Fifa Best Awards 2022: কে পেল ফিফার বর্ষসেরা পুরস্কার, মেসি এমবাপে না বেঞ্জিমা, উত্তর মিলবে আজ রাতে

Last Updated:
Fifa Best Awards 2022: আর কিছু সময়ের অপেক্ষা। ভারতীয় সময় মধ্যরাতে জানা যাবে কার হাতে উঠতে চলেথে ফিফার বর্ষ সেরা অ্যাওয়ার্ড। মেসি, এমবাপে না বেঞ্জিমা কে হবে সেরার সেরা।
1/7
আর কিছু সময়ের অপেক্ষা। ভারতীয় সময় মধ্যরাতে জানা যাবে কার হাতে উঠতে চলেথে ফিফার বর্ষ সেরা অ্যাওয়ার্ড।
আর কিছু সময়ের অপেক্ষা। ভারতীয় সময় মধ্যরাতে জানা যাবে কার হাতে উঠতে চলেথে ফিফার বর্ষ সেরা অ্যাওয়ার্ড।
advertisement
2/7
ভারতীয় সময় রাত ১.৩০ মিনিট থেকে ফ্রান্সের প্যারিসে শুরু হবে ফিফা বেস্ট অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। দেখা যাবে ফিফার ইউটিউব চ্যানেলে।
ভারতীয় সময় রাত ১.৩০ মিনিট থেকে ফ্রান্সের প্যারিসে শুরু হবে ফিফা বেস্ট অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। দেখা যাবে ফিফার ইউটিউব চ্যানেলে।
advertisement
3/7
পুরুষদের সেরা প্লেয়ারের তালিকায় যে ৩ জন শেষ পর্যন্ত জায়গা পেয়েছেন তারা হলেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও করিম বেঞ্জিমা।
পুরুষদের সেরা প্লেয়ারের তালিকায় যে ৩ জন শেষ পর্যন্ত জায়গা পেয়েছেন তারা হলেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও করিম বেঞ্জিমা।
advertisement
4/7
সেরা গোলকিপার হওয়ার তালিকায় ৩ জনের মধ্যে রয়েছে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ, মরক্কোর ইয়াসিন বোনু ও বেলজিয়ামের কর্তুয়া।
সেরা গোলকিপার হওয়ার তালিকায় ৩ জনের মধ্যে রয়েছে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ, মরক্কোর ইয়াসিন বোনু ও বেলজিয়ামের কর্তুয়া।
advertisement
5/7
ছেলেদের সেরা কোচের তালিকায় রয়েছে আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, ম্যাঞ্চেস্টার সিটির পেপ গুয়ার্দিওয়ালা ও রিয়াল মাদ্রিদের কার্লোস আন্সোলোত্তি।
ছেলেদের সেরা কোচের তালিকায় রয়েছে আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, ম্যাঞ্চেস্টার সিটির পেপ গুয়ার্দিওয়ালা ও রিয়াল মাদ্রিদের কার্লোস আন্সোলোত্তি।
advertisement
6/7
সবথেকে বেশি আলোচনা বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ড নিয়ে। জোর টক্কর হলেও ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন লিওনেল মেসি পাওয়ার সম্ভাবনা বেশি।
সবথেকে বেশি আলোচনা বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ড নিয়ে। জোর টক্কর হলেও ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন লিওনেল মেসি পাওয়ার সম্ভাবনা বেশি।
advertisement
7/7
এছাড়া মেয়েদের সেরা প্লেয়ারদের তালিকায় রয়েছে বেথ মিড, অ্যালেক্স মর্গ্যান ও অ্যালেক্সিয়া পুতেল্লাস। মেয়েদের গোলকিপারের তালিকায় রয়েছে অ্যান কাতরিন বার্গার, মেরি আর্পস ও ক্রিস্টেন এন্ডলার। মেয়েদের সেরা কোচের তালিকায় রয়েছেন সনিয়া বোম্পাস্টার, পিয়া সুনধাগে, সারিয়া উইগমান। এছাড়া পুস্কাস অ্যাওয়ার্ড পাওয়ার তালিকায় রয়েছেন মার্সিন ওলেক্সি, দিমিত্রি পায়েত ও রিচার্লিসন।
এছাড়া মেয়েদের সেরা প্লেয়ারদের তালিকায় রয়েছে বেথ মিড, অ্যালেক্স মর্গ্যান ও অ্যালেক্সিয়া পুতেল্লাস। মেয়েদের গোলকিপারের তালিকায় রয়েছে অ্যান কাতরিন বার্গার, মেরি আর্পস ও ক্রিস্টেন এন্ডলার। মেয়েদের সেরা কোচের তালিকায় রয়েছেন সনিয়া বোম্পাস্টার, পিয়া সুনধাগে, সারিয়া উইগমান। এছাড়া পুস্কাস অ্যাওয়ার্ড পাওয়ার তালিকায় রয়েছেন মার্সিন ওলেক্সি, দিমিত্রি পায়েত ও রিচার্লিসন।
advertisement
advertisement
advertisement