Virat Kohli: এবার বিদায় বিরাট কোহলির? ৪ বছরে ২২ বার একই ভুল! কোন পথে সমাধান

Last Updated:
Virat Kohli: কিছুতেই ঠিক হচ্ছে বিরাট কোহলির পুরনো রোগ। সিডনিতেও ফের একই ভুলের শিকার হলেন বিরাট। অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
1/6
কিছুতেই ঠিক হচ্ছে বিরাট কোহলির পুরনো রোগ। সিডনিতেও ফের একই ভুলের শিকার হলেন বিরাট। অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
কিছুতেই ঠিক হচ্ছে বিরাট কোহলির পুরনো রোগ। সিডনিতেও ফের একই ভুলের শিকার হলেন বিরাট। অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
advertisement
2/6
২০২০  সালের পর থেকেই লা বলের ক্রিকেটে চেনা ফর্মে নেই বিরাট কোহলি। ক্রিকেটে সবথেকে বড় ফর্ম্যাটে বিরাট কোহলির গড় মাত্র ৩০। মনে রাখার মত ইনিংসের সংখ্যা নেহাতই হাতে গোনা।
২০২০ সালের পর থেকেই লা বলের ক্রিকেটে চেনা ফর্মে নেই বিরাট কোহলি। ক্রিকেটে সবথেকে বড় ফর্ম্যাটে বিরাট কোহলির গড় মাত্র ৩০। মনে রাখার মত ইনিংসের সংখ্যা নেহাতই হাতে গোনা।
advertisement
3/6
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ২০২১ সালের পর গত ৪ বছরে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন ২২ বার। এই পরিসংখ্যান শুধু পেসারদের বিরুদ্ধে।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ২০২১ সালের পর গত ৪ বছরে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন ২২ বার। এই পরিসংখ্যান শুধু পেসারদের বিরুদ্ধে।
advertisement
4/6
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে দ্বিতীয় ইনিংসে শতরানের পর মনে হয়েছিল ছন্দে ফিরছেন বিরাট। কিন্তু তারপর একাধিকবার সিরিজে অফ স্টাম্পের  বাইরের বলেও খোঁচা দিয়ে আউট হয়েছেন কোহলি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে দ্বিতীয় ইনিংসে শতরানের পর মনে হয়েছিল ছন্দে ফিরছেন বিরাট। কিন্তু তারপর একাধিকবার সিরিজে অফ স্টাম্পের বাইরের বলেও খোঁচা দিয়ে আউট হয়েছেন কোহলি।
advertisement
5/6
সিডনিতেও নিজের ইনিংসের প্রথম বলেই অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট লাগিয়ে দিয়েছিলেন বিরাট কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যান। তারপর ৬৯ বলের মাথায় ফের স্কট বোল্যান্ডেক সাধারণ একটি অফ স্টাম্পের অনেক বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন বিরাট।
সিডনিতেও নিজের ইনিংসের প্রথম বলেই অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট লাগিয়ে দিয়েছিলেন বিরাট কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যান। তারপর ৬৯ বলের মাথায় ফের স্কট বোল্যান্ডেক সাধারণ একটি অফ স্টাম্পের অনেক বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন বিরাট।
advertisement
6/6
আউট হওয়ার পর কোহলিকে হতাশ দেখালেও ,একই রোগের শিকার কেন বারবার হচ্ছেন তা নিয়ে উঠছে প্রশ্ন। রোহিত বাদ গেলে বিরাট নয় কেন? প্রশ্ন তুলছেন সমালোচকরা। কোহলিরও কি অবসর আসন্ন? তুঙ্গে জল্পনা।
আউট হওয়ার পর কোহলিকে হতাশ দেখালেও ,একই রোগের শিকার কেন বারবার হচ্ছেন তা নিয়ে উঠছে প্রশ্ন। রোহিত বাদ গেলে বিরাট নয় কেন? প্রশ্ন তুলছেন সমালোচকরা। কোহলিরও কি অবসর আসন্ন? তুঙ্গে জল্পনা।
advertisement
advertisement
advertisement