ম্যাচ জিতে উঠে মেসি জানান, “আর্জেন্টিনাকে ছাড়া বিশ্বকাপ অস্বাভাবিক। এই দলটার বিশ্বকাপে না খেলাটা ঠিক হতো না। দলের খেলা আরও বদলাবে, আগামীদিনে আরও শক্তিশালী হবে এই টিমই। ঈশ্বরকে ধন্যবাদ, ম্যাচে সবকিছু ঠিকঠাক গিয়েছে এবং আমরা বিশ্বকাপের মূলপর্বে উঠেছি। লক্ষ্য পূরণ হওয়ায় এখন আমরা স্বস্তিতে। ’’