Lionel Messi: বার্সেলোনার ফুটবলার হিসাবে আজ শেষ দিন লিওনেল মেসির, এবার?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
মেসি-বার্সেলোনার এত বছরের সম্পর্কে কি এবার ইতি!
advertisement
advertisement
ক্লাবের বোর্ড মেম্বার-দের সঙ্গে মেসির বনিবনা হচ্ছিল না। তা ছাড়া মেসির মনে হয়েছিল, বার্সেলোনার আর বড় কোনও ট্রফি জয়ের ইচ্ছা নেই। তাই দলগঠনের ফাঁকফোকরেও ক্লাবের কর্তারা নজর দিচ্ছেন না। তাই গত মরশুমে মেসি অন্য কোনও ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভেবেছিলেন, নতুন জার্সি গায়ে আবার বড় ট্রফি জয়ের জন্য ঝাঁপাবেন।
advertisement
advertisement
গত ছমাসে মেসির সঙ্গে বার্সেলোনার ক্লাব কর্তাদের সম্পর্কের উন্নতি হয়েছে বলে শোনা যাচ্ছে। আর বার্সেলোনা তাই মেসির সঙ্গে দুবছরের চুক্তি করতে প্রস্তুত। তবে চুক্তির শর্তাবলী নিয়ে ফের দুপক্ষের মধ্যে আলোচনা হতে পারে। ফলে এখনই চুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। করোনার জন্য বার্সেলোনার আয় কমেছে গত এক বছরে। ফলে এবার মেসিকে কম অর্থের বিনিময়ে চুক্তিবদ্ধ করতে চাইবেন বার্সা কর্তারা। শোনা যাচ্ছে এমনই। এখন দেখার মেসি সেই চুক্তিতে সই করতে রাজি হন কি না!