Birbhum Tourism: বীরভূমের বুকে ইসকন মন্দির! তারাপীঠের খুব কাছে হলেও অনেকে জানেন না, ভোগ থেকে রাত্রিবাসের সুযোগ সব পাবেন

Last Updated:

Birbhum Tourism: বীরভূমের এই ইসকন মন্দিরে দুপুরের ভোগ খাওয়ার সুযোগ রয়েছে। এর জন্য কিছু টাকার বিনিময়ে একটি টিকিট কাটতে হবে। এছাড়া এই শান্ত নিরিবিলি পরিবেশে এক রাত কাটাতে চাইলে সেই ব্যবস্থাও আছে। জেনে নিন ঠিকানা।

+
বীরভূমের

বীরভূমের ইসকন মন্দির

বীরভূম, সৌভিক রায়ঃ নভেম্বরের শুরুতেই বীরভূম জুড়ে শীতের আমেজ অনুভব হচ্ছে। এই শীতের মরশুমে ঘুরতে বেড়িয়ে পড়েন বহু ভ্রমণপিপাসু বাঙালি। এক বা দুই দিনের ছুটিতে অনেকেই দীঘা, পুরী বা মন্দারমণি ঘুরতে চলে যান। কেউ কেউ আবার তারাপীঠ ভ্রমণের জন্য বীরভূম ছুটে আসেন। তবে এই জেলায় শুধু তারাপীঠ নয়, আরও পাঁচটি সতীপীঠ, একাধিক রাজবাড়ি, জমিদার বাড়িও রয়েছে। সেই সঙ্গেই একাধিক কালীমন্দির, শিব মন্দির এমনকি ইসকন মন্দিরও আছে।
পর্যটকদের মধ্যে বীরভূমের তারাপীঠের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। কারণ ভক্তদের বিশ্বাস, তারাপীঠ মন্দিরের পাশে অবস্থিত দ্বারকা নদীতে স্নান করে মা তারার কাছে কোনও মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ করেন দেবী। সেই কারণেই প্রত্যেকদিন তারাপীঠ চত্বর জুড়ে প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। তবে এই তারাপীঠ থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে রয়েছে এক ইসকন মন্দির। আজও অনেকে জানেন না।
advertisement
আরও পড়ুনঃ বিশ্বভারতী নিয়ে বড় খবর! হাল ফিরবে একাধিক ঐতিহ্যবাহী ভবনের, সংস্কারে উদ্যোগী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
জায়গার নাম বীরচন্দ্রপুর। তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দেওয়ার পর সেখান থেকে সোজা এই জায়গায় চলে আসা যায়। পর্যটকেরা তারাপীঠ থেকে যে কোনও টোটো ভাড়া করে অনায়াসে বীরচন্দ্রপুর আসতে পারবেন। এর জন্য প্রত্যেকটি টোটো হিসেবে ২৫০-৩০০ টাকা পর্যন্ত খরচ হবে। সেই টাকার বিনিময়ে একচক্র ধাম নিতাই জন্মস্থান, ইসকন মন্দির, নিতাই বাড়ি, বাকারাই, হাঁটুগাড়া, মহাভারতের সময়ের পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস, জগন্নাথ মন্দিরের মতো একাধিক দর্শনীয় স্থান দেখতে পারবেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বীরভূমের এই ইসকন মন্দিরে দুপুরের ভোগ খাওয়ারও সুযোগ রয়েছে। এর জন্য কিছু টাকার বিনিময়ে একটি টিকিট কাটতে হবে। এখানেই শেষ নয়! শান্ত নিরিবিলি এই পরিবেশে এক রাত কাটাতে চাইলে সেই ব্যবস্থাও রয়েছে। ইসকন মন্দিরের মধ্যে দু’টি অতিথি নিবাস আছে। সেই অতিথি নিবাসে মোট ১৬টি রুম রয়েছে। তার মধ্যে দু’টি এসি এবং বাকিগুলি নন এসি রুম। খুব সামান্য টাকার বিনিময়ে এখানে রাত্রিবাস করে যায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Tourism: বীরভূমের বুকে ইসকন মন্দির! তারাপীঠের খুব কাছে হলেও অনেকে জানেন না, ভোগ থেকে রাত্রিবাসের সুযোগ সব পাবেন
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement