Golden Girl Richa Ghosh: প্রিয় রিচা দিদির জন্য প্রিয়ার গিফট, যখন গিয়েছিলেন তখন আর আজ সব আলাদা, শিলিগুড়িতে সোনার মেয়ের জন্য জনজোয়ার
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
What is Richa's Gift: রিচার জন্য দারুণ সব গিফট, তবে প্রিয়া দেবে অনন্য উপহার
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ অবশেষে ফিরলেন নিজের শহরে। শুক্রবার সকালে দিল্লি থেকে দশটার ফ্লাইট ধরে দুপুর বারোটা নাগাদ তিনি এসে পৌঁছান বাগডোগরা বিমানবন্দরে। সেখানে থেকেই শুরু হয় শিলিগুড়ির উন্মাদনা। শহরের মেয়র গৌতম দেবসহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন তাকে স্বাগত জানাতে।
advertisement
রিচাকে বিমানবন্দরে দেখা মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়ে ভিড়। ফুলের মালা, জাতীয় পতাকা আর ঢাকঢোলের তালে তালে ‘রিচা ঘোষ জিন্দাবাদ’ ধ্বনি শোনা যায় চারদিকে। বিমানবন্দর থেকে খোলা গাড়িতে করে সুভাষপল্লীর বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে পথে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ তার এক ঝলক দেখার অপেক্ষায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
রিচার গাড়িকে ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলে পুলিশ। ব্যারিকেড দিয়ে রাস্তা নিয়ন্ত্রণে রাখা হয়। শিলিগুড়ির রাস্তাজুড়ে তখন যেন উৎসবের মেজাজ — কেউ হাতে ফুল, কেউবা মোবাইল ক্যামেরায় বন্দি করছেন ঐতিহাসিক মুহূর্ত। ছোট ছোট বাচ্চারাও জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে ছিল ‘রিচা দিদির’ জন্য।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
