বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ মানেই সুনীল যেন আরও বেশি ভয়ঙ্কর। ২০০৭ সালে দিল্লিতে নেহরু কাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম খেলেছিলেন সুনীল। সেবার বাইচুং ভুটিয়ার গোলে বাংলাদেশ ভারতের কাছে হারে। সুনীল তখন তরুণ স্ট্রাইকার। তবে সেদিন নিজের জাত চিনিয়েছিলেন তিনি। এর পর ২০১৩ সালে নেপালের কাঠমান্ডু সাফ চ্যাম্পিয়নশিপে সুনীলের গোলের জন্যই বাংলাদেশ জিততে পারেনি। ওই ম্যাচে আতিকুর রহমানের গোলে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের প্রায় শেষলগ্নে বাংলাদেশের বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে গোল করেন সুনীল। ম্যাচ ড্র।
২০১৪ সালে গোয়ায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও বাংলাদেশকে জিততে দেননি সুনীল। ২-১-এ এগিয়ে ছিল বাংলাদেশ। ৭৫ মিনিটে গোল করে ম্য়াচ ড্র করিয়ে দেন ছেত্রী। ২০১৯ সালে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে অবশ্য সুনীলকে রুখে দিয়েছিল বাংলাদেশ ডিফেন্স। তবে ওই ম্য়াচেও বাংলাদেশের রক্ষণকে নাজেহাল করে ছেড়েছিলেন ছেত্রী। কাতারের বিরুদ্ধে গত ম্যাচে বেশিক্ষণ খেলতে পারেননি সুনীল। করোনায় আক্রান্ত হওয়ার পর ছন্দে ফিরতে তাঁর সময় লাগছে। তবে আবার সামনে সেই বাংলাদেশ। সোমবার আবার কি ভয়ঙ্কর হয়ে উঠবেন ছেত্রী!