Viral News: শুধুই Virat Kohli নন, ভারতীয় অধিনায়কের থেকে এই পাঁচ ক্রিকেটার আরও বেশি রোজগার করেন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup|Virat Kohli|Steve Smith|Jofra Archer|Ben Stokes: তালিকায় যাঁদের নাম আছে তাঁরাও রোজগার করেন প্রচুর
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির বার্ষিক আয় ৭ কোটি টাকা (The Annual Income of Virat Kohli is 7 Crore from BCCI as he is in A+ grade) ৷ ২০২০ ফোর্বসের সেরা ১০০ জনের মধ্যে একমাত্র ভারতীয় খেলোয়াড় হিসাবে ছিলেন ৷ বিসিসিআইয়ের সঙ্গে A+ গ্রেডে চুক্তিবদ্ধ বিরাট ৷ আইপিএল তারকাদের মধ্যে সব থেকে বেশি রোজগার বিরাটের (Virat Kohli's income at IPL is highest) ৷ কেননা আইপিএল (IPL) থেকে বিরাটের প্রতি বছর আয় ১৭ কোটি টাকা (Yearly Virat Kohli earns 17 crore rupees from IPL) ৷ কিন্তু এই বিষয়ে জেনে হয়রান হতে হয় বিরাট কোহলিই সারা বিশ্বের সব থেকে ধনী ক্রিকেটার নন (It's more surprising that Virat Kohli is not the richest player of the globe) ৷ কমপক্ষ আরও পাঁচ জন এমন ক্রিকেটার আছেন যাঁদের রোজগার বিরাটের থেকে বেশি ৷ ছবি সৌজন্যে এপি ৷
advertisement
ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুটের ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি ৭,০০,০০০ জিবিপি বা ৭.২২ কোটি টাকা ভারতীয় মূল্যে ৷ যা বিরাট কোহলির থেকে বেশি ৷ জো রুট পৃথিবীর সব থেকে রোজগার করেন টেস্ট দলের অধিনায়ক হয়ে ৷ কিন্তু ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে বিরাট কোহলি পৃথিবীর যে কোনও খেলোয়াড়ের থেকে বেশি টাকা রোজগার করেন ৷ ছবি সৌজন্যে এপি ৷
advertisement
advertisement
advertisement
ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ইসিবি থেকে বেতন পান ৯,১০,৫১৯ পাউন্ড অর্থাৎ ৮.৭৫ কোটি টাকা ৷ ২০১৩ সাল থেকে ইংল্যান্ডের হয়ে নিয়মিত খেলে য়াচ্ছেন বেন স্টোকস ৷ তিনি দলের হৃদস্পন্দন, তাঁর খেলায় মানুষ বিনোদন খুঁজে পান সর্বোপরি তিনি ম্যাচ উইনার ৷ কিছুদিন আগেই চোট ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্রিকেট থেকে ব্রেক নিয়েছিলেন ৷ কিন্তু তিনি অ্যাসেজে ২০২১-২২ খেলবেন আবার ৷ (Ben Stokes/Instagram) ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement