Real Reasons For India's Loss: পাঁচ-পাঁচটা শতরান ভারতীয় ক্রিকেটারদের, তারপরেও হার, যে কারণে ম্যাচ বেরিয়ে গেল ভারতের থেকে, এখনই সমঝে নিন শুভমান গিল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Real Reasons For India's Loss: ইংল্যান্ডের ক্রিকেটারদের তুখোড় পারফরম্যান্স তো বটেই, ভারতের নিজের দলেও রয়েছে হারের একাধিক কারণ...
লিডস: চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে টেস্ট জিততে হলে করতে হত ৩৭১ রান -র পর পঞ্চম দিন শুরু হয় ইংল্যান্ডের হাতে তখন ১০ উইকেট এবং স্কোরবোর্ডে আরও করতে হবে ৩৫০ -র মতো রান৷ এই রানটা যেমন খুব পাহাড় প্রমাণ যেমন নয়, ঠিক তেমনিই এটা বলে বলে উঠিয়ে দেব এমন রানও নয়৷ এই অবস্থায় ইংল্যান্ডের দুই ওপেনার প্রথম উইকেটে তোলেন ১৮৮ রান৷ আর এখান থেকেই লেখা হয়ে গিয়েছিল ভারত প্রথম টেস্টটা হারবে৷ Photo- AP
advertisement
৩৫০ রান হাতে থাকার অ্যাডভান্টেজ নিয়ে শুরু করলেও লিডসে প্রথম টেস্টের পঞ্চম দিনে চাপ বাড়ছে ভারতের উপর। সৌজন্য বেন ডাকেট ও জ্যাক ক্রাউলির লড়াকু ব্যাটিং। ১৭০ বলে ১৪৯ রান করেন৷ ডাকেট৷ এদিন তাঁর ইনিংস ভারতের হারের প্রথম এবং অন্যতম কারণ৷ তাঁর সঙ্গে ক্রাউলির জুটি এদিন ভারতের বোলিং ব্রিগেড ভাঙতে নিয়ে এতটা সময় যখন ম্যাচের পাঁচ নম্বর দিনে খেলা হয়ে গেছে ৪২.২ ওভার৷ Photo-AP
advertisement
একটা সময়ে একবার মনে হচ্ছিল এইবার ভারতের হাতে ম্যাচ, একবার মনে হচ্ছিল ইংল্যান্ড হাসতে হাসতে জিতে যাবে৷ তবে বড় রান টার্গেট দেওয়ায় কিছুটা এগিয়ে ছিল ভারত। তবে শেষ দিনে মরণ-বাঁচন কামড় দেয় বেন স্টোকসের দল। এমনিতেই ইংল্যান্ডের বাজবল ক্রিকেটে কোনও কিছুই অসম্ভব নয় বলে মনে করা হয়। লিডসেও অনেকটা সেই পথেই এগোচ্ছে ইংল্যান্ড। Photo- AP
advertisement
৩৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে পঞ্চম দিনের শুরুতে ইংল্যান্ডের স্কোর ছিল বিনা উইকেটে ২১ রান। শেষ দিনের সকাল থেকে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন ডাকেট ও ক্রাউলি। দলের স্কোর একশো পার নিয়ে যান তারা। ইংল্যান্ডের ওপেনিং জুটির গড়া শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ম্যাচ জেতার ছক কষার পিছনে মস্তিষ্ক কোচ ব্রেন্ডন ম্যাকালামের।
advertisement
advertisement
advertisement
advertisement