Supreme Court on Ahmedabad Plane Crash: পাইলটের ঘাড়ে দোষ চাপানো যাবে না! আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় কেন্দ্র, ডিজিসিএ-কে নোটিস সুপ্রিম কোর্টের

Last Updated:

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমান ভেঙে মৃত্যু হয়েছিল ২৬০ জন যাত্রী এবং বিমানকর্মীর৷

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৃত পাইলট সুমিত সভরওয়ালের বাবা৷
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৃত পাইলট সুমিত সভরওয়ালের বাবা৷
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার দায় কোনওভাবেই পাইলটের ঘাড়ে চাপানো যাবে না৷ এই নির্দেশ দিয়ে লন্ডনগামী ওই অভিশপ্ত বিমানের পাইলটের বাবাকে এ দিন আশ্বস্ত করল সুপ্রিম কোর্ট৷ পাশাপাশি, কেন্দ্রীয় সরকার, ডিজিসিএ এবং এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোকেও এই নির্দেশ জানিয়ে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত৷
আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমান ভেঙে মৃত্যু হয়েছিল ২৬০ জন যাত্রী এবং বিমানকর্মীর৷ দুর্ঘটনাগ্রস্ত বিমানটির পাইলট-ইন-কম্যান্ড হিসেবে দায়িত্বে ছিলেন সুমিত সভরওয়াল৷ তাঁর বাবা পুষ্করাজ সভরওয়ালের আবেদনের ভিত্তিতেই এ দিন এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস (এফআইপি)-র পক্ষ থেকেও একই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পৃথক মামলা দায়ের করেছিল৷ সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ এ দিন এই নির্দেশ দেয়৷ প্রাথমিক তদন্ত রিপোর্টেও পাইলটের গাফিলতির প্রমাণ মেলেনি বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত৷
advertisement
নির্দেশ দিতে গিয়ে বিচারপতি সূর্যকান্ত মৃত পাইলটের ৯১ বছর বয়সি বাবার উদ্দেশে বলেন, ‘এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি দুর্ঘটনা৷ কিন্তু আপনার ছেলেকে তার জন্য দোষারোপ করা হচ্ছে বলে আপনি সেই বোঝা বয়ে বেড়াবেন না৷ গোটা দেশে কেউ বিশ্বাস করে না যে পাইলটের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে৷ প্রাথমিক তদন্ত রিপোর্টেও সেরকম কোনও ইঙ্গিত মেলেনি৷ একজন পাইলট আর দ্বিতীয়জনকে জিজ্ঞেস করেছেন ইঞ্জিনে জ্বালানির সরবরাহ বন্ধ করা হয়েছে কি না? দ্বিতীয় পাইলট জানিয়ে দেন তিনি জ্বালানি বন্ধ করেননি৷’
advertisement
advertisement
আহমেদাবাদের এই ভয়াবহ দুর্ঘটনার পর গত জুলাই মাসে প্রাথমিক তদন্ত রিপোর্টে এএআইবি জানায়, আকাশে ওড়ার ওই বোয়িং বিমানের দুটি ইঞ্জিনেই জ্বালানি সরবরাহ বন্ধ করা হয়েছিল৷ রিপোর্টে অবশ্য দাবি করা হয়, দশ সেকেন্ডের মধ্যেই সেই সুইচ দুটি ফের চালু করে জ্বালানি সরবরাহের চেষ্টা হয়৷ কিন্তু ততক্ষণে দুটি ইঞ্জিনই জ্বালানি শূন্য হয়ে গিয়ে দুর্ঘটনা ঘটে যায়৷ এএআইবি-র এই রিপোর্ট সামনে আসার পরই সুপ্রিম কোর্টে এই জোড়া মামলা দায়ের হয়৷
advertisement
মৃত পাইলটের বাবার আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আর্জি জানিয়ে বলেন, এই দুর্ঘটনার তদন্তে একটি স্বাধীন বিচারবিভাগীয় কমিটি গঠন করা হোক৷ তিনি অভিযোগ করেন, এএআইবি-র যে তদন্ত হয়েছে তা স্বাধীনভাবে হয়নি৷ তিনি আরও দাবি করেন, গোটা বিশ্বেই ড্রিমলাইনার বিমানে একাধিক গোলযোগ সামনে এসেছে৷
কেন্দ্রীয় সরকার এবং ডিজিসিএ-কে নোটিস পাঠিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, শীর্ষ আদালতে একই ধরনের আরও একটি আবেদন জমা পড়েছে৷ আগামী ১০ নভেম্বর সেই মামলার শুনানি হবে৷
advertisement
এএআইআবি-র প্রাথমিক তদন্ত রিপোর্টে ইঞ্জিনে জ্বালানি বন্ধ করা নিয়ে কথোপকথনের পাশাপাশি যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি৷ এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসনও গত ৩০ অক্টোবর জানান, এএআইবি রিপোর্টে এই দুর্ঘটনার জন্য বিমানসংস্থার পরিচালন ব্যবস্থা বা গাফিলতির দিকে কোনও আঙুল তোলা হয়নি৷ তা সত্ত্বেও সংস্থার পক্ষ থেকে নিজেদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং আরও উন্নতির চেষ্টা করা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on Ahmedabad Plane Crash: পাইলটের ঘাড়ে দোষ চাপানো যাবে না! আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় কেন্দ্র, ডিজিসিএ-কে নোটিস সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement