Visva Bharati University: বিশ্বভারতী নিয়ে বড় খবর! হাল ফিরবে একাধিক ঐতিহ্যবাহী ভবনের, সংস্কারে উদ্যোগী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Visva Bharati University: বাংলা তো বটেই, দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবার সেই শিক্ষা প্রতিষ্ঠানেরই একাধিক ঐতিহ্যবাহী ভবন সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছে।
বীরভূম, সৌভিক রায়ঃ বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শুরু হয়েছে দু’দিনের আন্তর্জাতিক স্তরের শিক্ষা-শিল্প সম্মেলন। এই সম্মেলনে প্রথিতযশা ৭৫টি ছোট-বড় বহুজাতিক বাণিজ্যিক সংস্থা অংশ নিচ্ছে। এই সম্মেলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা এবং শিল্পক্ষেত্রে পড়ুয়াদের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। এর পাশাপাশি দেশ-বিদেশের শীর্ষস্থানীয় শিল্প কর্ণধারদের আর্থিক সহায়তায় বিশ্বভারতীর ঐতিহ্যনণ্ডিত রবীন্দ্রভবন, রতন কুঠি ও পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল সংস্কারের সম্ভাবনাও তৈরি হয়েছে।
রবীন্দ্রভবনে কবিগুরুর নোবেল পদকের রেপ্লিকা সহ তাঁর ব্যবহৃত বহু মূল্যবান সামগ্রী, জামাকাপড়, নিজের হাতে লেখা কবিতা, ছবি, পুঁথি রয়েছে। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি ঐতিহ্যমণ্ডিত বাড়ি উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ এবং উদীচী ভবনের সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। আজ থেকে কয়েক বছর আগে প্রয়াত শিল্পপতি রতন টাটার আর্থিক অনুদানে দেশি-বিদেশের পর্যটক ও দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির নামেই গণ্যমান্যদের জন্য অতিথিভবন নির্মাণ করা হয়, যা আজও শান্তিনিকেতনবাসীর কাছে রতন টাটার নাম অনুসারে রতন কুঠি নামেই পরিচিত।
advertisement
আরও পড়ুনঃ ১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন? অঙ্ক শুনলে চমকে যাবেন
বর্তমানে এই ঐতিহ্যমণ্ডিত ভবনটি চালু থাকলেও সংস্কারের প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি ১৯২৭ সালে উইলিয়াম উইনস্ট্যানলি পিয়ারসনের নামে গড়ে ওঠা পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালটিকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করতে চাইছে বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী কর্তৃপক্ষ। এক্ষেত্রেও এই শিক্ষা-বাণিজ্যিক সম্মেলনের মাধ্যমে আর্থিক অনুদান দিতে এগিয়ে এসেছে ৫টি ব্যাঙ্ক। উল্লেখ্য, উইনস্ট্যানলি পিয়ারসন ছিলেন বিশিষ্ট রবীন্দ্র অনুরাগী। ১৯১৬ সালে তিনি রবীন্দ্রনাথের সচিব হন। পরে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকবির যাত্রায় সঙ্গীও হন।
advertisement
advertisement
উইলিয়াম উইনস্ট্যানলি পিয়ারসনের স্মৃতির উদ্দেশ্য ১৯২৭ সালে বোলপুর শান্তিনিকেতনে গড়ে ওঠে পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল। এই হাসপাতালের সংস্কারের পাশাপাশি ঐতিহ্যপূর্ণ ভবন ও হস্টেলগুলির সংস্কার করে হাল ফেরাতে চাইছে বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী কর্তৃপক্ষ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ১০ হাজার ৮৪৭ জন পড়ুয়া রয়েছেন। ৬৬৫ জন অধ্যাপক-অধ্যাপিকা ও ১৪৭ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। সেই সঙ্গেই ১ হাজার ৮১০ জন অধিকারিক ও কর্মী রয়েছেন। দু’দিনের এই সম্মেলন থেকে বিশ্বভারতীকে শিল্প-কলা ও বিজ্ঞানের ক্ষেত্রে কোম্পানিগুলি থেকে লগ্নি, আর্থিক অনুদান আসার সম্ভাবনা তৈরি হওয়ায় স্বভাবতই খুশি বিশ্বভারতী কর্তৃপক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Nov 07, 2025 9:39 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Visva Bharati University: বিশ্বভারতী নিয়ে বড় খবর! হাল ফিরবে একাধিক ঐতিহ্যবাহী ভবনের, সংস্কারে উদ্যোগী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ










