পাহাড় প্রমাণ যেমন নয়, ঠিক তেমনিই এটা বলে বলে উঠিয়ে দেব এমন রানও নয়৷ এই অবস্থায় ইংল্যান্ডের দুই ওপেনার প্রথম উইকেটে তোলেন ১৮৮ রান৷ আর এখান থেকেই লেখা হয়ে গিয়েছিল ভারত প্রথম টেস্টটা হারবে৷ Photo- AP
লিডস: চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে টেস্ট জিততে হলে করতে হত ৩৭১ রান -র পর পঞ্চম দিন শুরু হয় ইংল্যান্ডের হাতে তখন ১০ উইকেট এবং স্কোরবোর্ডে আরও করতে হবে ৩৫০ -র মতো রান৷ এই রানটা যেমন খুব পাহাড় প্রমাণ যেমন নয়, ঠিক তেমনিই এটা বলে বলে উঠিয়ে দেব এমন রানও নয়৷ এই অবস্থায় ইংল্যান্ডের দুই ওপেনার প্রথম উইকেটে তোলেন ১৮৮ রান৷ আর এখান থেকেই লেখা হয়ে গিয়েছিল ভারত প্রথম টেস্টটা হারবে৷ Photo- AP
advertisement
2/8
৩৫০ রান হাতে থাকার অ্যাডভান্টেজ নিয়ে শুরু করলেও লিডসে প্রথম টেস্টের পঞ্চম দিনে চাপ বাড়ছে ভারতের উপর। সৌজন্য বেন ডাকেট ও জ্যাক ক্রাউলির লড়াকু ব্যাটিং। ১৭০ বলে ১৪৯ রান করেন৷ ডাকেট৷ এদিন তাঁর ইনিংস ভারতের হারের প্রথম এবং অন্যতম কারণ৷  তাঁর সঙ্গে ক্রাউলির জুটি এদিন ভারতের বোলিং ব্রিগেড ভাঙতে নিয়ে এতটা সময় যখন ম্যাচের পাঁচ নম্বর দিনে খেলা হয়ে গেছে ৪২.২ ওভার৷ Photo-AP
৩৫০ রান হাতে থাকার অ্যাডভান্টেজ নিয়ে শুরু করলেও লিডসে প্রথম টেস্টের পঞ্চম দিনে চাপ বাড়ছে ভারতের উপর। সৌজন্য বেন ডাকেট ও জ্যাক ক্রাউলির লড়াকু ব্যাটিং। ১৭০ বলে ১৪৯ রান করেন৷ ডাকেট৷ এদিন তাঁর ইনিংস ভারতের হারের প্রথম এবং অন্যতম কারণ৷  তাঁর সঙ্গে ক্রাউলির জুটি এদিন ভারতের বোলিং ব্রিগেড ভাঙতে নিয়ে এতটা সময় যখন ম্যাচের পাঁচ নম্বর দিনে খেলা হয়ে গেছে ৪২.২ ওভার৷ Photo-AP
advertisement
3/8
একটা সময়ে একবার মনে হচ্ছিল এইবার ভারতের হাতে ম্যাচ, একবার মনে হচ্ছিল ইংল্যান্ড হাসতে হাসতে জিতে যাবে৷  তবে বড় রান টার্গেট দেওয়ায় কিছুটা এগিয়ে ছিল ভারত। তবে শেষ দিনে মরণ-বাঁচন কামড় দেয় বেন স্টোকসের দল। এমনিতেই ইংল্যান্ডের বাজবল ক্রিকেটে কোনও কিছুই অসম্ভব নয় বলে মনে করা হয়। লিডসেও অনেকটা সেই পথেই এগোচ্ছে ইংল্যান্ড। Photo- AP
একটা সময়ে একবার মনে হচ্ছিল এইবার ভারতের হাতে ম্যাচ, একবার মনে হচ্ছিল ইংল্যান্ড হাসতে হাসতে জিতে যাবে৷  তবে বড় রান টার্গেট দেওয়ায় কিছুটা এগিয়ে ছিল ভারত। তবে শেষ দিনে মরণ-বাঁচন কামড় দেয় বেন স্টোকসের দল। এমনিতেই ইংল্যান্ডের বাজবল ক্রিকেটে কোনও কিছুই অসম্ভব নয় বলে মনে করা হয়। লিডসেও অনেকটা সেই পথেই এগোচ্ছে ইংল্যান্ড। Photo- AP
advertisement
4/8
৩৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে পঞ্চম দিনের শুরুতে ইংল্যান্ডের স্কোর ছিল বিনা উইকেটে ২১ রান। শেষ দিনের সকাল থেকে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন ডাকেট ও ক্রাউলি। দলের স্কোর একশো পার নিয়ে যান তারা। ইংল্যান্ডের ওপেনিং জুটির গড়া শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ম্যাচ জেতার ছক কষার পিছনে মস্তিষ্ক কোচ ব্রেন্ডন ম্যাকালামের।
৩৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে পঞ্চম দিনের শুরুতে ইংল্যান্ডের স্কোর ছিল বিনা উইকেটে ২১ রান। শেষ দিনের সকাল থেকে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন ডাকেট ও ক্রাউলি। দলের স্কোর একশো পার নিয়ে যান তারা। ইংল্যান্ডের ওপেনিং জুটির গড়া শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ম্যাচ জেতার ছক কষার পিছনে মস্তিষ্ক কোচ ব্রেন্ডন ম্যাকালামের।
advertisement
5/8
এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেটারদের তিনটি সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে ২ টি সেঞ্চুরি থাকলেও ব্যাটিংয়েও একাধিক খুঁত রয়েছে৷ প্রথম ইনিংসে ভারতের হয়ে শতরান যশস্বী জয়সওয়াল, শুভমান গিল এবং ঋষভ পন্থের৷
এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেটারদের তিনটি সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে ২ টি সেঞ্চুরি থাকলেও ব্যাটিংয়েও একাধিক খুঁত রয়েছে৷ প্রথম ইনিংসে ভারতের হয়ে শতরান যশস্বী জয়সওয়াল, শুভমান গিল এবং ঋষভ পন্থের৷
advertisement
6/8
অন্যদিকে দ্বিতীয় ইনিংসে শতরান কেএল রাহুল এবং ঋষভ পন্থের৷ কিন্তু এতগুলি শতরানের পরেও দল কাঙ্খিত রানের পাহাড় গড়তে পারেনি না প্রথম ইনিংস না দ্বিতীয় ইনিংসে৷ তিন -চারজন ক্রিকেটার ছাড়া একাধিক ক্রিকেটার তাঁরা ব্যাট হাতে ফ্লপ শো করেন৷
অন্যদিকে দ্বিতীয় ইনিংসে শতরান কেএল রাহুল এবং ঋষভ পন্থের৷ কিন্তু এতগুলি শতরানের পরেও দল কাঙ্খিত রানের পাহাড় গড়তে পারেনি না প্রথম ইনিংস না দ্বিতীয় ইনিংসে৷ তিন -চারজন ক্রিকেটার ছাড়া একাধিক ক্রিকেটার তাঁরা ব্যাট হাতে ফ্লপ শো করেন৷
advertisement
7/8
এদিকে বল হাতে প্রথম ইনিংসে একমাত্র সফল বোলার জসপ্রীত বুমরাহ৷ রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর কোনও উইকেটই তুলতে পারেননি৷ আবার দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে দুই স্ট্রাইক বোলার অর্থাৎ জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ একেবারেই নিষ্ফলা৷
এদিকে বল হাতে প্রথম ইনিংসে একমাত্র সফল বোলার জসপ্রীত বুমরাহ৷ রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর কোনও উইকেটই তুলতে পারেননি৷ আবার দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে দুই স্ট্রাইক বোলার অর্থাৎ জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ একেবারেই নিষ্ফলা৷
advertisement
8/8
এছাড়াও দুই ইনিংসেই ভারতের একাধিক ফিল্ডার সহজ ক্যাচ, স্টাম্পিং মিস করেছে৷ এই ভুলগুলি যদি ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টে পাঁচ উইকেটে হারের থেকে শিক্ষা নিয়ে শুভমান গিল এন্ড কোং যদি ঘুরে দাঁড়ায় তবেই সিরিজে প্রথম ম্যাচেই হারের থেকে শিক্ষা সঠিক কাজে লাগবে৷
এছাড়াও দুই ইনিংসেই ভারতের একাধিক ফিল্ডার সহজ ক্যাচ, স্টাম্পিং মিস করেছে৷ এই ভুলগুলি যদি ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টে পাঁচ উইকেটে হারের থেকে শিক্ষা নিয়ে শুভমান গিল এন্ড কোং যদি ঘুরে দাঁড়ায় তবেই সিরিজে প্রথম ম্যাচেই হারের থেকে শিক্ষা সঠিক কাজে লাগবে৷
advertisement
advertisement
advertisement