Stephen Constantine : লাল হলুদে স্টিফেন যুগ শুরু হয়ে গেল! মাঠে নেমেই ভরসা দিলেন নতুন কোচ

Last Updated:
Emami East Bengal new manager Stephen Constantine starts practice with Indian footballers. লাল হলুদে স্টিফেন যুগ শুরু! মাঠে নেমেই ভরসা দিলেন নতুন কোচ
1/7
অঙ্কিত মুখার্জি, জেরি, অনিকেত যাদব, শুভাশিস রায়চৌধুরীদের নিয়ে ইস্টবেঙ্গল মাঠে দৌড় শুরু করে দিলেন স্টিফেন
অঙ্কিত মুখার্জি, জেরি, অনিকেত যাদব, শুভাশিস রায়চৌধুরীদের নিয়ে ইস্টবেঙ্গল মাঠে দৌড় শুরু করে দিলেন স্টিফেন
advertisement
2/7
মাঠের ধারে জড়ো করে থাকা ফুটবল বেছে নিলেন নিজের হাতে। তারপর ফুটবলারদের একত্রিত করলেন
মাঠের ধারে জড়ো করে থাকা ফুটবল বেছে নিলেন নিজের হাতে। তারপর ফুটবলারদের একত্রিত করলেন
advertisement
3/7
ইস্টবেঙ্গল ক্লাবের ভেতর কিছুক্ষণ সময় কাটালেন ভারতের প্রাক্তন কোচ। ক্লাবের ইতিহাস এবং ট্রফি দেখলেন
ইস্টবেঙ্গল ক্লাবের ভেতর কিছুক্ষণ সময় কাটালেন ভারতের প্রাক্তন কোচ। ক্লাবের ইতিহাস এবং ট্রফি দেখলেন
advertisement
4/7
ভারতীয় ফুটবলে জাতীয় কোচ হিসেবে এর আগে দুবার দায়িত্ব সামলেছেন স্টিফেন। এদেশের ক্লাব ফুটবলে অবশ্য তিনি নতুন। কিন্তু ভারতীয় ফুটবলকে নিজের হাতের তালুর মত চেনেন তিনি
ভারতীয় ফুটবলে জাতীয় কোচ হিসেবে এর আগে দুবার দায়িত্ব সামলেছেন স্টিফেন। এদেশের ক্লাব ফুটবলে অবশ্য তিনি নতুন। কিন্তু ভারতীয় ফুটবলকে নিজের হাতের তালুর মত চেনেন তিনি
advertisement
5/7
ইস্টবেঙ্গল ক্লাবের কিছু কর্তা এবং প্রাক্তন ফুটবলার উপস্থিত ছিলেন মাঠে স্টিফেনের প্রথম দিনের প্র্যাকটিস দেখবেন বলে
ইস্টবেঙ্গল ক্লাবের কিছু কর্তা এবং প্রাক্তন ফুটবলার উপস্থিত ছিলেন মাঠে স্টিফেনের প্রথম দিনের প্র্যাকটিস দেখবেন বলে
advertisement
6/7
সহকারি কোচ বিনো জর্জ উপস্থিত ছিলেন। তার সঙ্গেও কথাবার্তা সেরে নিলেন স্টিফেন
সহকারি কোচ বিনো জর্জ উপস্থিত ছিলেন। তার সঙ্গেও কথাবার্তা সেরে নিলেন স্টিফেন
advertisement
7/7
মাঠের ঠিক মাঝখানে ফুটবলারদের গোল করে দাঁড়িয়ে নিজের প্ল্যান অনুসারে দায়িত্ব বুঝিয়ে দিলেন ইংলিশ ম্যানেজার
মাঠের ঠিক মাঝখানে ফুটবলারদের গোল করে দাঁড়িয়ে নিজের প্ল্যান অনুসারে দায়িত্ব বুঝিয়ে দিলেন ইংলিশ ম্যানেজার
advertisement
advertisement
advertisement