এছাড়া মেয়েদের সেরা প্লেয়ারদের তালিকায় রয়েছে বেথ মিড, অ্যালেক্স মর্গ্যান ও অ্যালেক্সিয়া পুতেল্লাস। মেয়েদের গোলকিপারের তালিকায় রয়েছে অ্যান কাতরিন বার্গার, মেরি আর্পস ও ক্রিস্টেন এন্ডলার। মেয়েদের সেরা কোচের তালিকায় রয়েছেন সনিয়া বোম্পাস্টার, পিয়া সুনধাগে, সারিয়া উইগমান। এছাড়া পুস্কাস অ্যাওয়ার্ড পাওয়ার তালিকায় রয়েছেন মার্সিন ওলেক্সি, দিমিত্রি পায়েত ও রিচার্লিসন।