Lionel Messi: বার্সেলোনার ফুটবলার হিসাবে আজ শেষ দিন লিওনেল মেসির, এবার?

Last Updated:
মেসি-বার্সেলোনার এত বছরের সম্পর্কে কি এবার ইতি!
1/5
বার্সেলোনা। নামটা উচ্চারণ হলে সঙ্গে লিওনেল মেসির কথাও চলে আসে নিজে থেকেই। বার্সেলোনা মানেই লিও মেসি। আর লিও মেসি মানেই বার্সেলোনা। ক্লাব ও আর্জেন্টাইন তারকাকে যেন আলাদা করা যায় না! সেই অটুট সম্পর্ক কি এবার ভাঙনের পথে! আজই বার্সেলোনায় শেষ দিন লিওর!
বার্সেলোনা। নামটা উচ্চারণ হলে সঙ্গে লিওনেল মেসির কথাও চলে আসে নিজে থেকেই। বার্সেলোনা মানেই লিও মেসি। আর লিও মেসি মানেই বার্সেলোনা। ক্লাব ও আর্জেন্টাইন তারকাকে যেন আলাদা করা যায় না! সেই অটুট সম্পর্ক কি এবার ভাঙনের পথে! আজই বার্সেলোনায় শেষ দিন লিওর!
advertisement
2/5
আজ ৩০ জুন, বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হচ্ছে। অর্থাত্, আজ থেকে লিওনেল মেসি মুক্ত। গত মরশুমে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিলেন মেসি। শেষ পর্যন্ত এই চুক্তির জন্যই তিনি থাকতে বাধ্য হন।
আজ ৩০ জুন, বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হচ্ছে। অর্থাত্, আজ থেকে লিওনেল মেসি মুক্ত। গত মরশুমে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিলেন মেসি। শেষ পর্যন্ত এই চুক্তির জন্যই তিনি থাকতে বাধ্য হন।
advertisement
3/5
ক্লাবের বোর্ড মেম্বার-দের সঙ্গে মেসির বনিবনা হচ্ছিল না। তা ছাড়া মেসির মনে হয়েছিল, বার্সেলোনার আর বড় কোনও ট্রফি জয়ের ইচ্ছা নেই। তাই দলগঠনের ফাঁকফোকরেও ক্লাবের কর্তারা নজর দিচ্ছেন না। তাই গত মরশুমে মেসি অন্য কোনও ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভেবেছিলেন, নতুন জার্সি গায়ে আবার বড় ট্রফি জয়ের জন্য ঝাঁপাবেন।
ক্লাবের বোর্ড মেম্বার-দের সঙ্গে মেসির বনিবনা হচ্ছিল না। তা ছাড়া মেসির মনে হয়েছিল, বার্সেলোনার আর বড় কোনও ট্রফি জয়ের ইচ্ছা নেই। তাই দলগঠনের ফাঁকফোকরেও ক্লাবের কর্তারা নজর দিচ্ছেন না। তাই গত মরশুমে মেসি অন্য কোনও ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভেবেছিলেন, নতুন জার্সি গায়ে আবার বড় ট্রফি জয়ের জন্য ঝাঁপাবেন।
advertisement
4/5
ম্যাঞ্চেস্টার সিটি, প্যারিস সেন্ট জার্মেইনের মতো ক্লাবগুলি মেসিকে পাওয়ার জন্য ঝাঁপিয়েছিল। তবে পরে শোনা যায়, মেসি নাকি সরকারিভাবে কোনও ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে দলবদল নিয়ে কথা বলেননি।
ম্যাঞ্চেস্টার সিটি, প্যারিস সেন্ট জার্মেইনের মতো ক্লাবগুলি মেসিকে পাওয়ার জন্য ঝাঁপিয়েছিল। তবে পরে শোনা যায়, মেসি নাকি সরকারিভাবে কোনও ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে দলবদল নিয়ে কথা বলেননি।
advertisement
5/5
গত ছমাসে মেসির সঙ্গে বার্সেলোনার ক্লাব কর্তাদের সম্পর্কের উন্নতি হয়েছে বলে শোনা যাচ্ছে। আর বার্সেলোনা তাই মেসির সঙ্গে দুবছরের চুক্তি করতে প্রস্তুত। তবে চুক্তির শর্তাবলী নিয়ে ফের দুপক্ষের মধ্যে আলোচনা হতে পারে। ফলে এখনই চুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। করোনার জন্য বার্সেলোনার আয় কমেছে গত এক বছরে। ফলে এবার মেসিকে কম অর্থের বিনিময়ে চুক্তিবদ্ধ করতে চাইবেন বার্সা কর্তারা। শোনা যাচ্ছে এমনই। এখন দেখার মেসি সেই চুক্তিতে সই করতে রাজি হন কি না!
গত ছমাসে মেসির সঙ্গে বার্সেলোনার ক্লাব কর্তাদের সম্পর্কের উন্নতি হয়েছে বলে শোনা যাচ্ছে। আর বার্সেলোনা তাই মেসির সঙ্গে দুবছরের চুক্তি করতে প্রস্তুত। তবে চুক্তির শর্তাবলী নিয়ে ফের দুপক্ষের মধ্যে আলোচনা হতে পারে। ফলে এখনই চুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। করোনার জন্য বার্সেলোনার আয় কমেছে গত এক বছরে। ফলে এবার মেসিকে কম অর্থের বিনিময়ে চুক্তিবদ্ধ করতে চাইবেন বার্সা কর্তারা। শোনা যাচ্ছে এমনই। এখন দেখার মেসি সেই চুক্তিতে সই করতে রাজি হন কি না!
advertisement
advertisement
advertisement