হোম » ছবি » ফুটবল » World Cup Qualifiers: সুনীল ছেত্রী থাকলে জিততে পারে না বাংলাদেশ!

World Cup Qualifiers: সুনীল ছেত্রী থাকলে জিততে পারে না বাংলাদেশ!

  • Bangla Digital Desk

  • 15

    World Cup Qualifiers: সুনীল ছেত্রী থাকলে জিততে পারে না বাংলাদেশ!

    ক্রিকেট হোক বা ফুটবল, ভারত-বাংলাদেশ লড়াই মানেই আলাদা উত্তেজনা। ক্রিকেট ও ফুটবল, দুই ক্ষেত্রেই ভারতের দিকে সাফল্যের পাল্লা ভারি। তবে বাংলাদেশ কিন্তু বরাবর ভারতের কাছে কঠিন প্রতিপক্ষ। তবে পরিসংখ্যান বলছে, সুনীল ছেত্রী থাকলে বাংলাদেশ জিততে পারে না।

    MORE
    GALLERIES

  • 25

    World Cup Qualifiers: সুনীল ছেত্রী থাকলে জিততে পারে না বাংলাদেশ!

    সোমবার দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্য়াচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। আর এই ম্যাচেও সুনীল ছেত্রীর জন্য নিশ্চয়ই আলাদা পরিকল্পনা করবেন বাংলাদেশের কোচ জ্য়ামি ডে। কারণ, সুনীল থাকা মানেই বাংলাদেশের জয়ের রাস্তা কঠিন।

    MORE
    GALLERIES

  • 35

    World Cup Qualifiers: সুনীল ছেত্রী থাকলে জিততে পারে না বাংলাদেশ!

    ভারতের জার্সিতে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭২টি গোল করেছেন সুনীল। আন্তর্জাতিক মঞ্চে কোনও দেশের হয়ে সুনীল এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। প্রথম রোনাল্ডো। সুনীলের মতো তারকাকে নিয়ে যে কোনও বিপক্ষেরই চিন্তায় থাকাটা স্বাভাবিক।

    MORE
    GALLERIES

  • 45

    World Cup Qualifiers: সুনীল ছেত্রী থাকলে জিততে পারে না বাংলাদেশ!

    বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ মানেই সুনীল যেন আরও বেশি ভয়ঙ্কর। ২০০৭ সালে দিল্লিতে নেহরু কাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম খেলেছিলেন সুনীল। সেবার বাইচুং ভুটিয়ার গোলে বাংলাদেশ ভারতের কাছে হারে। সুনীল তখন তরুণ স্ট্রাইকার। তবে সেদিন নিজের জাত চিনিয়েছিলেন তিনি। এর পর ২০১৩ সালে নেপালের কাঠমান্ডু সাফ চ্যাম্পিয়নশিপে সুনীলের গোলের জন্যই বাংলাদেশ জিততে পারেনি। ওই ম্যাচে আতিকুর রহমানের গোলে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের প্রায় শেষলগ্নে বাংলাদেশের বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে গোল করেন সুনীল। ম্যাচ ড্র।

    MORE
    GALLERIES

  • 55

    World Cup Qualifiers: সুনীল ছেত্রী থাকলে জিততে পারে না বাংলাদেশ!

    ২০১৪ সালে গোয়ায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও বাংলাদেশকে জিততে দেননি সুনীল। ২-১-এ এগিয়ে ছিল বাংলাদেশ। ৭৫ মিনিটে গোল করে ম্য়াচ ড্র করিয়ে দেন ছেত্রী। ২০১৯ সালে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে অবশ্য সুনীলকে রুখে দিয়েছিল বাংলাদেশ ডিফেন্স। তবে ওই ম্য়াচেও বাংলাদেশের রক্ষণকে নাজেহাল করে ছেড়েছিলেন ছেত্রী। কাতারের বিরুদ্ধে গত ম্যাচে বেশিক্ষণ খেলতে পারেননি সুনীল। করোনায় আক্রান্ত হওয়ার পর ছন্দে ফিরতে তাঁর সময় লাগছে। তবে আবার সামনে সেই বাংলাদেশ। সোমবার আবার কি ভয়ঙ্কর হয়ে উঠবেন ছেত্রী!

    MORE
    GALLERIES